এবিবি ফান প্রশ্ন- ৫০৮ | শখ বিসর্জন দেওয়ার অনুভূতি কেমন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শখ বিসর্জন দেওয়ার অনুভূতি কেমন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সবার শখ বিসর্জনের অনুভূতি জানতে চাই !
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শখ বিসর্জন দেওয়ার অনুভূতি অনেকটা সেই বাচ্চাটার মতো, যে আইসক্রিম হাতে পেয়েই দেখে, নিচে পড়ে গেছে! 🤦♂️
0.00 SBD,
4.26 STEEM,
4.26 SP
ছোটবেলায় এটা কিন্তু অনেক হয়েছে 🤠।
ছোটকালে আইসক্রিম ছ্যাঁকা দিয়েছে ভাই।
শখ পূরণের জন্য মানুষ তার সাধ্যের বাহিরে গিয়েও যথাযথ চেষ্টা করে থাকে। সেখানে সেই শখ যদি বিসর্জন দিতে হয়, তবে সেই মানুষ টা যেন নিজের একটি একান্ত আপন স্বত্ত্বাকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। নিজের শখ বিসর্জন দেয়া মানুষ যেন দ্বায়িত্ববোধের বোঝা ঘাড়ে নিয়ে চলা একটা গাঁধার সমান ই।
0.00 SBD,
4.24 STEEM,
4.24 SP
শখ বিসর্জন দেওয়ার ব্যাপারটা খুবই বেদনা দায়ক ভাই।পরিবারকে ভালো রাখার তাগিদে এই টুকু বয়সেই নিজের মনের যতো আশা আকাঙ্খা রয়েছে সব মাটি চাপা দিয়ে দিছি 🥹।যখন আমার বয়সী অন্যদের,তাদের সখের জিনিস গুলোকে পূর্ণ করতে দেখি তখনকার মনের অনুভূতি বলে বোঝাতে পারবোনা ভাই🥹😭।
0.00 SBD,
4.22 STEEM,
4.22 SP
ভালো বলেছেন ভাই ধন্যবাদ।
কাচের গ্লাস যেমন হাত থেকে পড়লে খন্ড বিখন্ড হয়ে যায় তেমনি শখ বিসর্জন দেওয়ার পর কষ্টে হৃদয় খন্ড বিখন্ড হয়ে যায়💘💔💔। তবুও পরিবার বা, প্রিয়জনকে ভালো রাখার জন্য চোখের কোণে জল রেখে সবার সাথে হাসতে হয় 😅😂😃😁😁।
0.00 SBD,
4.20 STEEM,
4.20 SP
হ্যাঁ সবার ক্ষেত্রেই এরকম। একদম সত্য কথা এটা।
ধন্যবাদ আপনাকে ভাই ।
কঠিন এক সত্য কথা বলেছ।
ধন্যবাদ ভাইয়া।
আপনার যুক্তিটি অসাধারণ ভালো লাগলো।
এক গ্লাস নীম পাতার রস খাওয়ার মতোন।
0.00 SBD,
4.19 STEEM,
4.19 SP
এটা স্বাস্থ্যের জন্য মনে হয় ভালো 😵💫🤠।
কিছু শখ বিসর্জন দিতে হয় পরিবারের সঙ্গ দিতে,আবার কিছু শখ মেটেনা অভাবে।কিন্তু শখ বিসর্জন দিতে হয় অন্যকে ভালো রেখে নিজে বাঁশ খাওয়ার জন্য জন্য সেটা পরিস্কার।☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
একদম সঠিক কথা বলেছেন আপু।
ধন্যবাদ।
আপনার অনুভূতি সত্যি বেশ খুব দারুণ ছিলো বাস্তব কথা বলছেন আপু।
ধন্যবাদ ভাইয়া।
শখ বিসর্জন দেওয়া মানে যেন নিজেরই একটা অংশ হারানো। একদিকে বাস্তবতার তাগিদ, অন্যদিকে হৃদয়ের টান—এই দ্বন্দ্বের মাঝে চাপা কষ্ট, কিন্তু কখনো কখনো ত্যাগের মাঝেও থাকে এক ধরনের শান্তি বা দায়িত্ববোধের তৃপ্তি।
একবার শখ করে লম্বা চুল রেখেছিলাম। কিন্তু সবার চাপে পড়ে বাধ্য হয়ে, সেই লম্বা চুলগুলো যখন কাটতে গিয়েছিলাম,তখন বুঝেছিলাম শখ বিসর্জন দেওয়ার অনুভূতি কেমন। সেই অনুভূতিটা ছিলো একেবারে তেতো 🤣🤣। এমন অনুভূতি সবার হোক,সেই কামনা করছি 😂😂।
শখ বিসর্জন দেওয়ার অনুভূতি কেমন ?
শখ বিসর্জন দেওয়াটা নির্ভর করে ইনকামের উপর।যার টাকা বেশি আছে সে সব শখ পূরণ করতে পারে। যার টাকা নেই সে অনেক শখ বিসর্জন দেয় এবং তাতে তার কষ্টও কম হয়।
ছোট এই জীবনে অনেক শখ বিসর্জন দিয়েছি। প্রথম প্রথম কষ্ট হয়। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই শখের কথা ভুলে যায়। তবে মাঝে মাঝে কোন করনে শরণ হলে ধীর্ঘ একটি নিঃস্বাস ফেলে সামনে দিকে চলতে থাকি।
আসলেই ভাই ঐ পূরণ না হওয়া শখ গুলোর কথা মনে হলে,মনে হয় যেনো পৃথিবীতে আমি একমাত্র অসহায় ব্যক্তি।