এবিবি ফান প্রশ্ন- ৬০৪ || যদি জীবনে একটাই খাবার খেতে হতো প্রতিদিন, আপনি কোনটা বেছে নিতেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যদি জীবনে একটাই খাবার খেতে হতো প্রতিদিন, আপনি কোনটা বেছে নিতেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি বিরিয়ানি বেছে নিব, কারণ ওটা খাওয়ার সময় মনেই থাকে না জীবন অনেক কষ্টের।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অবশ্যই, আমি খিচুড়িকে বেছে নিতাম।কারন এটি গরীব-বড়লোক সবারই যেমন খাবার তেমনি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত।আবার সবসময় খেলেও অরুচি হবে না।☺️☺️
খিচুড়ি! কারণ বৃষ্টি হোক কিংবা রোদের দিন হোক, এটা সব আবহাওয়ার বন্ধু! 🌧️☀️🍲
এটা কিন্তু ঠিক বলেছেন ভাইয়া।👍
আসলে প্রকৃতি নিয়ম যতোই ভালো খাবার হোক না কেন প্রত্যেকদিন এক রকমের খাবার খেতে ভালো লাগবে না। যদি জীবনে একটাই খাবার খেতে হতো তাহলে আমি প্রতিদিন কাচ্চি বিরিয়ানি বেছে নিতাম।
কারণ কাচ্চি বিরিয়ানিতে দুই পিস খাসির মাংস, দুই পিস আলু সাথে সালাদ থাকবে। সালাদ দিয়ে কাচ্চি বিরিয়ানি অনায়াসে খাওয়া যাবে 😄😁😁।
আমারও তো সেম কথা। সেই ভালো লাগে কাচ্চি বিরিয়ানি খেতে।
যদি জীবনে একটাই খাবার খেতে হতো প্রতিদিন, আমি খিচুড়ি বেছে নিতাম!
কারণ খিচুড়ি হচ্ছে বাঙালির
ডাল, ভাত, আলু, ডিম, মাঝে মাঝে গরু বা মুরগিও অতিথি হয়ে আসে!
বর্ষায় খেলে রোম্যান্স, গরমে খেলে আরাম, আর মন খারাপেও এটা মানসিক সাপোর্ট!
এমনকি খিচুড়ি এতই বুদ্ধিমান, নিজের সঙ্গে পেঁয়াজভাজা আর বেগুনভর্তা এনেও দেয়! 😋
মনে হচ্ছে খিচুড়ি আপনার সবথেকে বেশি প্রিয় খাবার।
জীবনে প্রতিদিন একটা খাবার যদি খেতে হতো তাহলে আমি বেছে নিতাম। মায়ের হাতের সুস্বাদুর ডাল ভাত। কারণ ডাল ভাত সব সময় খাওয়া যায়। আর এই খাওয়ার মধ্যে আলাদা একটা মজা সব সময় থাকে।
এটা কিন্তু ঠিক বলেছেন আপনি।
আমি তো বিরিয়ানি বেছে নিতাম। যেটা খেতে সবসময় ভালো লাগে 🤤😋।
তেমন বেশি কিছু না, আমার সব থেকে বেশি পছন্দের কাচ্চি বিরিয়ানি বেছে নিতাম। যখন কাচ্চি বিরিয়ানি খাই তখন তো জীবন অনেক কষ্টের এটা উপলব্ধিও করতে পারিনা। তাই আমার জন্য এটাই সবথেকে বেশি বেস্ট 🥰☺️।
পিজ্জা – কারণ এটাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই বানানো যায়।আর আমি পিজ্জা প্রেমি তাই আমি পিজ্জাকেই বেছে নিবো।
যদি জীবনে একটাই খাবার খেতে হতো প্রতিদিন, আপনি কোনটা বেছে নিতেন?
আমি বেছে নিতাম সাদা ভাত সবজি এবং ভর্তা। কারণ এই তিনটা প্রতিদিন খেলে কোন বিরক্ত লাগবেনা এবং স্বাস্থ্যসম্মত।
প্রতিদিন যদি একই রকমের খাওয়া খেতে হয় তাহলে আমি মনে করব খাবারের ঘ্রাণ দিতে। বিশেষ করে খিচুড়ি এবং বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ মজা লাগে। আর এই খাওয়ার সব সময় খেতে ভালো লাগে।