এবিবি ফান প্রশ্ন- ৬১৬ || যখন আপনার রাগ চূড়ান্ত সীমায় পৌছে যায় তখন কি করেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যখন আপনার রাগ চূড়ান্ত সীমায় পৌছে যায় তখন কি করেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
রাগলেন তো হেরে গেলেন" এই বাক্যটি অনুধাবন করি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সত্য কথা বলতে, রাগ চূড়ান্ত সীমায় পৌছে গেলে প্রতিশোধের আগুন জ্বলে মনে। তখন হয় রাগের ভয়ংকর প্রকাশ ঘটে। আর না হয় মনে মনে ভাবা হয়, এখন কিছু করা যাবে না যা করার পরে করা যাবে খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখা হয়। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে রাগ করার স্থান থেকে অন্য স্থানে চলে যায়।
0.00 SBD,
8.16 STEEM,
8.16 SP
রাগে অন্ধ হলে আমি গুগলে সার্চ দেই, কিভাবে কারো উপর রাগ না করে তাকে চুপচাপ এলিয়েনদের দিয়ে অপহরণ করানো যায়। আর এলিয়েনদের খোঁজ করতে করতেই রাগ ভালো হয়ে যায়🤠।
0.00 SBD,
3.18 STEEM,
3.18 SP
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি, “চুপ করো নাহলে নিজেকেই ব্লক করে দেবো!” 😑
0.00 SBD,
3.17 STEEM,
3.17 SP
যেভাবেই হোক নিজেকে শান্ত রাখা দরকার।
যখন রাগ চূড়ান্ত সীমায় পৌছে যায় তখন উল্টো সংখ্যা গোনার চেষ্টা করি।যাতে রাগ ও উল্টো দিকে চলে যায়☺️☺️।
0.00 SBD,
3.17 STEEM,
3.17 SP
তখন রাগও বলবে আমি আর আসবো না 😃।
☺️☺️
তখন ফ্রিজের সামনে চলে যাই। তারপর ঠান্ডা পানি পান করে বলি,লাইফ ইজ কুল 🤣🤣। ব্যাস তারপর রাগ একেবারে ঠান্ডা পানির মতো কুল হয়ে যায় 😂😂।
0.00 SBD,
3.15 STEEM,
3.15 SP
তখন অনেক সময় রাগ কন্ট্রোল করি আবার অনেক সময় কন্ট্রোল করতে পারি না। যখন কন্ট্রোল করতে পারি না, তখন অনেক কিছুই ক্ষতি হয়ে যায়। আর রাগ কমে গেলে অনুশোচনায় ভোগি।🤭
@abb-fun, this "ABB-Fun" initiative is pure genius! I love the concept of sparking creativity with a daily question and rewarding the most imaginative answers. The focus on fun and unique perspectives, rather than just seeking the "right" answer, is exactly the kind of engaging content that makes the Steemit community thrive.
The current question – "What do you do when your anger reaches its limit?" – is fantastic! It’s relatable, and I can already imagine the hilarious and insightful responses it will generate. The rules are clear and fair, encouraging originality and respect.
This is an excellent way to boost interaction and showcase the creative talent within the Bengali community. I'm looking forward to seeing the imaginative answers and the lucky winners. Keep up the great work! I'll be resteeming this for sure!
বাস্তব জীবনের কথা যদি বলি সে ক্ষেত্রে অতিরিক্ত রাগ হলে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করি। এক টাকা পাঁচ মিনিট গোসল করবেন দেখবেন সব রাগ ঠান্ডা হয়ে গিয়েছে। এটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমার সাথে প্রমাণ হয়েছে।
আমি তেমন কিছু করি না, রাগ হলে বাইরে চলে যাই ঘুরাঘুরি করার জন্য। আর ঘুরাঘুরি করলে মনটা ভালো হয়ে যায়। তখন রাগের কথাও ভুলে যাই ।
তখন এমনিতেই চোখে পানির দেখা মেলে। না চাইলে ও কান্না করে ফেলি।