এবিবি ফান প্রশ্ন- ৬১৭ || যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নেই কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নেই কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ঘুম থাকবে কিভাবে? গোয়েন্দাগিরি তো করা লাগবে। কোথায় বিয়ে হচ্ছে কার সাথে বিয়ে হচ্ছে জামাই কত কোটিপতি, ইত্যাদি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যাঁর বিয়ে, সে তো প্রেমে ব্যস্ত—আর যাঁরা ফাঁকা, তাঁরা তদন্তে ব্যস্ত।
0.00 SBD,
3.15 STEEM,
3.15 SP
এই কথাটা খুব দারুণ ছিল 😆।
আসলে যার জীবনে বিয়ে তার মুখে তালা লাগানো। আর আশেপাশে লোকগুলো এই নিয়ে কৌতুহল করে। আর এই লোকগুলো হচ্ছে সিসি ক্যামেরার মত। এ কারণে বলা হয় যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শীর ঘুম নাই।
0.00 SBD,
3.14 STEEM,
3.14 SP
ঠিক বলেছেন, সিসি ক্যামেরার মতই।
পাড়া পড়শীর ঘুম আসে না কারণ তারা বিয়ে নয়, বর দেখে। এই সুযোগে কে কত গয়না পরবে, কে কবে কয়টা স্ট্যাটাস দেবে, এই নিয়েই যুদ্ধ চলে🤣😂। কোনে পক্ষ বরের সম্পর্কে যত খোঁজখবর নেয়, তার থেকেও বেশি খোঁজখবর পাড়া পড়শী নেয়🕵️🤓।
0.00 SBD,
3.12 STEEM,
3.12 SP
যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নাই কারণ তারা তো দক্ষ সাংবাদিক।তাই রাত জেগে সব গোপন তথ্য সংগ্রহ করে পরের দিন সারা দুনিয়াকে জানিয়ে দেয়🤣🤣🤣।
0.00 SBD,
3.12 STEEM,
3.12 SP
এটা খুব ভালো একটা কথা।
ঘুমালে যদি দাওয়াত মিস হয়ে যায় সেই ভয়ে তাদের ঘুম বন্ধ হয়ে যায়। 😆
0.00 SBD,
3.11 STEEM,
3.11 SP
হা হা হা 🤣🤣। এরকমটাও হতে পারে।
পাড়া পড়শীর ঘুম নেই সাধারণত দুইটা কারণে প্রথমত যার বিয়ে তার, দোষ ত্রুটি এবং সমালোচনা করার জন্য তাদের ঘুম হয় না।
দ্বিতীয়ত :- যার বিয়ে হবে তার জামাই বা, কনে কেমন হবে? তার বিয়ের পরবর্তী জীবন কেমন হবে? তাদের যদি বিয়েতে দাওয়াত দিয়ে থাকে তাহলে বিয়েতে তারা কেমনে যাবে? বিয়েতে কি কি করবে? আর যদি দাওয়াত না দেয় তাহলে কেন দেই নাই? এসব বিষয়ে তারা গভীর চিন্তাভাবনা নিমজ্জিত থাকে এই কারণে পাড়া পড়শীর ঘুম নেই ।
0.00 SBD,
0.09 STEEM,
0.09 SP
কারণ,পাড়া-পড়শীরা অন্যের ঘুম কেড়ে নিতে নিজের ঘুমও বিসর্জন দেয়।তাতেই ওদের শান্তি আর পেটের ভাত হজম।☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
যার বিয়ে তার খবর থাকবে কি করে? সে তো রঙ্গিন স্বপ্নে বিভোর। তাই অন্য কিছুর দিকে তার কোন খেয়াল নেই। আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই কারন তারা তো চিন্তায় শেষে কেমন করে রঙিন স্বপ্ন গুলো ভাঙ্গা যায়। কারন মানুষ তো অন্যের ভালো কোন জনমেই মেনে নিতে পারে না। এই আর কি।
কার বউ কিংবা জামাই কতটা সুন্দর,আগে কয়টা প্রেম করেছে,বিয়ের পর পরকীয়া করবে নাকি, সংসার টিকবে নাকি, এসব ভেবেই পাড়া প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে যায় 🤣🤣।
যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নাই। কারণ কিছু মানুষ আছে নিজের খেয়ে বনে জঙ্গলের মোষ তাড়ায়। আর এই লোকগুলো তিলকে তাল বানিয়ে ফেলে। এবং সব সময় অন্য মানুষের কথা নিয়ে বাজে মন্তব্য করে আর দাঁত দেখিয়ে হাঁসে।