আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
একদিন আমিও জুড়ে যাবো
স্মৃতির রঙিন ক্যালেন্ডারে,
হৃদয়ের কথাগুলো নীরব হবে
নির্জীব রাতের শূন্য আকাশে।
লেখকঃ
লেখিকার অনুভূতি:
সময় মানুষকে কোথায় নিয়ে যাবে কেউ তা অনুমান করতে পারে না কিন্তু তবুও আমাদের হুঁশ হয় না বাস্তবতা নিয়ে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
রাত হবে গভীর,হবে সব নিরব,
রবো না আমি আর,ভুলে যাবে আমায় সব,
বাস্তবতার প্রয়াসে আমি হব নিশ্চুপ,
আমার খোঁজার নিয়তে দিবে না কেউ ডুব।
0.00 SBD,
3.24 STEEM,
3.24 SP
মনে কেউ করবে আমাকে,
হয়তো কিছুদিন ধরে।
তারপরে ভুলে যাবে,
তাদের ব্যস্ততার মাঝে।
এভাবেই হয়তো হারিয়ে যাব,
আমি এই সমাজ থেকে।
ফিরে আর আসবো না কখনো,
এই ভুবনের মাঝে।
0.00 SBD,
3.23 STEEM,
3.23 SP
হয়তো এভাবেই জীবনের শেষ সময় চলে আসবে। আর হারিয়ে যাব জীবন থেকে। অনেক ভালো লাগলো কবিতার লাইন গুলো। দারুন লিখেছেন ভাইয়া।
একদিন আমিও মিশে যাবো ঘন কুয়াশায়
স্মৃতির সাদা ধোঁয়াময় ফ্রেমের বন্দিশালায়,
মনের অনুভূতিগুলি নিস্তব্ধতায় ছেয়ে যাবে
আঁধারে ঢাকা রাতের খোলা বাতাশের সেদিনে,
রঙিন আকাশে মেঘের আনাগোনা হবে বন্ধ
চিলেকোঠার ঘর থেকে শুধুই আসবে পচাগন্ধ।
0.00 SBD,
3.23 STEEM,
3.23 SP
সত্যি আপু মাঝে মাঝে স্মৃতিগুলো ধোঁয়াময় ফ্রেমে বন্দী হয়ে রয়ে যায়। অসাধারণ লিখেছেন আপনি। অনেক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।
আমার নাম একদিন মুছে যাবে
এই ভূবনের মায়া ছেড়ে,
স্মৃতিকথাগুলো রয়ে যাবে
আকাশ -পাতাল জুড়ে।
যাহাদের করিতাম স্মরণে ;
সুখে-দুঃখে-মরণে,
তাহারা ভুলিবে মোরে
বিদায় ক্ষণে।
এমনি তো যাব হারিয়ে,
এই পৃথিবীর মায়া ছাড়িয়ে।
ফিরব না তো কবু ;
স্থান যদি পাই তবু
মানুষের হৃদয় জুড়ে,
রয়ে তো যাব আমি জগৎ জুড়ে।
0.00 SBD,
3.22 STEEM,
3.22 SP
একদিন আমিও থেমে যাবো
সময়ের গতিময় মিছিলে,
আঁকা-বাঁকা পথের ধুলো মাখা
চেনা কিছু গানের সুরে।
একদিন আমিও হারিয়ে যাবো
প্রিয় কোনো ছবির ফ্রেমে,
অতীতের গল্পগুলো আঁকা থাকবে
চোখের কোণে অশ্রুর ছোঁয়ায়।
0.00 SBD,
3.21 STEEM,
3.21 SP
রঙিন এই পৃথিবী ছেড়ে ঢলে যাব মৃত্যুর কোলে,
হয়ে যাব স্মৃতি দেয়ালে টাঙ্গানো ঐ ছবিতে।
চঞ্চল এই শরীরের শিরা গুলো হবে চির শান্ত!
তাহা হতে হয়ে যাবে এই রঙ্গিন জীবনের অন্ত।
কখন জানি শেষ হয় বড় অট্টালিকার জীবনী;
তবেই পাড়ি জমাবো ঐ বাঁশ বাগানের মাটির বাড়ি।
হব সবাই স্মৃতি,এহেন কথা ভাবেনা তবু মনুষ্য জাতি।
পৌঁছে যাবো লক্ষ্যে—
পৃথিবীর সমস্ত মায়া লাট্টুর পেরেকে গাঁথা থাকবে
আর মোহ ঘুরবে দুর্বার গতিতে
তখনও দেখবে রাস্তা লিখছে
হেমন্তের ফিসফিস
কানাঘুষো শোনা যাচ্ছে আগামী পৃথিবীর লালমাটি
আর যৌবনের মন
চিন্ময়ী ভোরে প্রেম নিবেদনের চেষ্টায়
জন্ম দেবে জীবন নামক দরজার
আমি তখন তারিখ
আমি তখন অবহেলায় ধুলো মাখতে মাখতে
ভুলিয়ে দিচ্ছি ক্রিয়াপদ আর ছুটির সমীকরণ।
সময় ফুরিয়ে গেলে আমি একদিন
পাড়ি দিবো না ফেরার দেশে,
জীবনের রঙিন মুহূর্ত গুলো
সাজিয়ে থাকবে ক্যালেন্ডারে স্মৃতির বেশে।
রঙ্গিন পৃথিবী আরো রঙ্গিন হবে
মমতা আর ভালোবাসার বাঁধনে
আমি শুধু থাকবো না এই পৃথিবীর
হাজার রকম রঙ্গমঞ্চের আয়োজনে।
আমার কথাগুলো নীরব হবে
হাজারো কণ্ঠ স্বরে আওয়াজে
নিস্তব্ধ হবে হৃদয়ের হৃদয়ের কথা
অবসাদ বিষন্নতা রাত্রিতে।
মিথ্যা পৃথিবীর ভালোবাসা ত্যাগ করে,থাকবো তারা হয়ে দেখবো সবাইকে আমি মনে রাখবো সবাইকে রাখবে না কেউ মনে আমায়কে।
আজ আমি চঞ্চল ভীষণ,
এই মুক্ত দুনিয়ায়।
জানিনা কি হবে আগামীকাল,
হতে পারি অসহায়।
আজ আমি মুক্ত স্বাধীন,
করতে পারি যা ইচ্ছা।
কাল হয়ত সাঙ্গ হবে,
আমার জীবনের সব কিচ্ছা।