আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমি আমার হৃদয়ের আকাশের তারা
তুমি আমার অন্ধকার রাতের জোসনা।
তুমি ছাড়া হৃদয়ে নেই অন্য কেউ
তুমি ছাড়া হৃদয়ে উঠে না ঢেউ।
তুমি হৃদয়ে থাকা স্বচ্ছ আয়না
তুমি ভালোবাসা মিষ্টি ময়না।
লেখক
লেখক এর অনুভূতি:
কবিতা তার জন্য হৃদয়ে অনুভূতির লুকোচুরি, ভালোবাসা তার তরে কবিতার ছন্দে হৃদয়কে চঞ্চল রাখা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আমার হৃদয়ের ঘরের চাল,
তুমি আমার হৃদয়ের বাগানের ফুল।
তুমি আমার ঘুমের ঘোরের স্বপ্ন।
তুমি আমার কঠোর আশার তীক্ষ্ণ।
তুমি ছাড়া মেঘলা আকাশে হয়না তো বৃষ্টি
তুমি ছাড়া হৃদয়ের মাঝে কষ্টের সৃষ্টি।
তুমি ছাড়া নীল আকাশে উড়েনাতো পাখি।
তুমি ছাড়া সুখ-দুঃখ সবকিছুই একসাথে রাখি।
তুমি আমার রাতের আকাশে চাঁদের জোছনা,
তুমি ছাড়া এই মন কখনো অস্থির হয় না।
তুমি আমার আকাশে উড়া উড়ন্ত চিল,
তোমায় ছাড়া আকাশের রং হয়না তো নীল।
তুমি আমার প্রতীক্ষায় থাকা এক সুন্দরী রমণীর;
ঘন কালো রেশমি চুল।
তুমি আমার মেঠো পথে অবহেলায় ফুটে থাকা;
একঝাঁক হাসনাহেনা ফুল।
তুমি আমার উত্তাল সমুদ্রের উপচে পড়া;
এক বাধাহীন লোনতা ঢেউ।
তুমিই আমার জোসনার চাঁদ, ভোরের শিশিরবিন্দু;
অন্তরে পুষে রাখা অতি আপন কেউ।
দারুণ লিখেছ দাদা।
তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রশংসা করার জন্য। ইদানিং এই ব্যাপার গুলো বেশ ভালই হচ্ছে মনে হয়।🤭
হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হচ্ছে দেখছি।
তুমি আমার মন আকাশে
খাঁটি ধ্রুবতারা,
একটি দিনও কাটেনাতো
বন্ধু তোমায় ছাড়া।
অমাবস্যার রাতে তুমি
পূর্ণিমারি আলো,
তুমি আমার অনন্ত প্রেম
তাই তো বাসি ভালো।
স্বচ্ছ কাচের আয়না তুমি
ব্যাকুলতার ঢেউ,
এই হৃদয়ে তুমি ছাড়া
আসবে নাতো কেউ।
তুমি শুধু তুমি আমার
প্রিয় ময়না পাখি,
তোমার দিকে চেয়ে চেয়ে
মুগ্ধ যে হয়ে আঁখি।
তোমার মত বন্ধু পেয়ে
সত্যি আমি লাকি,
মিনতি করে বলছি কভু
দিয়োনা গো ফাঁকি।
♥♥
আন্টি আপনার কবিতা গুলো অনেক উৎকৃষ্ট মানের।
ধন্যবাদ♥♥
সুন্দর লিখেছেন আপু।
ধন্যবাদ আপু ♥♥
অসাধারণ হয়েছে আপু, আমার বউ আপনার কবিতা পড়ে অনেক খুশি। তার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ❤️
আমি ধন্য।
ভালোবাসা অবিরাম♥♥
🥰
তুমি আমার নীল আকাশে রাতের ধ্রব তারা
তুমি আমার প্রথম প্রহর ভোরের শিশির কনা
তুমি আমার মেঘলা আকাশে বৃষ্টির আনাগোনা
তুমিই হৃদয় মাঝে করছো আনাগোনা।।
বাহ! বেশ সুন্দর মিলিয়েছেন তো ছন্দগুলো, দারুণ হয়েছে।
ধন্যবাদ ভাইয়া।
তুমি আমার হৃদয়ের আয়না,
তুমি আমার শত স্বপ্নের বায়না।
তুমি ছাড়া এ বুকটা শূন্য মরুভূমি,
তুমি ছাড়া আমিটা নয়তো কভু দামী।
তুমি হৃদয়ের বালুচরে এক বিশাল সমুদ্র,
তোমার ভালোবাসার রাজ্যে আমি অতি ক্ষুদ্র।
তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ,
তুমি আমার হৃদয়ের গভীরতম সুর,
তুমি আমার মন খারাপের ওষুধ,
তুমিই আবার সুখের দিনের সাথী,
তোমার মাঝেই দুঃখ লুকাই,
তোমার মাঝেই সুখ খুঁজে পাই।
তাই তোমায় খুঁজি সারাক্ষণ,
না পেলে তোমায় সবই যে হারায়।
তুমি আমার মনের বীর পুরুষ
তোমাকে নিয়ে নেই কোনো ঘৃণা,সন্দিগ্ধ হুঁশ।
তুমি ছাড়া আকাশের রং ও ফিকে
তুমি ছাড়া এই পৃথিবী বিষণ্ণ,মলিনে।
তুমি হৃদয় বাগানের শুভ্র ফুল
তুমি ছাড়া ভালোবাসারা দুরন্ত ভুল।
তুমি আমার প্রিয় সূর্যের রঙিন আলো,
তুমি আমার শান্তির রাতের অন্ধকারের আলো।
তুমি ছাড়া জীবনের পথ দেখিনা তো ভালো ,
তুমি আমার হৃদয়ের উজ্জ্বল প্রেমের আয়না,
তুমি আমার জীবনের মিষ্টি মধুর গান।
তোমায় ভালোবেসে কাটাবো চিরকাল।
তুমি আমার অন্ধকারে জোসনা
তুমি আমার মনের বাসনা।
তুমি আমার হৃদয়ের আবেগ
তুমি আমার ভালোবাসার পরিশেষে।
তুমি আমার বাবু,সোনা ময়না
তাই তোমাকে আদর করে পরিয়ে দিতে চাই গয়না।
তুমি আমার অস্থির মনে স্বস্তি
তুমি পাশে থাকলে পেয়ে যায় সব মস্তি।
হৃদয়ের আকাশে প্রিয় তুমি ধ্রুবতারা
আঁধার রাত আমার হৃদয় প্রিয় তুমি ছাড়া
তুমি ছাড়া হৃদয় যেন শূন্য মরুভূমি
পূর্ণ করো আমার হৃদয় ভালোবেসে তুমি
তুমি আমার হৃদয়ের মাঝে অনুভূতির আয়না
প্রিয় ভালোবেসে পূর্ণ কর আমার মনের বায়না
অসাধারণ একটি অনু কবিতা লিখেছেন আপু। খুব ভালো লাগছে আমার কাছে।