এবিবি ফান প্রশ্ন- ২৯১ | প্রেমে ছ্যাকা খাওয়ার পর বুদ্ধি বাড়ে নাকি বিয়ের পর পুরুষদের বুদ্ধি বাড়ে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেমে ছ্যাকা খাওয়ার পর বুদ্ধি বাড়ে নাকি বিয়ের পর পুরুষদের বুদ্ধি বাড়ে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার কাছে তো মনে হয় প্রেমে ছ্যাকা খাওয়ার পর-ই বুদ্ধি বাড়ে।কারণ অন্তত প্রেম না করার ভুত নামে মাথা থেকে।আর ঘরে বউ আনলে তো নিজের বুদ্ধি খাটানোর সময়-ই খুজে পাওয়া যায় না তাহলে বুদ্ধি বাড়বে কি করে।আপনাদের কাছে কি মনে হয় জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অবশ্যই বিয়ের পর পুরুষদের বুদ্ধি বাড়ে। বিয়ের আগে যদি বুদ্ধি থাকতো, তাহলে বিয়ে করতো না,বরং সারাজীবন প্রেম করেই কাটিয়ে দিতো😂😂। জরিনা,রহিমা, সখিনা,ফজিলা,বুলবুলি এবং আরও অনেকের সাথে প্রেম করে ছ্যাকা দিতে দিতে জীবনটা শান্তিতে কাটিয়ে দিতো 🤣🤣।
ভাইয়া, এত জনের সঙ্গে প্রেম করে আপনি ছ্যাকা দিতেন নাকি নিজে ছ্যাকা খেয়ে ডিপ্রেশনে চলে যেতেন সেটাই ভাবছি 🤣🤣।
আমি তো আমার কথা বলিনি আপু,সব পুরুষদের কথা বলেছি। আপু ছ্যাকা খেয়ে কারা ডিপ্রেশনে যায় জানেন,যারা মাত্র একজন নারী তে আসক্ত থাকে। যারা একের পর এক সম্পর্কে জড়ায়,তারা এসব নিয়ে কখনোই ডিপ্রেশনে যায় না। কারণ তারা সিরিয়াসলি কোনো রিলেশনে জড়ায় না। তারা শুধুমাত্র টাইম পাস করে 😂😂।
এর থেকে নতুনরা বুদ্ধি নিক । হাঃ হাঃ
হ্যাঁ দাদা সব অবিবাহিত পুরুষদের সুবর্ণ সুযোগ আছে 🤣🤣।
অবশ্যই বিয়ের পর, কারণ প্রেমিকার সাথে চলে একই ধরনের কৌশল, বার বার ভিন্ন ভিন্নভাবে কিন্তু বউয়ের ক্ষেত্রে সেটা হয় না, বরং নতুন নতুন কৌশল এখানে প্রয়োগ করতে হয় না হলে ধরা খাওয়া নিশ্চিত, হি হি হি।
হাফিজ দা একদিন আমার মতো অবিবাহিতদের কৌশল গুলো শিখিয়ে দিন 😁
এই রে, এইবার বুঝি নিশ্চিত চিরকুমার সংঘের মামলা খাবো, হি হি হি।
ভাইয়া আপনার ধেকে কিছু বুদ্ধি ধার নিতে হবে,হা হা হা।
ছেলেদের বিয়ের পরে বুদ্ধি বাড়ে কারণ, ছেলেরা প্রেম করার সময় বাবু থাকে।বিয়ে করার পরে বাবুর বাবা হয়ে যায়।🤣🤣
হি হি,দারুণ বলেছেন আপু।
প্রেম ভালোবাসা হলো একটা আধ্যাতিক ব্যাপার 😄
ছ্যাকা খেলে বুদ্ধি বাড়ে না বরং বোকা বনে যায়।
বিয়ের পর পুরুষ বাস্তবতা বুঝতে পারে 😕 এবং বুদ্ধির বাতি জ্বলে ওঠে কিন্তু লাভ নেই আর বুঝে 😞
বিয়ের আগে আবেগ কাজ করেছে বিয়ের পরে বিবেক কাজ করে। 🤣🤣
যা হবার তা তো হয়েই গেছে। 😛
বুদ্ধি থাকলে কেউ কি আর খাল কেটে কুমির ডেকে আনে। প্রেমে ছ্যাকা খাওয়ার পর বুদ্ধি বাড়লে তাহলে তো আর বিয়ে করতো না। বিয়ের পর যখন বুদ্ধি বেড়ে যায় তখন বুঝতে পারে আগেই তো ভালো ছিলাম। 🤣🤣
ঠিক বলেছেন আপু,ছেলেরা হচ্ছে কুমিরের মতো।☺️☺️
আপনারও কি সেই রকম অভিজ্ঞতা নাকি দিদি 🤣
অভিজ্ঞতা আছে বলেই তো বলছি দাদা। যে যত বেশি ধোঁকা খেয়েছে সে তত বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। 🤣🤣
আমার তো মনে হয় বিয়ের পর বুদ্ধি বাড়ে। বিয়ের পর শ্বশুর বাড়ি মধুর হাড়ি হয়। সে কারণে ভালো খাবার দাবারের কারণে বুদ্ধিও বাড়ে।
ভালো খাবার দাবারের কারণে বুদ্ধি বাড়ে, এটা তো জানতাম না ভাই! বিয়ে এর পর বউকে তাহলে বেশি বেশি করে ভালো খাবার খেতে দিতে হবে। এই করে যদি তার একটু বুদ্ধি বাড়ে, আর আমার সংসারে শান্তি বজায় থাকে ।
পুরুষ মানুষ সব সময় চালাক হয় তবে তারা প্রেমিকার কাছেই বোকা হয়ে থাকে🙄।আর তাই তো প্রেম করে বুদ্ধি বাড়ার। এরপর বিয়ে করে বুদ্ধি সব পালাই।😀😀🤭
প্রেমে ছেকা খেলে ছেলেদের বুদ্ধি কমে ।তখন তারা মজনু হয়ে যায়। বিয়ের পর বুদ্ধি বাড়ে। কেননা বৌকে ট্যাকেল দিয়ে বহু কাজ করতে হয়, যা বৌ পছন্দ করে না।
দিদি প্রেমে ছ্যাকা খাওয়ার পর বুদ্ধি বাড়লে বিয়ের পরে সেই বুদ্ধি শুধু কমতেই থাকে। তখন বউকে মনে হয় গুগলের টিচার,হে হে হে।🤣🤣
গুগলের টিচার নাকি পাগলের টিচার ভাই? হিহি 🤣🤣
আমার তো মনে হয় কোনো সময়ই বাড়ে না। যদি বুদ্ধি প্রেমে ছ্যাকা খাওয়ার পর বাড়ত তাহলে না পুনরায় প্রেম করতো, না বিয়ে করতো। হিহি🤣🤣