আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
রঙিন স্বপ্ন রঙিন মেলা,
জীবন যেন শুধুই খেলা।
হাওয়ায় উড়ে যায় কত স্মৃতি,
ভালোবাসা মোড়ানো সময় টানে ইতি।
রঙিন মানুষ রঙিন হাসি,
থাকতে চাই সবাই কত খুশি।
জীবন যুদ্ধে পরাজিত হয়ে,
মিলিয়ে যায় মুখের হাসি।
লেখক:
লেখকের অনুভূতি:
প্রত্যেকটা মানুষের জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়। চোখের সামনে কত কিছুই সুন্দর এবং রঙিন, কিন্তু যাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাদের জন্য সবকিছুই ধুসর।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবনের এই খেলাতে
রঙিন ভাবনা আর ভেসে যাওয়া মেলাতে,
উড়ন্ত পাখির শতদল
খুঁজে ফেরে ভালোবাসার বিদ্রুপ বল।
রঙিন হৃদয়ে রঙিন বাঁশি
অনুভবের বেড়াজালে খুশি,
জীবনের লড়াইয়ে অগ্নিপটে
মিশে যায় সব স্বপ্ন আর আশা সাগর তটে।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
তবু আশা রেখে হৃদয় জুড়ে
স্বপ্ন বুনি রঙের স্রোতে ভেসে
আঁধার পেরিয়ে আলো খুঁজি
ভালোবাসা থাকে মনের গহীনে।
হাজার ভাঙা স্বপ্নের ভেতর
একটি আশা এখনো জেগে
জীবন মানে হার না মানা
হাসি ফিরবে নতুন রঙে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
রঙিন পথে হেঁটে চলি,
মেঘের সাথে খেলি বুলি।
স্বপ্ন দেখি চোখ ভরে,
ভালোবাসা লুকায় ঘরে।
হৃদয় ভেজে স্মৃতির ছোঁয়ায়,
মন হারায় দূর আলোয়ায়।
রঙিন দিন ফুরায় শেষে,
নীরবতা নামে হৃদয়দেশে।
অনেক সুন্দর হয়েছে ভাই ♥️
রঙিন সেই দিনের স্মৃতি ভেসে,
মনটা আজও কেমন যে হেসে।
স্বপ্নগুলো মুছে যায় ধীরে,
অন্তর ভরে বিষাদের নীড়ে।
তবুও আশা জাগে মনে,
সূর্য উঠবে নতুন গগনে।
ভালোবাসা ফিরবে আবার,
জীবন গাবে নতুন সুরের বার।
রঙে রঙে ভরে জীবনের ক্যানভাস,
হাসির আড়ালে লুকায় কত আভাস।
স্বপ্ন ভাঙে, তবু আশা হারায় না,
দুঃখেও খুঁজে পাই সুখের আশা।
রঙিন স্বপ্ন রঙিন দুনিয়ায়
রঙ্গিন জীবনে শুধুই খেলা।
হাওয়ায় উড়ে মনের স্মৃতি
ভালোবাসা পুরাই অনেক ইতি।
রঙ্গিন মানুষ মিষ্টি হাসে
জীবনে থাকতে চাই সবাই সুখী।
জীবন যুদ্ধে কষ্ট পাই মানুষ।
কষ্টে মিলে যাই দুঃখের হাসি।
খুবই চমৎকার লিখেছেন আপনার কবিতার প্রত্যেকটি লাইন পড়ে অত্যন্ত ভালো লাগলো আমার কাছে।
রঙিন ভোরে সূর্য হাসে,
স্বপ্নগুলো ডানা বাঁধে।
মন চায় উড়ে যেতে দূর,
যেখানে নেই কষ্টের সুর।
ভালোবাসার রঙে ভেজা দিন,
তবু মিশে যায় নীরব বিন্দু বিন্দু চিন।
আশার আলো জ্বলে আবার,
জীবন শেখায়—হাসো বারবার।
রঙীন রঙে মিশে জীবন,
কখনো হাসি আবার কখনো বিরহের কষ্ট।
স্বপ্ন গুলো উড়ে নীল আকাশে
ফিরে আসে স্মৃতির ভেলায় ভাসে কেবল।
হাসির আড়ালে লুকিয়ে থাকে কষ্টের ঢেউ
তবু হৃদয় চায় প্রিয়টাকে খুঁজে নেবে।
রঙিন পৃথিবী তবু মনটা উড়ে
ভালোবাসাই একমাত্র রঙ হয় কষ্টের অমর।
Wow, @abb-fun, this "ছোট কবিতা" (short poem) initiative from Amar Bangla Blog is fantastic! I love how you're fostering creativity and providing a platform for users to express themselves poetically. The prompt poem by @tasonya is thought-provoking, and the $10 daily reward is a great incentive for participation.
The rules are clear and concise, making it easy for everyone to join in. I'm excited to see the creative responses this initiative will generate! রেস্টিমড!
Keep up the amazing work, and I look forward to reading the entries. Best of luck to all the participants!
রঙিন আলো, রঙিন ছায়া,
মনে পড়ে হারানো আশা।
প্রতিটি ক্ষণ যেন গল্প বলে,
স্মৃতির পাতায় চিত্র আঁকে বলে।
রঙিন চোখে স্বপ্ন ভাসে,
হৃদয়ে ভালোবাসার আশা জাগে।
মেলার আনন্দে মিলিয়ে যায় দুঃখ,
রঙিন জীবনে জেগে ওঠে সুখ।