এবিবি ফান প্রশ্ন- ৪৭৪ || অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে কেন এত বেশি লাফালাফি করে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে কেন এত বেশি লাফালাফি করে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে আমাদের এখানে অল্প পানির মাছ খুব কম আছে, তাই বলতে পারছিনা কেন বেশি পানিতে তারা এত বেশি লাফালাফি করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আসলে আমাদের দেশের আনাচে-কানাচে কিছু অযোগ্যতা সম্পন্ন লোক আছে, যারা বাস্তবে না বরং কল্পনায়ও ভাবে না কোনো ভালো পজিশনে যেতে পারবে। আর তারা যদি যেকোনো ভাবে কোনো ভালো পজিশনে যেতে পারে,তাহলে তাদের লাফালাফি আর কে দেখে। এককথায় বলতে গেলে, তারা খাটের উপরে উঠে বাচ্চাদের মতো লাফালাফি করতে থাকে🤣🤣।
এটা ঠিক বলেছেন ভাইয়া কিছু অযোগ্য লোক আছে যারা একটু ভালো পজিশনে যেতে পারলেই মনে হয় বেঁচে যায়। তাদের লাফালাফি আর কে দেখে।
একদম ঠিক কথা বলেছেন।বাচ্চাদের থেকেও বেশি লাফালাফি করে।
ঠিক বলেছেন ভাইয়া আমাদের দেশের আনাচে কনাছে অযোগ্যতা সম্পন্ন লোক আছে বেশি। আর এই লোক গুলো বেশি লাফালাফি করে।
কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না ঠিক তেমনি অল্প পানির মাছ বেশি পানিতে গেলে তারা কন্ট্রোল হারা হয়ে যায়। একই ধারার কিছু মানুষ আছে যাদের সাথে কুত্তা আর মাছের মিল পাওয়া যায়। 😃😃😃😃
দারুণ বলেছেন ভাইয়া, আমারও তেমন মনে হয়👍.
আপনি তো দেখছি দারুন উদাহরণ দিয়েছেন। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে না অনেকে।
হাহাহা,কথা খুব খাঁটি ভাইয়া।চোখ বুলালেই দেখা যায়।
হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকমটা হয়।
আপনার মন্তব্যটি শুনে ভালো লাগলো।
অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে এত লাফালাফি করে, কারণ এত পানি দেখে সে বুঝে ওঠে না কোথায় যাবে! পুরনো পাড়ায় বন্ধুদের খুঁজে পায় না, নতুন পাড়ায় সেলিব্রিটি হওয়ার চেষ্টা করে। আর মনোবিদরা বলে, এটা পানির 'ওভারএ্যাক্সাইটমেন্ট সিনড্রোম'—মাছেদের খুবই কমন ব্যাপার! 😄
ভালো লাগলো আপনার মন্তব্যটি শুনে। আসলে অল্প পানির মাছ বেশি পানিতে যাওয়া ঠিক না। তখন তাদের লাফালাফি বেশি হয় মানুষের ক্ষেত্রেও তাই।
অল্প পানির মাছ যখন বেশি পানিতে যায় তখন লাফালাফি বেশি করে। তেমনি অযোগ্য মানুষগুলো যখন যোগ্য মানুষের জায়গা বসলে তারা বেশি লাফালাফি করে। আর তাদের আচার ব্যবহার ভয়ংকর হয়। আর বর্তমান সমাজে এইরকম লোক গুলো বেশি দেখা যায় সব জায়গাতে অল্প পানির মাছের মত।
কারণ তারা তখন ভাবে পূর্ন স্বাধীনতা পেয়ে গেছে।তাই মনের সুখে লাফালাফি করতে থাকে।এমন কিছু মানুষও রয়েছে যারা একটু দায়িত্ব হাতে পেয়েই জ্ঞানশূন্য হয়ে পড়ে।তারপর সেই অল্পবিদ্যাকে পূর্ন স্বাধীনতা দিয়ে বড় কিছু হাতিয়ে নেয় চারহাত দিয়ে।ঠিক যেন মাছের লাফালাফির মতোই এদের স্বভাবটাও ধোঁকা দিয়ে হাতানোর কিংবা ঠকানোর।।
আপনার কথাগুলো যুক্তি সঙ্গত। তবে বাস্তব কথাই বলেছেন।
ধন্যবাদ ভাইয়া😊.
দুই টাকার দামী জিনিসকে দশ টাকার দাম দিলে যা হয় আরকি। নিজেকে বেশি দামী মনে করে ফেলে তাই লাফালাফি বেশি করে।
কারণ অল্প পানিতে পানির চাপ কম থাকে এবং বেশি পানিতে পানির চাপ বেশি থাকে তো এজন্য মাছ বেশি লাফালাফি করে। হা হা হা
অল্প পানির মাছ বেশি পানিতে গেলে কুল পাওয়া যায় না। এই কারণে চাপ নিতে পারে না মনে হয় আপু।
চাওয়ার চেয়ে যদি কখনো বেশি পেয়ে যায় তখন খুশিতে আত্মহারা হয়ে লাফালাফি করে। এজন্যই অল্প পানির মাছ বেশি পানিতে যাওয়ার পরে লাফালাফি করে।
এমনটা আমিও সবসময় মনে করি। আপনি ঠিক বলেছেন।
আসলে মানুষের চাওয়ার থেকে বেশি ফেলে তাহলে লাফালাফি করে পাও ভেঙ্গে ফেলে।
সম্পদ, জ্ঞান, পানি এগুলোর গভীরতা সবাই নিতে পারে না। আর যখনই নিতে পারে না তখন এইভাবে লাফালাফি করে।
যেমনটা বাস্তবে মানুষেরা করে থাকে।
একদম বাস্তব কথা বলেছেন। এগুলোর গভীরতা সবাই নিতে পারে না।
অল্প পানির মাছ বেশি পানিতে যাওয়া মানে তার জন্য একাদশে বৃহস্পতি, আর আমরা তো জানিই যারা একাদশে বৃহস্পতি মানে সৌভাগ্যের বিষয়,তাই মাছ অল্প পানি থেকে বেশি পানিতে পড়লে সৌভাগ্যে ধিতাং ধিতাং নৃত্য করে আর আমরা ভাবি লাফালাফি করে।