এবিবি-ফান প্রশ্ন-০৭ || শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েরা আসলে কখনোই একটা ছেলেকে ভালোবাসে না, ভালোবাসে তার অবস্থানকে। যার অবস্থান যত ভালো তার কাছেই মেয়েরা যেতে চায়। তাই হয়তো মেয়েরা ছলনাময়ী হয়ে থাকে বেশি। আর ছেলেরা যাকে ভালোবেসে ফেলে তার সবটুকু দিয়েই ভালোবেসে ফেলে 🙂
মেয়েরা পানির মত,তাই সত্যিকারের ভালোবাসতে পারেনা।
মেয়েরাই একমাত্র সত্যিকারের ভালোবাসতে পারে। যদি তা না হতো তাহলে চেনা নেই জানা নেই অপরিচিত ছেলের হাত ধরে ঘর ছেড়ে পালানো সম্ভব হতো না। ছেলেরা অল্পতেই ভালোবাসা ভুলে নতুন জীবন শুরু করে কিন্তু মেয়েরা তা পারেনা।
মেয়েদের মাথায় থাকে শুধু গোবর। আর এই গোবর ভরা মাথা দিয়ে তারা এই মহামূল্যবান ভালবাসাটা আয়ত্ত করতে পারেনা, তাই তারা ভালবাসতেও পারে না। তবে এখানে মেয়েদের কোন দোষ নেই সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত।
ছেলেদের ভালোবাসা হৃদয় থেকে তৈরি হয়। আর মেয়েদের ভালোবাসা টাকা দেখে তৈরি হয়।
ছেলেরা কঠিন পদার্থের মত হৃদয় দিয়ে ভালবাসে। মেয়েরা তরল পদার্থের মত ভালোবাসা পরিবর্তন করে।
আসলে মেয়েরা সত্যি কারে ভালোবাসতে জানে না কে বলেছে।মেয়েরা মরে যাবে তবে মনের কথা বলবে না।মেয়েরা একবার কাউকে ভালোবাসলে ভুলতে পারে না। ছেলেরা মিনিটে মিনিটে রুপ পাল্টায়।
মেয়েদের দিল নরম তাই তাদের ভালোবাসগুলোও হয় নরম। আর ছেলেদের দিল শক্ত তাই তাদের ভালোবাসাগুলোও হয় শক্ত এবং কঠিন। প্রকৃত প্রেমিক মানেই শুধু পুরুষ।
হুম, একদম । মেয়েদের দিল নরম তো তাই এক সাথে অনেককেই সেখানে গাদাগাদি করে ঠাঁই দেয় । আর ছেলেদের শক্ত দিলে ওয়ান & ওনলি একটি মেয়েই থাকে ।
ঠিক তাই। খাঁটি ভালোবাসা ছেলেদের হৃদয়ে থাকে শুধু।
ছেলেদের মনে ভালোবাসা আছে বলে মমতাজের জন্য ভালোবেসে শাহাজাহান তাজমহল করেছেন। তাহলে এ থেকে বুঝা যায় ছেলেদের ভালোবাসার মন কত বড়।
হাহাহাহা......... দাদা দারুন বলেছেন।
ছেলেরা তো দোয়া তুলসি পাতা, কিচ্ছু জানেনা।
ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা ঝরে।
মেয়েরাতো মুখে বলতে পারেনা, এজন্য ভালোবাসা বোঝেনা।