এবিবি ফান প্রশ্ন- ৫৬৮ |যদি আপনার পোষা প্রাণী কথা বলতে পারতো....
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যদি আপনার পোষা প্রাণী কথা বলতে পারতো, প্রথমে তাকে কী জিজ্ঞেস করতেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
তুই আসলে আমায় ভালোবাসিস না শুধু খাবারের জন্যই থাকিস?😼
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুই আমার বালিশে ঘুমাস, আর আমাকে নিচে ঠেলিস এটা কি কোন পোষা নিয়ম নাকি রাজকীয় আইন🤣
0.00 SBD,
3.07 STEEM,
3.07 SP
আমার তো মনে হয় এটা রাজকীয় আইন।
আমি জিজ্ঞেস করতাম----খাওয়া তো ভরপুর দিই,তাহলে যেখানে যেতে নিষেধ করি তোরা বারবার সেখানেই কেন যাস???😼😼😼
0.00 SBD,
3.05 STEEM,
3.05 SP
আহারে কথা না শুনলে তো ভীষণ বিপদ। বেশি করে বোঝাতে হবে আপু।
বোঝালেও বোঝে না চারপেয়ে জন্তুগুলি আপু।
যদি আমার পোষা প্রাণী কথা বলতে পারতো, প্রথমে তাকে জিজ্ঞেস করতাম, পাড়ার কে কে আমার নামে কুটনামি করে তাদের নাম গুলো শুধু বল বাকিটা আমি দেখতাছি,হা হা হা।😂😆
0.00 SBD,
3.03 STEEM,
3.03 SP
খুব সহজেই তার কাছ থেকে জেনে নিতে পারতেন তাহলে।
আমি তো তাকে জিজ্ঞেস করতাম, তুমি সারাদিন রাত ঘুমানো আর খাওয়া-দাওয়া ছাড়া কি কিছুই পারো না😃। তোমার মত এরকম সুখী আমি কিভাবে হতে পারবো এগুলোই জিজ্ঞেস করতাম😂😁।
0.00 SBD,
3.02 STEEM,
3.02 SP
আমি বলতাম "শোন, তুই সারাদিন কার সাথে মিটিং করিস বারান্দায় বসে? আর রাত-বিরাতে হঠাৎ হাউকাউ করিস কেন? তোরও কি গোপন প্রেম আছে, নাকি ভূত দেখিস?
0.00 SBD,
3.01 STEEM,
3.01 SP
জিজ্ঞেস করতাম তুই কি আমার বিপদের সময় আমার পাশে থাকবি, নাকি মানুষের মত বিশ্বাস ভঙ্গ করে দিয়ে চলে যাবি।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
পোষা প্রাণী মালিকের বিপদে এগিয়ে আসে। পোষা প্রাণী অনেক বেশি ভালোবাসার হয়। তারা মালিককে অনেক ভালোবাসে।
তাহলে নিঃসন্দেহে আমি তাকে বেস্ট ফ্রেন্ড বানাতাম। কারণ সব সময় আপনার পোষা প্রাণী নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকে আর যদি কথা বলতে পারি তাহলে যেন পুরো প্যাকেজটাই পেয়ে গেলেন।
খাবারের সময় তুমি কেন এমন ভাবে তাকাও, যেন গত ৩ দিন ধরে কিছু খাওনি? অথচ ১০ মিনিট আগেই খেয়েছ।
বলতাম তোকে কি বিশ্বাস করতে পারি আমি,নাকি তুইও তোর স্বার্থের জন্যে আমার সঙ্গ দিয়ে যাস।
আমি তো সবার আগে জিজ্ঞেস করতাম, "তুই কি সিঙ্গেল নাকি লুকিয়ে লুকিয়ে কারো সাথে প্রেম করিস"।😜🤭