এবিবি ফান প্রশ্ন- ৪৬৩|আপনাকে যদি ফ্রি হেয়ারকাট করার সুযোগ দেওয়া হয়, তাহলে কোন স্টাইলটি দিবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনাকে যদি ফ্রি হেয়ারকাট করার সুযোগ দেওয়া হয়, তাহলে কোন স্টাইলে হেয়ারকাট দিবেন?

প্রশ্নকারীঃ

@tangera

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে পুরোই ফান করার জন্য এই কোশ্চেনটি আপনাদেরকে দিয়েছি।আপনারা চাইলে এখানে যে কোন ধরনের হেয়ারের ফানি জিফ ও ব্যবহার করতে পারবেন। এছাড়া নিজের ফটোতে এডিট করে বিভিন্ন হেয়ারের স্টাইল করেও এখানে আপলোড করতে পারবেন।শুধু ফটো দিলেই হবে না, উপরে কিছু লাইনও লিখতে হবে।যাদের আনসার গুলো বেশি ফানি হবে তারাই হবেন স্পেশাল উইনার। আর স্পেশাল তিনজনের জন্য ভোটের পাশাপাশি আমার পক্ষ থেকে ১০ স্টিমের গিফট ও থাকবে।

১ম প্রাইজ= ৫ স্টিম
২য় প্রাইজ= ৩ স্টিম
৩য় প্রাইজ= ২ স্টিম

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

যেহেতু ফ্রিতে হেয়ার কাটিং করব তাহলে কাটিং টা অবশ্যই হতে হবে ব্যতিক্রম।তাই প্রথমে হিয়ার মাস্টারকে বলবো আমার মাথায় বাংলা ব্লগ লিখে দেন,যখন আমার বাংলা ব্লগ লিখতে পারবে না, তখন বলব ঠিক আছে পুস লিখে দেন, আর যখন পুস লিখতেও পারবে না, তখন রাগ করে বলবো ভাই আর কিছু দরকার নেই আপনি নাড়া করে দেন। হা হা হা

 2 months ago 

দারুন আইডিয়া আপু, আপনার এই ধরনের কাটিং দিলে দেখতে বেশ সুন্দর লাগবে।

 2 months ago 

এভাবে করে আমার চেহারার মত সেইম চেহারা মাথার পিছনে করতে বলতাম যাতে করে আমার পিছনেও দুইটা চোখ আছে বোঝা যায়।মানুষ তখন কনফিউজড হয়ে যাবে চেহারা পিছনে না সামনে এটা ভেবে,হাহাহা।

haircut-mario-thinking.gif

 2 months ago 

তাহলে তো আপু পিছনেও দুইটা চোখ থাকার কারণে আপনার পেছনে কোন কিছু আর কেউ লুকাতে পারবে না।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া।

 2 months ago 

Winner! 5 steem Done.

 2 months ago 

ধন্যবাদ আপু,খুব ভালো লাগলো উইনার হতে পেরে।

 2 months ago 

আমাকে যদি ফ্রী তে হেয়ার কাট করায়, তাহলে আমি আমার মাথার এক পাশে স্টিমিট ইউজার নাম লিখবো এবং অপরদিকে স্টিমিট প্লাটফর্মের নাম লিখবো😁😁।আর সামনের অংশে বড় অক্ষরে আমার বাংলা ব্লগ কমিউনিটির নাম লিখবো। এককথায় নিজের চুলের কাটিং দিয়ে বুঝিয়ে দিবো আমি একজন স্টিমিট ব্লগার 😜🤣।

 2 months ago 

আমি ভাবছি আপনার মাথা এত বড় আবার কোন দিন হলো। এত জায়গা কোথায় পাবেন।

 2 months ago 

বুদ্ধি আছে আপনার তবে একবার সব কাটিং একসাথে করতে পারবেন না মাথাটি ছোট যে।

 2 months ago 

ভাই আপনার আইডিয়া সত্যি খুব দারুণ। আমিও দেবো এই ধরনের চুলের কাটিং।

 2 months ago 

তাহলে আমি কিম জং উন এর স্টাইলের কাট দিব। কারণ, তার চুলের স্টাইল এর কাট কেউ দিলে তাকে ধরে সে শাস্তি দেয় 😲। এখন কথা হচ্ছে আমাক যখন ধরতে আসবে আমি নিজেই ওকে এক লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়ে ঐ দেশের সরকার হয়ে যাব 😝। তারপর যেহেতু সামনে শীতকাল তাই ঐ দেশের সুন্দরী মেয়েদের দেখে বিয়ে করবো 😂। তারপর দেশের পুরো অর্থ দিয়ে পুষ কিনে ফেলবো। মুহূর্তেই মার্কেট আপ হয়ে যাবে। সেই সাথে পুস লাভার যারা সিঙ্গেল আছে শীতের মধ্যে তারা চারটা করে যেন বিয়ে করে পুস সেল দিয়ে, এই সুযোগ করে দেব 🤣🤣। ছবিতে দেখেন এই কথা শুনেই বেচারা যেন ভয়ে কাপতেছে 🤣🤣🤣।
aint-i-right-right.gif

 2 months ago 

আপনাকে যদি ফ্রি হেয়ারকাট করার সুযোগ দেওয়া হয়, তাহলে কোন স্টাইলে হেয়ারকাট দিবেন?

এরকম সুযোগ হলে তো আমি ছোটবেলার সেই মুরগি কাটিং টা দিতাম😁। যেটার প্রচলন আগে অনেক বেশি ছিল🤣🤣।

 2 months ago 

ভাইয়া মুরগি কাটিং টা কেমন। কাটিংটা দিলে মনে হয় দারুন লাগবে।

 2 months ago 

আমি শুনেছি মুরগি কাটিং দিলে সকাল দুপুর বিকেলে মোরগের ডাক দেওয়া যায়।

 2 months ago 

তাহলে আগে নেট থেকে যত রকম হেয়ারকাট আছে তা লিস্ট করে, একবার একটা করে ট্রাই করবো। আর আয়নাতে দেখবো কোনটা ভালো মানায়।তার পর থেকে ওটাই কাটাবো।ফ্রি তো আর বার বার আসেনা।😂😂
200w.gif

 2 months ago 

জি ভাইয়া ফ্রি তো আর বার বার আসে না। তাই সুযোগ কাজে লাগাতে হবে।

 2 months ago 

ফ্রিতে হেয়ার কাটিং এর অফার পেলে, আমি বলতাম ইয়ো ইয়ো আপডেট যত ধরনের স্টাইলিং রয়েছে সবগুলো আমাকে একসাথে মিক্স করে নতুন এক স্টাইল করে দিন।

 2 months ago 

তাহলে ইয়ো ইয়ো থেকে বিও বিও হয়ে যেতো।

 2 months ago 

তাহলে তো ভাইয়া আপনি একদম ব্যতিক্রম লোক হয়ে যেতেন।

 2 months ago 

একসাথে মিক্স করে নতুন এক স্টাইলের নাম হবে ইয়াহু কাটিং ভাই😁😄।

 2 months ago 

ফ্রিতে হেয়ার কাটিং দিতে পারে একমাত্র বেল মাথার অফার। তাছাড়া অন্য কোন অফার ফ্রিতে দেয় না মতাই বেল মাথা করা ছাড়া কোন উপায় নেই।

 2 months ago 

আসলেই ঠিক বলেছেন বেল মাথা ছাড়াও এই অফার পাওয়া সম্ভব না।

 2 months ago 

ভাইয়া আমি ফ্রিতে বেল করে দিচ্ছি, আমার কাছে চলে আসুন।

 2 months ago 

বেল মাথা আবার রোদে গেলে ঝিকঝিক করে। দেখতেও সুন্দর লাগে। দেরি করবেন না ভাই।

 2 months ago 

জি ভাই সবচেয়ে সেরা কাটিং হচ্ছে বেল কাটিং।

 2 months ago 

আপনাকে যদি ফ্রি হেয়ারকাট করার সুযোগ দেওয়া হয়, তাহলে কোন স্টাইলে হেয়ারকাট দিবেন?

আমি আফ্রিকানদের মতো হেয়ারকাট দিতাম। কারণ আফ্রিকানদের হেয়ার দেখে মনে হয় যে, মাথার মধ্যে চুল না বরং দড়ি লাগিয়ে রেখেছে😂😂। আমি একেবারে সামনে থেকে আফ্রিকানদের বেশ কয়েকবার দেখার সুযোগ পেয়েছিলাম🤣🤣।

 2 months ago 

এই একটা জিনিস কোনোদিন মন মতো দিতে পারলাম না। জীবনের একটা আফসোস এটা। ফ্রি তে আমি যে স্টাইলে বলবো সে স্টাইলে দিলে আমি তখন বলতাম ফেইসের সাথে মিল করে কাটিং দিতে 😁

 2 months ago 

যে আপনার চুল কাটিং করবে সে বলতো, নিজের চেহারাটাকেই বদলে ফেলুন🤭।