এবিবি- ফান প্রশ্ন-১১১ || কপালের নাম গোপাল কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কপালের নাম গোপাল কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যদিও প্রচলিত কথা, তবে সঠিক ব্যাখ্যা জানি না। জানতে ইচ্ছুক, তাই প্রশ্ন করে ফেললাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রচলিত আছে বিশাল বড় ভুড়ি থাকা সত্বেও গোপাল অনেক গুলো বিয়ে করেছিলো। এদিকে স্মার্ট হ্যান্ডসাম হয়েও আমার বন্ধু একটি বিয়েও করতে পারে না। অন্যদিকে টাকলা মার্কা আঙ্কেল যখন কলেজে পড়া সুন্দরী মেয়ে বিয়ে করে তখন তাকে দেখে আমার স্মার্ট হ্যান্ডসাম বন্ধু বলে আঙ্কেলের কপালের নামই গোপাল, হা হা হা।😂😂😂
এই কথা বলে মূলত স্মার্ট হয়েও বিয়ে করতে না পারার আক্ষেপ প্রকাশ করে।😄😄😄
যেহেতু আমাদের জীবনে কপাল অর্থাৎ ভাগ্য সর্বে সর্বা তাই কপালের নাম গোপাল।
কপালের হয়তো আমার মতোই তার নিজের নামটা একেবারেই পছন্দ ছিল না 🥲। কিন্তু আমি যেটা পারিনি কপাল সেটা করে দেখিয়েছে 😎। সে তার নিজের নাম পাল্টে গোপাল রেখে দিয়েছে 😁😎।
কপাল যদি ভালো থাকে তাহলে ভালো আর যদি খারাপ কিছু থাকে তাহলে খারাপ হবে কিছু করার নেই। যেমন গোপাল ভাড়ের বুদ্ধির কাছে সবই মেনে নিতে হয় তেমনি।এজন্য কাপালের নাম গোপাল।
কপাল আমার ভীষন খারাপ। তাই তো কপালের নাম গোপাল।
আসলে আমরা কপালকেই সর্বেসর্বা মনে করি। তাই কপালের নাম গোপাল রাখা হয়েছে। কারন গোপাল সর্বেসর্বা।
কপালের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে। কারণ কপাল করে যদি একটি ভালো বউ পায় তাহলে জীবনটা শান্তিময়, আর যদি কপাল করে একটি ঝগড়াটে বউ জীবনে আসে তাহলে জীবনটা একদম অশান্তি, একদম তেনাতেনা করে দেয়, তাই কপালের নাম গোপাল হাহাহা।
কপালে যা আছে তাই গোপাল বিশ্বাস করতো,তাই কপালের নাম গোপাল।
গোপালের যেমন কোন দিকে যায় ঠিক নাই। তেমনি কপাল ও কখন কোন দিকে মুখ করে সেটার ও ঠিক নেই। তাই কপালের নাম গোপাল😃😃