আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভালোবাসার সে রূপ,
যদি নিভে যায় অচিরে।
ভুলে যাবে কি মোরে,
যদি হারাই প্রাণ কোনো ভোরে!
যদি হারাই মন অভিমানে,
খুঁজে নেবে সংগোপনে?
হাতে হাত ধরে নেবে কি,
তোমার সে নদীর পাড়ে?
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার সম্পর্কে আর যা ই আসুক না আসুক,অভিমান তো আসেই আসে।আর যারা এই অভিমানকে ভাংগতে পারে,তারাই আসল ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে পারে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসার অন্তরালে মিশে আছে
অভিমানের ছায়া,
ভেঙে ফেলে দ্বার জড়িয়ে নাও
বুকের গহীনে পোষা মায়া।
হারিয়ে যাওয়ার বেলা শেষে
এনো মোরে ঘরে,
সব অভিমান চুকিয়ে তখন
থাকবো বুকের কোণে।
অভিমানে ঢাকা এই ভালোবাসা,
অন্ধকারের গভীরে ডুবে যায়।
নতুন প্রভাতের জন্য অপেক্ষা,
ভুলে যাওয়ার এক অতৃপ্ত চিন্তা।
অভিমানে ঘেরা মনে জমে ঘৃণা,
বাঁধ ভাঙা হৃদয় শুধুই ধোঁয়াশা।
খুঁজে নেওয়ার বাহানায়,
বৃষ্টিভেজা কোনো সন্ধ্যায়-
তোমার হাতের কোমল ছোঁয়ায়,
নদীরাও পায় নতুনের ছন্দ।।
ভালোবাসায় থাকে কত রং,
একের পর এক বদলায় ডং।
যখনই আমি বলি হাতটা বাড়াও,
তুমি শুধু দূরে সরে দাঁড়াও।
এটাই কি নির্মম পরিহাস,
নাকি স্বপ্ন ছিল একরাশ।
যদি হারাতে চাই ভালোবাসায়,
স্বপ্নে ডুবে সমুদ্রে ভাসায়।
এটা কি শুধুই অভিমানী,
তুমি আছো মিশে আমি জানি।
নিশ্চুপ বেদনা নির্মল হাওয়া,
ভালোবাসার গভীরে হারিয়ে যাওয়া।
এটা ঠিক বলেছেন খুব ভালোবাসা ক্ষণে ক্ষণে রং বদলায়। তবুও আমরা ভালোবেসে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। হয়তো অভিমান লুকিয়ে থাকে। তবুও ভালোবাসাকে অনুভব করে ভালো থাকতে চাই। অসাধারণ লিখেছেন আপু।
হাজারও শূন্যতায়,
তুমি থাকো অনুভবে,
হাজারও অপূর্ণতায়,
তোমাকে পাই হৃদয়ও গহীনে।।
থাকবে কি তুমি পাশে?
আমার দুটি হাত ধরে,
এক সমুদ্র প্রেম আর,
ভালোবাসার গল্প নিয়ে।।
হাজারো শূন্যতার মাঝে ভালোবাসার অনুভূতি হৃদয়ে জাগে। হয়তো তার হাত দুটো ধরে বহু পথ পাড়ি দেওয়ার ইচ্ছে হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করে। দারুন হয়েছে আপু।
তোমার সেই নদীর পারে,
নৌকাতে ভাসবো মোরা,
ভালোবাসার গান গাইতে গাইতে।
ভালোবাসার গানে হারিয়ে যাব,
স্বপ্নের এই নদীর মাঝে।
ভালোবাসার পরিপূর্ণতা পাবে,
আমাদের এই নৌকা জুড়ে।
থাকবো আমি তোমার সাথে,
অচেনা এই নদীর মাঝে।
অসাধারণ লিখেছেন ভাই
সত্যি ভাইয়া দুজনের এই পথ চলা যখন সুন্দর হবে তখন ভালোবাসা পূর্ণতা পাবে। আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল।
ভালোবাসা অসম্ভব সুন্দর,,
জঘন্যতো মানুষরুপী সব বিশ্বাস ঘাতকীনি,
ভুলে যায় স্মৃতি সব
পেলে টাকা ওয়ালা স্বামী।
একটু অভিমান করলে,
ব্যস্ত থাকে নতুন পাখির সন্ধানে।
কখনো মন থেকে চায়না আপন করতে
কারণ বারো পুরুষে আসক্ত থাকে,
এটাই সংখ্যাগরিষ্ঠ নারির স্বভাব যে।
আমার দুটি আঁখি পাতে
তোমারি স্বপ্ন ভাসে,
চোখ বন্ধ করে দেখি,
হৃদয়ে তোমার স্বপ্ন আকি।
মান অভিমান নিয়ে গড়া
ভালোবাসার স্বপ্ন ঘেরা,
তুমি পাশে তাইতো স্বপ্ন আসে
একটু অভিমানের ছলে,
ভালোবাসার দূরত্ব কমে।
ভালোবাসার শক্তি দিয়ে,
আগলে রেখো তুমি আমাকে,
তাই জনম জনম ধরে।
তোমার ভালবাসার পরশে,
হারিয়ে যেতে চাই,
ভালোবাসার রঙিন রাজ্যে,
যেখানে থাকবো তুমি আর আমি,
ভালোবাসার ঘর বেঁধে।
সময়ের বেড়াজালে
ভালোবাসা রং বদলায়
সময় বদলে গেছে, বদলে গেছে
ভালোবাসার সেই রূপ।
তোমার এই বদলে যাওয়া,
আমার আহত হৃদয় নিশ্চুপ।
তোমার হাতটি ধরে প্রিয়,
বহু পথ পাড়ি দেওয়ার ইচ্ছে গুলো
আজ বড্ড আঁধারে ভরা।
ভালোবাসার রঙিন দেয়াল
আজ আঁধার কালো,
নিভে গেছে সব ভরসার আলো
তবুও বেসে যাব তারে ভালো।
মনে যদি জমে উঠে
শুধুই অভিমান,
মেঘে ভরা আকাশজুড়ে
বাজে যদি সব হারানোর গান!
যদি অভিমানে হারিয়ে যাই
একলা কোন ভোরে...
বলো আমার ঠিক কি তুমি
বুকে টেনে নেবে সংগোপনে?