আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
বন্ধু মানেই হাসির জোয়ার একটুখানি অভিমান
বন্ধু মানেই সাথে আছি মনের কত টান।
বন্ধু মানেই শতরকম কথা আর অফুরন্ত হাসি
বন্ধু মানেই , বন্ধু তোদের অনেক ভালোবাসি।
বন্ধু মানেই হাত থেকে খাবার কেড়ে খাওয়া
বন্ধু মানেই সবকিছুতে তোকে পাশে চাওয়া।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে আছে অফুরন্ত হাসি ঠাট্টা আর একটুখানি অভিমান। বন্ধুত্বের সম্পর্কটা হয় অনেক মধুর। বন্ধুত্বের সম্পর্ক হয়ে থাকে চিরদিনের। আর এই কাছের প্রিয় বন্ধুগুলোই জানে নিজের মনের সব অজানা কথা। বন্ধুত্ব হয় সবসময় দুষ্ট মিষ্টি কথার মাঝে ভালোবাসার সাজে বেঁচে থাকে চিরকাল। যে সম্পর্ক হয়তো অন্য কোনো সম্পর্ক থেকেও শক্ত ও মধুর।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বন্ধু মানেই সুখের পরশ দুঃখের পরেই হাসি
বন্ধু মানেই না বলাতেও অনেক ভালবাসি
বন্ধু মানেই চাওয়ার আগেই অনেক কিছু পাওয়া
বন্ধু মানেই তপ্ত দুপুরে একটু শীতল হাওয়া
বন্ধু মানেই অভিশাপেও দোয়ার আহবান
বন্ধু মানেই দুজনাতে একটি যেন প্রাণ।
বন্ধু মানেই দুজনে একইসাথে চলা,
বন্ধু মানেই মনের গহীনের সব কথা বলা।
বন্ধু মানেই তুমি নয়,তুই করেই সম্বোধন,
বন্ধু মানেই রাগ অভিমান হবেই সারাক্ষণ।
বন্ধু মানেই যুদ্ধ ক্ষেত্রেও একইসাথে যাওয়া,
বন্ধু মানেই সুখ-দুঃখের সাথী হওয়া।
একদমই, বন্ধু মানেই হৃদয়ের বন্ধন।
জি ভাইয়া, চেষ্টা করছি কবিতা লিখার।
অসম্ভব সুন্দর লিখেছেন তো ভালো লাগলো বন্ধুকে নিয়ে লাইনগুলো
বন্ধু মানে নিঝুম রাতে জোসনা তারা দেখা,
বন্ধু মানে বর্ষাকালে নৌকা ভ্রমণ করা.
বন্ধু তোরে ভালোবাসি হৃদয় থেকে বলি
তুই যে আমার মন কোটরেরনিঃশব্দ সেই ধ্বনি.
চমৎকার লিখেছেন। কবিতার লাইন গুলি পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ দাদা আপনাকে আসলে সত্যি আমি কবিতা লিখতে জানিনা কিন্তু মনের অজান্তেই কেমনে যেন লেখা হয়ে গেল.
বন্ধু মানে হাসি আনন্দ,
বন্ধু মানে অভিমান
বন্ধু মানে দূরত্বের মাঝেও
হৃদয়ে গভীর টান।
হুম বেশী টান লাগলে ছিড়ে যেতে পারে হৃদয়, হি হি হি
আমার হৃদয় মেগী নুডুলস এর মত নয় যে দুই মিনিটে সিদ্ধ হয়ে ছিড়ে যাবে।😅😅😅
বন্ধু মানে,বিপদে যে সবার আগে বুক পাতে
বন্ধু মানে, ঘোর বিপদে যে ছায়ার মত থাকে
বন্ধু মানে, দুঃখ গুলো নয় শুধু তোর একার
বন্ধু মানেই,আমরা তো আছি দরকার কি তোর এত ভাবার
বন্ধু মানে, শত্রুর সাথে লড়াই করার অসি
বন্ধু মানেই, সারাজীবন চলা পাশাপাশি
বন্ধু মানেই, জীবন যুদ্ধের গর্জে ওঠা মেশিন গান
বন্ধু মানেই, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ দান।
বন্ধু মানেই বাঁধন হারা
হাওয়াই ভেসে চলা
বন্ধু মানেই আড্ডা বাজি
একসাথেতে চলা
বন্ধু মানে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখা
বন্ধু মানে সাঝের বেলা মিষ্টি আড্ডা দেয়া
বন্ধু মানে দলবেধে নদীতে সাঁতার কাটা
বন্ধু মানে আগুনা জ্বালিয়ে মাঠে গল্প করা
বন্ধু মানে সুখের অনুভুতি, হৃদয়ের চঞ্চলা ভাব
বন্ধু মানে দুখের সাথি, স্বার্থহীন ভালোবাসার নাম।
বন্ধু মানে সকাল বেলা
বন্ধু মানেই রোদ্দুর,ঝড়-বৃষ্টির মধ্যে খেলা
বন্ধু মানে একফালি চাঁদ
বন্ধু মানেই নেই কোনো বাঁধ
বন্ধু মানেই এগিয়ে দেওয়া হাত
বন্ধু মানেই পার করা শত স্নিগ্ধতার রাত
বন্ধু মানেই দক্ষিণ হাওয়া
বন্ধু মানেই একসঙ্গে বসে খাওয়া
বন্ধু মানেই কান্না-হাসি
বন্ধু তোকে অনেক ভালোবাসি।।
আহ, হৃদয়ের কথাগুলো যেন বেড়িয়ে আসলো।
একদমই তাই ভাইয়া😊.
বন্ধু -মানে নদীর জলে সবুজ ঘাসে
শিশির হয়ে থাকবে পাশে,
মানবে না বাঁধা, ভাংবে শিকল
চলবে আড্ডা, চুমুক চায়ের কাপে
জ্যোৎস্নায় বুনবে স্বপ্নজাল।
বন্ধু -মানে বিশ্বাস নিঃশ্বাসের মত
সত্যি হয়ে যায় ভালো বন্ধু বন্ধুর জন্য
মানবতা, বিশ্বাস, সততা আর ভালোবাসা
দৃঢ় হোক বন্ধুর জন্য।♥♥
বন্ধু মানেই হাসি মুখে সকল কষ্ট মেনে নেওয়া।
বন্ধু মানে হাতে হাত রেখে জীবনের পথ চলা।
বন্ধু মানে সারা জীবন একসাথে চলার প্রতিজ্ঞা।
বন্ধু মানেই হাজার সুখের ও দুঃখের মাঝেও পাশে থাকা।
বন্ধু মানেই স্বার্থহীন ভালোবাসার নাম, বন্ধু মানেই আজীবন পাশে থাকার নাম।
ঠিক বলেছেন ভাই