আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হয়েছি আমি ছন্নছাড়া হয়েছি ভীষণ ক্লান্ত,
রোদ্দুরের ঐ তীব্র আলো হচ্ছে না তো ক্ষান্ত,
দিক দিগন্তে না তাকিয়ে চলছি অবিশ্রান্ত,
লক্ষ্য আমার হবেই অর্জন যতই করুক কেউ ভ্রান্ত।
লেখক
লেখক এর অনুভূতি:
জীবনযুদ্ধে শত বাঁধা আসলেও সেই বাঁধাকে পিছনে ফেলে রেখে লক্ষ্য অর্জন করার তীব্র প্রত্যাশা আছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হয়েছি আমি ভবঘুরে খোলা আকাশের পথিক
ক্লান্ত শরীরেও দূর থেকে বহুদূর ছুটে চলি দিক-বিদিক,
হাতছানি দেয় বাঁধ ভাঙা বৃষ্টি আর রোদের সমুদ্দুর
সফলতা আসবে ঠিকই মিথ্যের হবে পরাজয়
লুঠতরাজরা লুটে নেবে মস্তিষ্ক ও মন
ধাঁধার ঘোরে কেউ পারবে না তো আমার অচেতন।।
দারুণ লিখেছেন আপু,মিলেছে খুব সুন্দর।
অসংখ্য ধন্যবাদ আপু💝।
আশাহত আমি লক্ষ্যচ্যুত হয়েছি পরাজিত ,
কষ্টরা আজ ঘিরে ধরেছে হয়ে গেছি বিমূর্ষ,
তবুও ক্লান্তহীন ভাবে ছুটে চলেছি সাফল্যের খোঁজে,
স্বপ্ন আমার হবেই পূরণ যতই বাধা আসুক সম্মুখে।
খুব সুন্দর হয়েছে অনুকবিতাটি,ভালো লাগলো ভাইয়া।
অবশ্যই ভাই সাফল্যের খোঁজে সামনের দিকে এগিয়ে যেতে পারলে অবশ্যই আপনার সকল স্বপ্ন পূরণ হবে।
সকল বাঁধা সকল বিঘ্ন
পেরিয়ে আমি যাব
লক্ষ্য আমার স্থির রয়েছে
শ্রমের ধৈর্য্য রাখব
ক্লান্তির মুখে ছুঁড়ব ধুলো
পথ কে করব সখা
আঁধারকে করব হস্তগত
জ্বালব জীবন শিখা।
খুবই ভালো লিখেছেন আপু আপনি। বেশ ভালো লেগেছে আমার কাছে
হয়েছি আমি উদাসী, ঝড়ের সাথে করি খেলা,
সামনে যত বাধাই আসুক, থামবে না মেলা।
পথের কাঁটা যতই বিছাক, পা বাড়াবো সামনে,
স্বপ্নগুলো আঁকড়ে ধরে, চলব জয়গানে।
আকাশ জুড়ে মেঘের ঢেউ, কভু ম্লান না মন,
হার মানেনি আজও তো, সে দুর্বার জীবন।
সফলতা আমার কাছে অঙ্গীকারের প্রহর,
পথের শেষেই দেখব আমি বিজয়ের কেতন উড়।
ঠিক বলেছেন ভাই স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে সামনের দিকে চলতে হবে। বেশ দারুন ছিল
মাঝে মাঝে জীবনের কাছে আমরা হার না মেনে টিকে থাকি। হয়তো বিজয়ের অপেক্ষায় থাকি। ভাইয়া আপনি খুবই চমৎকার কবিতা লিখেছেন। অনেক ভালো লাগলো কবিতার লাইনগুলো।
সামনে আমি হাঁটব আবার
তুলব কাঁধে দায়
সফল হব সব কাজেতে
গুনব তা সংখ্যায়
যতই আসুক বিঘ্ন বাধা
সকাল হবে মনে
লক্ষ্য গুলো চিনব কেবল
সাফল্য সন্ধানে।
এক বুক আশা নিয়ে আছি আমি বেঁচে
অচেনা পথের পথিক আমি
নিরাশ হইলি শেষে,
যতই আসুক দুঃখ
কষ্টে ঘেরা যন্ত্রনা
নিজের লক্ষ্য ওটুট থেকে
চেষ্টা করব সর্বদা ।
আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমরা আশা নিয়ে বেঁচে থাকি। অসাধারণ লিখেছেন আপু। অনেক ভালো লাগলো।
চলবো আমি আলোর বেগে মন রেখে শক্ত
মানবো না বাঁধা সাফল্যের পথে ঝরলে তাজা রক্ত।
ছুটবো আমি লক্ষ্য পানে,হবো না তো ক্লান্ত,
ছুতে পাবো লক্ষ্য আমি হবো না তো পথ ভ্রান্ত।
যতই আসুক বাধা বিঘ্ন হবো না ক্লান্ত।
ছন্নছাড়া জীবন আমার
আছে কিন্তু বেশ ।
আলোর মাঝে হাসিমুখটা
বেসে উঠে খুব।
রোদ্দুরের ক্লান্ত মুখটা
দেখে আমি যখন।
ইচ্ছে করে হাসাতে তোমায়,
লক্ষ এটাই জ্যান্ত।
মাঝে মাঝে ছন্নছাড়া জীবনের মাঝেও হাসি খুশি কিংবা আনন্দ খুঁজে পাওয়া যায়। জীবনটাকে উপভোগ করতে পারলেই আমরা সবচেয়ে সুখী মানুষ ভাইয়া।