এবিবি-ফান প্রশ্ন-৯২ || দেওয়ালেরও কান থাকে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
দেওয়ালেরও কান থাকে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
একবার দেওয়ালের অন্যের কথা শোনার খুব শখ হয়েছিলো। কিন্তু কি উপায়? তার তো কান নেই। কারণ বহু কষ্টের সাধনা করে সে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ কান লাভ করে। সেই দেওয়ালেরও কান আছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারন সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দেওয়ালেরও কান থাকে।কেননা সমাজে একতরফা শান্তি কখনো বজায় থাকে না।
কোন গোপনীয় কথা যদি কোন মেয়ের সামনে বলা হয়। তাহলে সেই গোপনীয় কথা আর গোপন থাকে না। সাথে সাথে অন্যজনের কাছে এই কথাটি চলে যায়। তাই দেওয়ালের কান থাকে মানে মেয়েদের সামনে কিছু না বলা। মেয়েদের সামনে কিছু বলা মানেই দেওয়াল কেউ ভয় পাওয়া। কারণ এই দেওয়ালও অন্য জনকে বলে দেবে। এই দেওয়াল মানেই মেয়েদেরকে বোঝানো হয়।
অন্যের গোপন কথা শোনার জন্য মানুষের কান দেওয়াল ভেদ করে ঢুকতে পারে না। মালিকের সেই দুঃখ দেখে দেওয়াল নিজের মধ্যে কান লাগিয়ে নেয় আর মালিককে শুনতে সাহায্য করে ।
দেয়ালেরও কান ছিল আছে থাকবে
পূর্বপুরুষ কয়,,
গোপন কথা তাইতো দিদি
সাবধানে বলতে হয়।
বিশৃঙ্খলা বাড়াতে ওৎ পাতে দেয়াল
সেদিকটা তাইতো রাখতে হয় খেয়াল,,,
♥♥
কিছুদিন আগে শুনলাম পাশের বাড়ির ভাবির কান নাকি চিলে নিয়েছে। এবার বুঝলাম সেই কান তিনি আমার দেয়ালে লাগিয়েছে। পাশের বাড়ির ভাবি কত মহান। নিজের কান দেয়ালকে দিয়েছে।😅😅😅
এটা তো কথার কথা শুনেছি।কিন্তু আজ পর্যন্ত কান না দেখা আমি😊।
দেয়ালের কান থাকা জরুরি না হলে পাশের বাসার ভাবি কোন অলংকার কিনলো আর কত টাকা দিয়ে কিনলো তা কিভাবে জানা যাবে? কারন দেয়ালের ওপাশে তো আর দেখা যায় না🤓
জামাই বেচারাকে এবার একটা চাপ দিতেই হবে 🤪
দেওয়ালের কান না থাকলে আশেপাশে কি হচ্ছে সেটা পাশের বাড়ির ভাবীরা কিভাবে জানবে!!! তাই দেওয়ালেরও কান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে.. হিহিহি।
তারমানে আপনি বলতে চাইছেন পাশের বাড়ির ভাবির সুবিধার্থে দেয়ালে কান লাগানো হয়েছে,হা হা হা।
নিজের বাড়ির খবর পাশের বাড়ির ভাবির কান অব্দি পৌঁছানোর জন্যই দেয়ালকে কান দেয়া হয়েছে। ভাগ্যিস শুধুই কান দিয়েছে চোখ দেয় নি। 🤪
দেওয়ালের কান দেখা যায় না ছোঁয়া যায়না স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করতে পারা যায় সেজন্যই মানুষ বলে দেওয়ালেরও কান আছে। 🤩