এবিবি ফান প্রশ্ন- ২৭৯ || শীতকালে যারা প্রতিদিন গোসল করে না তাদেরকে কি বলা যেতে পারে!?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতকালে যারা প্রতিদিন গোসল করে না তাদেরকে কি বলা যেতে পারে!?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এই বিষয়ে আপনাদের কাছ থেকেই ক্রিয়েটিভ কিছু মতামত আশা করছি। তবে আমার মতে এই শীতের যারা প্রতি নিয়ত গোসল করে না তাদেরকে গন্ডার বলা যেতে পারে, হাহাহা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভাই তাদেরকে আর্টিফিসিয়াল উইন্টার জলাতঙ্ক রোগী বলা যেতে পারে ! এই রোগে রোগীর মৃত্যু হার ০% তবে রোগীর গায়ের গন্ধে তার কাছে যাওয়া যায় না। এই রোগে রোগী শীতের ৩ মাস ভোগে, তারপর ঠিক হয়ে যায়। এই রোগ হলে রোগী শুধুমাত্র শীতের সময় জল দেখলে ভয় ভাই । 🤪🤭
হাহাহা দাদা বেশ মজা লাগলো উত্তরটা শুনে। এ ধরনের রোগীর শীতের সময় জল দেখতে ভয় করবে এটাই তো স্বাভাবিক।
আমার শেয়ার করা এই উত্তরটি পড়ে আপনি মজা পেয়েছেন, জেনে ভালো লাগলো ভাই।
তাদেরকে জীবন্ত কিংবদন্তি বলা যেতে পারে 😂😂। তাদের হাতে প্রতি বছর শীতকালে নোবেল পুরষ্কার তুলে দেওয়া উচিত 🤣🤣।
হাহাহা 🤣🤣। আমরাও সবাই দেখতে চাই, এই শীতে স্নান না করে কারা কারা নোবেল পুরষ্কার পেল!🤪🤪
আসলেই ভাই জীবন্ত কিংবদন্তি বললেও কম হবে না। 😄😄😄
শীতকালে যারা গোসল করে না আমাদের দিকে তাদেরকে বলা হয় কুইরা 😂। তাই যারা এবারের শীতে গোসল না করে থাকছে তাদেরকে কুইরা বলা যেতে পারে 🤣
এক কথায় তাদের ব্যাচেলর বলে।বিবাহিত হলে বউ একসাথে ঘুমাতে দিবে না ভয়ে গোসল করতই। কিন্তু ব্যাচেলর দের সে ভয় নেই,তাই তারা দিনের পর দিন ভয়শূণ্য চিত্তে গোসল না করেই কাটিয়ে দেয়। কেউ আবার সিয়াম ভাইয়ের দিকে আঙ্গুল তুলেন না যেন।
সব তো ঠিক ছিল ভাই, এটা আবার কি বলে দিলেন!! 🤣🤣🤣
আমরা অনেকেই ব্যাচেলর আছি ভাই। সবাই আমরা আপনার এই কথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো !!🤣🤣🤣
আমিও ব্যাচেলর।।
তোমার বিরুদ্ধে এই আন্দোলনে তুমিও তাহলে আমাদের সাথে যোগ দিও ভাই। হিহি 🤭🤣🤣
প্রথমতো, তারা বুদ্ধিমান/বুদ্ধিমতী! তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে জানে! তাই অযথা শীতকালে প্রতিদিন গোসল করে না... জল বাঁচায়,সাবান শ্যাম্পু বাঁচায়! শরীরের টেম্পারেচার মাইনাস হতে বাঁচায়, তাই তারা মিতব্যয়ী ও! আবার তারা বিপ্লবী এবং সাহসীও বটে! বাসার বাকিদের তীব্র সমালোচনার পরেও তারা তাদের নিজস্ব সিদ্ধান্তে অটল থাকে! এদের মধ্যে অনেকেই (কিংবা বেশিরভাগই) গন্ডারও বটে, কারণ তারা নিজেদের শরীরের উৎকো- বোটকা ঘামের গন্ধ টের পায় না! বাকিরা যারা টের পায়, তাদের কাছে ওরা আমাদের আঞ্চলিক ভাষায় গ্যাদর (নোংরা) নামে পরিচিত!
শীতকালে যারা প্রতিদিন গোসল করে না তাদেরকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ব্যাস্টেপোড়া পড়ি।কিন্তু আমি তাদের বলি কমপোক্ত অর্থাৎ 18 মাসে বছর।হি হি
তাদেরকে সাশ্রয়ী যোদ্ধা বলা যেতে পারে। তারা শীতের কারনে নয় বরং পানি অপচয় রোধ করতে শীত কালে প্রতিদিন গোসল করা থেকে বিরত থাকে। সেজন্য তাদেরকে,তাদের সন্তানদেরকে,তাদের চোদ্দগোষ্টিকে সারাজীবন ভাতা দেওয়ার জোর আবেদন জানাচ্ছি,হা হা হা।🤪🤪
আমরা সবাই সাশ্রয়ী হতে চাই। অপচয় করা একদমই ঠিক নয়। সারা জীবন ভাতা দিয়ে অপচয় করার কি দরকার। 🤣🤣
আমার মতে যারা শীতকালে গোসল করে না তাদেরকে শীতল রক্তের প্রাণী বা উবচর প্রাণী বলা যেতে পারে। কারণ তারা শীতকালে ডাঙ্গায় বাস করে অর্থাৎ বিছানা থেকে নামেই না আর একদম গোসলই করে না। আর গরমকালে জলে পড়ে থাকে, গরমের হাহাকারে। এবং শীতল রক্তের প্রাণী হওয়ার কারণে শীতে গোসল দিলে তার মৃত্যু হতে পারে এই কারণে তারা শীতকালে গোসল করে না। হা হা হা।
জল চোরা বলি আমরা। জল চোরা বলতে জল কে ভয় পায় যে তাকে জল চোরা বলে থাকে।আর শীতের দিনে কে কে জলকে ভয় পায় তা প্রকাশ পায়🙃
শীতকালে যারা গোসল করে না তাদেরকে এক প্রকার বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। শীতকালে যদি কেউ প্রতিদিন গোসল না করে তাহলে বাসার মানুষই তো মিশবে না আর তো বাহিরের মানুষ তার আশেপাশেও আসবেনা।আর শীতকালে যদি কেউ প্রতিদিন গোসল না করে তাহলে সবার আগে বাবা-মা বাসা থেকে বের করে দিবে।