এবিবি ফান প্রশ্ন- ৪৭৬ || যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
চিঠি লেখার সুযোগ পেলে আমি তো একতরফা ভালোবাসার মানুষের কাছে চিঠি লিখবো।কারণ অনেক সময় মুখে বলা না গেলেও লিখে উদ্ধার হওয়া যায় মনের কথা আরকি!☺️☺️
আরে আপু আপনারও যে একতরফা ভালোবাসার মানুষ আছে আগে বলবেন না। তাহলে তো এতদিন আমরা সবাই মিলে তার সাথে মিলিয়ে দিতাম।
আরে না!আমি তো মজা করেই বললাম হি হি☺️☺️.
সেই মানুষটা কে আপু। জানতাম না তো এরকম একজন মানুষ আছে।
সে তো আমি নিজেও জানি না, কাল্পনিক মানুষ আপু☺️☺️.
যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।
যদি চিঠি লেখার সুযোগ পাই, তাহলে চিঠি লিখবো স্টিমিট প্লাটফর্মের কর্তৃপক্ষের কাছে SBD চালু করার জন্য💞💗।
কারণ মেহেদী কিনে নিয়েছি বিয়ে করবো বলে, এদিকে শীত শেষ হয়ে যাচ্ছে একা একা ঠান্ডার মাঝে ঘুম হয় না রাতে। খুব তাড়াতাড়ি SBD চালু করে দেয় আমি যেন বিয়ে করতে পারি💜💙😁😁।
☺️☺️হি হি,তাহলে আমরাও বিয়ের দাওয়াত পাবো।
যদি আসলেই এরকম চিঠি লেখার সুযোগ পাই সে ক্ষেত্রে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর একটা চিঠি লিখব যেন আমাদের এলাকার নদী কেন্দ্রিক দরিদ্র মানুষ গুলোর জন্য নদী ভাঙ্গনের বিরুদ্ধে শক্ত কোন পদক্ষেপ নেওয়া হয়।
এটা অবশ্য দারুন বলেছেন ভাইয়া নদী ভাঙ্গনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে হতদরিদ্র মানুষগুলো আরো বেশি দরিদ্র হয়ে পড়বে।
তাহলে তো আমি সব সিঙ্গেল ছেলেদের কে চিঠি লিখব😅। ওই চিঠির মাধ্যমে তাদেরকে সাবধান করে দেব। শুধু শুধু বিয়ে না করে বউয়ের প্যারা খাওয়া থেকে দূরে থাকুন🫨🙃।
বি:দ্র:- সিঙ্গেলদেরকে হালকা পাতলা সাহায্য করার চেষ্টা 🤭😁।
সিঙ্গেলদের জন্য খুবই ভালো একটা কাজ হবে এটা।
চিঠি লেখার সুযোগ পেলে আমি আমার খালার কাছে চিঠি লেখব। আর এটাই বলবো কেন তার মেয়ে কে আমার সাথে বিয়ে দিলো না।
চিঠি লেখার সুযোগ পেলে আমি দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা কে চিঠি লিখবো এবং মনের সব কথা বলে দিবো🤣🤣।
যেহেতু লেখাপড়ার কারণে মায়ের কাছ থেকে অনেক দূরে থাকা হয় তাই চিঠি লেখার সুযোগ পেলে মায়ের কাছে চিঠি লিখব।
সত্যি কথা বলতে আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি কিন্তু কখনো চিঠি লিখা হয়ে ওঠে না। মাকে চিঠি লিখতে পারলে ভালোই হতো ভাইয়া।
এটাই একদম ভালো কথা। তাহলে তো মা ও খুশি হয়ে যাবে।
যদি চিঠি লেখার সুযোগ পাই তাহলে আমার ভবিষ্যৎ বউয়ের কাছে চিঠি লিখব।😛 এই শীতে আর একা থাকতে ভালো লাগছে না তাড়াতাড়ি আমার কাছে চলে আসো প্রিয় হাহাহা।🤩
ওমা ট্রু লাভ ভাই😀😀।
তাহলে তো বাংলা সিনেমার নায়িকার মত ভাবি দৌড়ে চলে আসতো 🤣🤣।
তাহলে আপনি বিন বাজাতে শুরু করেন দৌড়ে চলে আসবে।
এমন এক প্রিয় মানুষের কাছে চিঠি লিখতাম যার সাথে সামনাসামনি কথা বলা যাবে না বা যার কথা শোনা যাবে না এমনকি দেখা করা সম্ভব না।
তাহলে চিঠি কেন লিখতেন 🤭।
অবশ্যই বাবার কাছে লিখতাম🥰। কেননা ইতিহাসে বাবা এমন একটি বটগাছ যে সন্তানের জন্য সর্বদা নিজের সমস্ত পরিশ্রমকে উৎসর্গ করে কিন্তু তারপরেও ইতিহাসের পাতায় বাবার কথা উহ্য থাকে 💔। আমরা বাবাকে মুখে মুখে বলতে পারিনা বাবা আমি তোমাকে ভালোবাসি 💔। বাবাকে উৎসর্গ করে আমার ভালোবাসার চিঠি লিখতাম ভাই সুযোগ পেলে, তবেই একটু হলেও শান্তি পেতাম 🥰🥰।