এবিবি ফান প্রশ্ন- ৫১৫ ||মেয়েরা লাজুক হলে বিয়েতে মুখে রুমাল না দিয়ে ছেলেরা মুখে রুমাল দেয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েরা লাজুক বেশি হলে বিয়েতে মেয়েরা মুখে রুমাল না দিয়ে ছেলেরা মুখে রুমাল দেয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মেয়েরা মুখে রুমে দিলে তাদের এতো কষ্ট করে মেকআপ করাটা বৃথা হয়ে যাবে কেউ দেখতে পাবে না। ছেলেরা মুখে রুমাল দেয় তার হাসি দেখে যেন শালীরা প্রেম পড়ে না যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বিয়ের দিন ছেলেরা মুখে রুমাল না দিয়ে কি করবে বলুন তো, এতো ঠাট-বাট ছেলেদের তারপরেও যখন মেয়ের বাড়িতে এসে-- ই বিয়ে করে মেয়েকে নিয়ে যেতে হয়।মেয়েরা কিন্তু ছেলের বাড়িতে বিয়ের জন্য যায় না।এজন্য ই ছেলেরা নিজেদের মুখ আড়ালে রেখে বিয়ে করতে আসে।
0.00 SBD,
3.24 STEEM,
3.24 SP
হাহাহা,আপু মনে মনে এটাই ভাবছিলাম।
এটা একদম বাস্তব কথা আপু। লুকোচুরি খেলে মনে হয় তারা।
যুক্তি টি ভালো লাগলো আপু।
ছেলেরা আসলে ভয় পায়। তাইতো বিয়ে করতে আসলে ১০০ জন বরযাত্রী নিয়ে আসে🤣😂। আর মেয়েরা একাই একশ। বিয়ের পর একা একাই শ্বশুরবাড়িতে চলে যায়😎। ছেলেরা তো রুমাল দিয়ে রাখে হালকা পাতলা ঢং করার জন্য😅।
0.00 SBD,
3.23 STEEM,
3.23 SP
একদম ঠিক বলেছেন।১০০জন নিয়ে গিয়েও ভয় পায়।
ছেলেরা ১০০ জন নিয়ে আসে মাত্র কয়েক ঘন্টার জন্য। আর মেয়েরা চার পাঁচ দিনের জন্য সাথে নিয়ে যায় প্রায় 3-4 জন। বলেন তাহলে আপু কে ভয় পায় আর কে পায় না? 🤓
মূলত ছেলেদের অনেক হাসি পায় এজন্য তারা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে যেন তাদের এই পাগল করা হাসি কেউ দেখতে না পারে 😎
বিয়ের সময়ে পাগল করা হাসি দেখে অন্য মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হতে পারে এজন্যই রুমাল দিয়ে মুখ ঢেকে রাখা হয় যেন পাগল করা হাসি দেখতে না পারে।
0.00 SBD,
3.22 STEEM,
3.22 SP
হাহাহা তাই নাকি ভাই।❇️
তাই নাকি, হাসি দেখে যদি পোকা দাঁত দেখা যাই তাই মুখ ঢাকে।
আসলে ছেলেরা তো এমনিতেই সুন্দর। আর বিয়ের দিন তো নিজের একটু যত্ন করা হয় বলে, দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাই ছেলেরা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে। নয়তো বিয়ের অনুষ্ঠানে থাকা সকল অবিবাহিত মেয়েরা বর কে বিয়ে করতে চাইবে 🤣🤣। তখন তো বর বিপদে পড়ে যাবে। তাই আগে থেকেই রুমাল দিয়ে রাখে মুখের মধ্যে 😂😂।
0.00 SBD,
3.21 STEEM,
3.21 SP
আরে সে তো ভয়ে মুখ লুকিয়ে রাখে। না জানি কখন কোন মেয়ে তাকে চিনে ফেলে। আর অবশেষে না বিয়েটাই ভেঙে যায়। বেচারা ছেলেরা দারুন চিন্তায় পড়ে যায়।
মেয়েরা লাজুক বেশি হলে বিয়েতে মেয়েরা মুখে রুমাল না দিয়ে ছেলেরা মুখে রুমাল দেয় কেন?
মেয়েরা মুখে রুমাল লাগায় না কারণ লিপস্টিক উঠে যাবে এই ভয়ে। আর ছেলেরা মুখে রুমাল দেয় কারণ বিয়ের সময় অনেকগুলো যৌতুক নেয় তো তারা এই লজ্জায় মুখে রুমাল দিয়ে থাকে। হিহিহি
0.00 SBD,
3.20 STEEM,
3.20 SP
জি আপু,একদম ঠিক কথা বলেছেন।
মূলত মেয়েদের অন্যদিকে বিয়ে হয়ে গেলেও তার এক্স এর জন্য মন আনচান আনচান করে, আর বিয়ের দিন যাতে বিয়ের সাজে একটা বার হলেও এক্স দেখতে পারে সেজন্যই মুখটা খোলা রাখে রুমাল দেয় না তারা।আর ছেলেরা মূলত যাকে বিয়ে করবে তার উপরে আকৃষ্ট থাকে এবং যাতে করে অন্য কোন মেয়ে বিয়েতে ছেলেটির উপরে নজর না দেয় সেজন্য রুমাল দিয়ে রাখে। মহৎ হৃদয়ের অধিকারী তাই। হাহাহাহা।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
কারণ ছেলেদের শালীরা বিয়ের দিন এত টর্চার করে যে সইতে না পেরে তার মুখের অঙ্গভঙ্গি ঠিক রাখার জন্য সবার থেকে মুখ লুকিয়ে রাখার পন্থা হিসেবে ব্যবহার করে রুমাল।☺️☺️
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
একদম, একদম। এজন্যই মুখে রুমাল দেয়।হাহাহা।
কি জানি, আমাদের মধ্যে বরেরা তো দেয় না মুখে রুমাল।আমি ধারণা করলাম আরকি!
দুষ্টু শালীরা যেসব কর্মকাণ্ড করে রোমান যদি মুখে না দেওয়া হয় তাহলে তো সবার সামনে দাঁত বের করে হাসতে হবে।
হাসার থেকে আমার মনে হয় তাদের কান্নায় পাবে।☺️☺️
এটা একদম ঠিক বলেছেন বিয়েরদিন দারুন তাদেরকে দারুন সাবধানে থাকতে হয়। না হলে শুধু বিপদ আর বিপদ।
☺️☺️
বিয়ে করতে যাবার পর যেন তার কোন এক্স গার্লফ্রেন্ড তাকে চিনে না ফেলে সেজন্য ছেলেরা আগেই সাবধান হয়ে যায় আর রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে। বেচারা ছেলেরা জীবনে তো আর কম মেয়ের পিছে ঘুরেনি। তাই অন্তরে তো ভয় আছে। 😆😆
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
কারন ছেলেদের গার্লফ্রেন্ড বেশি থাকে। মুখের রুমাল না দিলে কখন আবার কে চিনে ফেলবে। পরে কেলেংকারী হবে,হা হা হা।
কারণ ছেলেরা জানে, মেয়ের লাজুক হাসির পেছনে আছে হাজার ওয়াটের বিজলি! 😆 মুখে রুমাল না দিলে চোখের ইশারা আর লাজুক মুচকি হাসি দেখে যে কোনো ছেলের হার্টবিট বেড়ে যাবে! তাই বেচারা ছেলেরা নিরাপদ থাকতে রুমাল দিয়ে মুখ ঢেকে নেয়! 😜😂
তাই নাকি ভাইয়া। আপনার কথাগুলো ভালো লাগলো।
হা হা হা 🤣🤣। এটা কিন্তু দারুন ছিল ভাই।