আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৯


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

আখাংকাগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে
আবেগগুলো হচ্ছে নীরব,
স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে
সম্পর্কগুলো হচ্ছে নিশ্চল।

লেখক:

@hafizullah

লেখক এর অনুভূতি:

সময়ের সাথে সাথে পাল্টে যায় মানুষ, পাল্টে যায় মানুষের অনুভূতি আর তার সাথে সাথে পাল্টে যায় আবেগ আর ভালোবাসার আকাংখা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png


Sort:  
 3 months ago 

আলোগুলো ম্লান হয়ে আসে,
অন্ধকারে হারিয়ে যায় সব আশা।
জীবনটা যেন থমকে গেছে,
অচেনা এক শূন্যতায় ভেসে।

অতীতের স্মৃতি জেগে ওঠে মনে,
কিন্তু ভবিষ্যতের পথ অন্ধকারে।
ভালোবাসা যেন ঝরা পাতার মতো,
ঝরে পড়ে, মিশে যায় মাটির ঘ্রাণে।

 3 months ago 

বাহ খুবই চমৎকার লিখেছেন তো ভাই কবিতার লাইনগুলি।

 3 months ago 

ইচ্ছেগুলো প্রদীপের মতো ক্ষয়িত
অনুভূতিগুলি হচ্ছে বাকরুদ্ধ,
অলীক কল্পনাগুলি নাম লিখেছে ধুসরতায়
বন্ধনগুলি হচ্ছে গতিহীনতায়।।

 3 months ago 

মনের কষ্ট মনে রাখতে অনেক কষ্ট হয়,
তাই মাঝে মাঝে আপনাতে করি বিনিময়।
আপনাতে আপনত্ব হারানোর যে ভয়,
দিনে দিনে যাচ্ছে ক্ষয়ে আপনের পরিচয়।

 3 months ago 

প্রহসনের সমার্থকে ফুল ফুটলে
আমি তাকে ঋতু পরিবর্তন বলে চালিয়ে দিই
ফলে মেনে নেওয়ার ক্ষমতা না থাকলেও
মানিয়ে নিই অনায়াসে।

সব কিছুই নশ্বর
এই যে চিরাচরিত ভালোবাসার সম্পর্ক
তাও তথাকথিত জোনাকীর পেটে আশ্রয় নিতে নিতে
একদিন থিতিয়ে পড়বে
আমাকেও ভুল বুঝবে,
ভাববে বুঝি প্রয়োজন ফুরিয়েছে

অথচ দ্যাখো,
পৃথিবীর ঘূর্ণন নিয়ে আমাদের
সমস্ত মাথাব্যথার মোড় কবেই ঘুরে গেছে।

 3 months ago 

এরকম কবিতা পড়লে আসলেই বাস্তবিক বিষয়গুলোকে উপলব্ধি করা যায়। দারুন লিখেছেন আপু।

 3 months ago 

চাওয়া পাওয়া কমে যাচ্ছে,
ভালোবাসা গুলো হারিয়ে যাচ্ছে।
চেনা মানুষ অচেনায় পরিণত হচ্ছে,
হৃদয়ের আবেগ অনুভূতিহীন হয়ে পড়েছে।

কিছু ইচ্ছে অপূরক হয়ে গেছে,
কিছু স্বপ্ন বাস্তবিক হওয়া ছেড়ে দিয়েছে।
কিছু সম্পদ বালুচরে পরিণত হয়েছে,
কিছু মুখের হাসি বিলীন হয়ে গেছে।

পাখি ডানা মেলে উড়তে ভুলে গেছে,
যন্ত্রণা সহ্য করার ক্ষমতা হারিয়ে গেছে।
দুঃখ চিরসাথী হয়ে গেছে।
চোখের পানি যেন শুকিয়ে গেছে।

 3 months ago 

আখাংকাগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে
আবেগগুলো হচ্ছে নীরব,
স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে
সম্পর্কগুলো হচ্ছে নিশ্চল।

সুখানুভূতি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে
আবেগ গুলো হচ্ছে উধাও,
ভালোবাসা রং ফিকে আজ,
সম্পর্ক সেজেছে অচেনা সাজ।

 3 months ago 

হৃদয়ের চঞ্চলতা হারিয়ে যাচ্ছে,
জীবনের স্বপ্ন গুলো ভেঙ্গে হয়ে যাচ্ছে।
ভালোবাসার চাহিদা গুলো ক্ষীণ হয়ে যাচ্ছে,
জীবনের চাওয়া পাওয়া অমিলের খাতায় পাল্টিয়েছে ।

বিশ্বাসের গভীরতায় ক্ষীণ হয়েছে মন,
আস্থা এবং ভরসা হৃদয়ে করছে টলমল।
প্রিয় মুখ গুলো আজ বড় অচেনা,
হৃদয়ের কষ্ট আর যন্ত্রণায় চোখেতে জল।

হৃদয়ের আকাঙ্ক্ষা হয়েছে বিলীন
হৃদয়ের অনুভূতি হয়েছে মলিন
জীবনের আয়নায় কষ্টের স্মৃতির ছায়া
সম্পর্কে বাঁধনে হৃদয়ে ভালোবাসার মায়া।

 3 months ago 

যাচ্ছে ভালো যাচ্ছে দিন
আসছে না তো সুদিন,
চেনা মানুষ হচ্ছে অচেনা
ইচ্ছে গুলো অপরিপূর্ণতায়,
হৃদয়ের আবেগগুলো মলিন হচ্ছে,
অনুভূতির নেই কোন ভাষা,
ভালোবাসার রংগুলো আজ বড্ড অচেনা, সম্পর্কের নেই কোন মূল্য।

 3 months ago 

আঁধার হয়ে নামছে হৃদয়ে,
দুঃখগুলো রোজ,
জীবন হলো দুঃখের তরী
সুখের নাইকো খোঁজ।

মাঝি বিনে নদীর জলে
শূন্যতায় ভাসে তরী,
ভালোবাসার আবেগে ভাসে মানুষ
বিচ্ছেদ যেন আবেগেরই উত্তরসূরি।