আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
দিন যায় রাত আসে প্রকৃতির খেয়ালে,
মধুর মুহূর্ত গুলো কেটে যায় মনের খুশিতে।
আঁধার কাটিয়ে আলো আসে মনের কুটিরে,
জীবনের সময় গুলো কেটে যায় মনের অজান্তে।
অনুভূতি:-
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
দিন যায় রাত আসে প্রকৃতির নিয়মে আর আমাদের জীবনের মুহূর্তগুলো কেটে যায় হাসি আনন্দে। কখনো নীরবে বসে ভাবি কিভাবে যে সময় চলে গেল মনে অজান্তে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
চলন্ত সময়ের সাথে সুখে-দুঃখে,
মনের কোণে কাব্য রচিত হয় একে একে।
জীবন চলে, মুহূর্ত গুলি পালায়,
কখনো হাসি, কখনো চোখে অশ্রু ছায়ায়।
সময় চলে, দিন ফুরায় রাতের ছায়ায়,
মনের মধ্যে মৃদু হাওয়া আসে, মন হারায়।
আলোর আশায় আঁধার মুছে যায় ধীরে,
জীবনের পথচলা, অজান্তে কাটে দিন ঘরে।
আরিব্বাহ, চমৎকার লিখেছেন কবিতার লাইনগুলি। পড়ে তো রীতিমত মুগ্ধ হয়ে গেলাম।
অণু কবিতা পড়ে খুব ভালো ধন্যবাদ আপনাকে আপু।
দিন যায় রাত আসে,
কত স্মৃতি চোখে ভাসে
স্বার্থ শেষে বেলা অবেলায়,
নেইতো কেউ আশেপাশে।
প্রতিটি শব্দ বাস্তব জীবনের সাথে মিলে গেলো । ধন্যবাদ আপনাকে ভাইয়া।
♥️♥️♥️♥️
দিনের আলো আসে
রাতের অন্ধকার ফিকে হয়,
মধুর স্মৃতিরা মনে ভেসে আসে,
সুখের সুরে গায়।
হাসির ছটা মেলে,
দুঃখ গুলো যায় হারিয়ে,
জীবনের এই পথ চলে,
অজান্তেই সময় ফুরিয়ে।
দারুণ লিখেছেন আপু।
দারুণ লিখেছেন আপনি।
দিন যায় রাত আসে
প্রকৃতির নিয়মে,
সুখে দুখে জীবন চলে
কখনো বা হাসি কান্নায়,
কখনো বা নীরবতায়
অবহেলায় থাকে মনটা,
এরই মাঝে চলে যায়
জীবনের খানিক সময়টা,
জীবনটা চলে যায় বহতা নদীর মত
কারো জন্য পিছু দেখার সময় নাই,
এই জীবনের জন্য।
অসাধারণ লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে।
দিনের পরে আসে যে রাত
প্রকৃতির ঐ নিয়মে।
আধারের ঐ পথ কাটিয়ে
আলোর শিখা উঁকি যে মারে।
দুঃখের পরে আসে যে সুখ
জীবনের এই পথে।
সময়ের চাকা দ্রুত চলে
একা বসে ভাবি নিরবে।
দিন যায় রাত আসে প্রকৃতির নিয়মে
সময় গুলো কেটে যায় হাসি কান্নার মিলনে
জীবনে আঁধার আলো সেতো থাকবে
কখনো মেঘলা আকাশের মত মলিন
আবার কখনো রোদ উজ্জ্বল স্বপ্নিল
এভাবে যাচ্ছে জীবন নিজস্ব গতিতে।
বাহ আপনার কবিতার লাইনগুলি পড়ে তো আমার খারাপ মনটা নিমিষেই ভালো হয়ে গেলো।
দিনের আলো ফোটায় অন্ধকার দূরীভূত হয়;
দুঃখ কষ্টের মুহূর্ত গুলো জীবনে,স্মৃতি হয়ে রয়,
অজস্র হতাশা ভেদ করে প্রশান্তি জাগে মনে!
এভাবেই চলছে জীবন আধারে আলোতে।
স্বপ্নেরা আসে উড়ে, মনের আকাশ জুড়ে,
স্মৃতির পাতায় লিখে যায় রঙিন কিছু ক্ষণ।
নতুন ভোরে জাগে আশা, সোনালি এক আলো,
জীবনের পথচলা তাই, রঙিন স্বপনের মতন।
বৃষ্টি নামে মেঘের ডাকে, ধুয়ে দেয় সব ক্লান্তি,
নদীর স্রোতে ভাসে বয়ে, সুখের ছোট্ট কান্তি।
ভালোবেসে বাঁচতে শিখি, প্রতিটি ক্ষণ ধরে,
হাসি-কান্নার মেলবন্ধনে জীবন বাঁধা পড়ে।
সূর্য উঠে, অস্ত যায়, সময় থামেনা।
অম্ল-মধুর স্মৃতিগুলো, ভুলা যায়না।
সুসময় বা দুঃসময়, চিরদিন থাকেনা।
কালক্রমে ভুলে যাই অতীতের বেদনা।