এবিবি ফান প্রশ্ন- ৫৪১ || হাসলে কেন মানুষকে অধিক সুন্দর লাগে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
হাসলে কেন মানুষকে অধিক সুন্দর লাগে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে হাসলে মানুষের ঠোঁট এবং দাঁত একসাথে দেখা যায়। সাদা দাঁতে উজ্জ্বলতা এবং ঠোঁটের অঙ্গভঙ্গির কারণে মানুষকে হাসলে সুন্দর লাগে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষ হাসলে বেশি সুন্দর লাগে কারণ তখন মনে হয়, ওর ভেতরের বোকা পাখিটা বাইরে বেরিয়ে এসেছে! হাসির সময় মানুষ এতটাই রিয়েল হয়ে যায় যে, মুখের সব গোপন রহস্য টুকটাক ডিম্পল, হালকা কুঁজো দাঁত, চোখের কোণে ভাঁজ সব কিছু মিলিয়ে একটা ফ্রী-স্টাইল আর্ট হয়ে দাঁড়ায়। তখন সুন্দর না হয়ে উপায় থাকে?
0.00 SBD,
3.95 STEEM,
3.95 SP
হাসলে মানুষ আরও সুন্দর লাগে কারণ, হাসির সাথে মুখে কিছুটা দুষ্টু শান, দুইটা মিষ্টি গালের ভাঁজ আর এক্সট্রা হিউমারের টাচ আসলে সবাইকে আকর্ষণ করে! 😄
0.00 SBD,
3.93 STEEM,
3.93 SP
হাসি কখন আসে? যখন আপনার মন ভালো থাকে তখন হাসি আসে। আর মানুষ ভেবে নেই আপনি ভালো আছেন। তাই আপনি হাসছেন। আর এ ভালো লাগার অনুভূতিটা মানুষ হাসির প্রশংসা করতেই ভালোবাসে। এজন্য হাসলে মানুষকে ভালো লাগে
0.00 SBD,
3.92 STEEM,
3.92 SP
হাসলে মানুষকে অধিক সুন্দর লাগে কারণ একজন মানুষ যখন সম্পূর্ণ প্রেসার মুক্ত থাকে তখন মন খুলে হাসি দেয়।
0.00 SBD,
3.91 STEEM,
3.91 SP
হাসি কোনো ভাষা বুঝে না, কিন্তু সবাই বুঝে! গবেষণা বলে, হাসিমুখ দেখলে আমাদের মস্তিষ্কে ডোপামিনের ঝড় ওঠে, ফলে আমরা ওই ব্যক্তিকে বেশি সুন্দর, বিশ্বাসযোগ্য আর আকর্ষণীয় মনে করি।
0.00 SBD,
3.89 STEEM,
3.89 SP
কারণ হাসির মাধ্যমেই মুখে এক অফুরন্ত সুখ অনুভূত হয়, পরম এক তৃপ্তির সঙ্গে প্রশান্তির ঝলকানি ফুটে ওঠে মুখে যা আর অন্য কিছুতেই ফুটে ওঠে না তাই হাসলেই একমাত্র মানুষকে অধিক সুন্দর লাগে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমার কাছে মনে হয় হাসলে মানুষ তাদের ভালো মন এবং খারাপ মন বোঝা যায়। এ কারণে মানুষ হাসলে মানুষকে সুন্দর দেখায়। কারণ মানুষের হাসি কমবেশি সবাই পছন্দ করে।
প্রত্যেক মানুষ হাসিমুখ পছন্দ করে। এই কারনে হাসলে মানুষকে অধিক সুন্দর লাগে। আর হাসির মধ্যে থাকে সৌন্দর্য থাকে সবার।
আমার তো মনে হয় মানুষের অর্ধেক সৌন্দর্যই হাসির মধ্যে রয়েছে 🥰। তাইতো তার সৌন্দর্য আরো হাজার গুণ বেড়ে যায় যখন সে হাসে 🙂🙃।
কারণ হাসি হচ্ছে সৃষ্টিকর্তার দেয়া বিউটি কুপন! । তাই বাচ্চা থেকে বুড়া, ছেলে হোক বা মেয়ে, এমনকি ফোকলা দাঁতের কেউও যখন প্রাণ খুলে হাসে , তখন তাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে!