এবিবি ফান প্রশ্ন- ৩৩০|সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত সালামি পেয়েছেন ঈদ এ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত সালামি পেয়েছেন ঈদ এ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সর্বোচ্চটা তো মনে নেই।তবে সর্বনিম্ম ২ টাকাও পেয়েছি ছোট বেলায়,হাহাহা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
গত বছর ঈদে এক বড় ভাই বলল বিকাশ নাম্বারটা দে। অনেক খুশি হয়ে নাম্বারটা দিয়ে দিলাম । সে আমাকে এক পয়সা ঈদ সালামি দিয়েছিল হাহাহা।🤩🤩 যেটা সর্বনিম্ন ছিল আমার ঈদ সালামি ইতিহাসে ।😐
শেষ পর্যন্ত এক পয়সা। ব্যাপারটা কিন্তু সত্যি হাস্যকর লাগছে। এর চেয়ে কম মনে হয় কারো নেই।
সেই ভাইয়া অনেক রসিক মানুষ । রসিকতা করে এক পয়সা দিয়েছিল হাহাহা।.
সর্বোচ্চ এক হাজার টাকা ঈদ বোনাস পেয়েছি।আর সর্ব নিম্নের হিসাব করলে বিশ্ব রেকর্ড হয়ে যাবে। বিকাশে সর্ব নিম্ন ০.০১ টাকা ও ঈদ বোনাস পেয়েছি হা হা হা।
এক ঈদে আমি সর্বনিম্ন পঁচিশ পয়সার একটি কয়েল সেলামি পেয়েছি। অন্য ঈদে সর্বনিম্ন এক টাকার একটি নোট সেলামি পেয়েছি। ঐ এক টাকা আমার নানা আমার আম্মাকে দিয়েছে। আমার আম্মা আমাকে সালামি দিয়েছে। আমিও ঐ এক টাকার নোট যত্ন করে রেখে দিয়েছি আমার পরবর্তী প্রজন্মকে সালামি দিবে বলে।
এক ঈদে আমি সর্বোচ্চ সেলামি পেয়েছি ২৮ হাজার টাকা। ঐ ২৮ হাজার টাকার মধ্যে একটি খামে ছিলো ২৫০০০ টাকা। ঐ ২৫০০০ টাকা আমাকে আমার এক আপনজন সালামি দিয়েছে।
ঈদ সালামি কি, এটা কি খায় নাকি মাথায় দেয়, সেটা তো বুঝি না এখন। কারণ বুঝলে তো সবাইকে ঈদ সালামি দিতে হবে😂। তবে হ্যাঁ ছোটবেলায় ঈদ সালামি কি সেটা ভালোভাবে বুঝতাম, কারণ তখন তো ঈদ সালামি পেতাম😂। তবে যতটুকু মনে পড়ে, ঈদ সালামি একজনের কাছ থেকে সর্বোচ্চ পেয়েছিলাম ৭০০❤️ টাকা এবং সর্বনিম্ন ১০🤣🤣 টাকা।
সর্বনিম্ন ২ পয়সা দিয়েছিল আমার এক বন্ধু কয়েক বছর আগে বিকাশে 😩। এবং সর্বোচ্চ যেটা পেয়েছিলাম সেটাও মনে আছে। কিন্তু ব্যাপার টা আলাদা। ঐ সময়ে আমার কাছে ১০০ টাকার মূল্য যতটা ছিল এখন ১০০০ পেলেও অতো খুশি হয় না। আমি যখন ছোট ছিলাম তখন যে ১০০ টাকা সালামি পেতাম ঐটাই আমার জীবনের সর্বোচ্চ সালামি।
দুই পয়সা দেওয়ার ব্যাপারটা কিন্তু বেশ অবাক লাগছে। তবে এটা ঠিক বলেছেন ভাইয়া আগেকার সময়ে ১০০ টাকার মূল্য অনেক ছিল। আর এখন ১০০০ টাকা পেলেও আমরা খুশি হতে পারি না।
সর্বোচ্চ আর নাই বা বললাম,কিন্তু সর্বনিম্ন এ বছর ঈদে আমার অঙ্কের খাতা এখনো অবধি 0 রয়েছে।তবে দুই এক দিনের মধ্যে 0 সংখ্যা উত্তীর্ণ হবে বলে আশা করা যায়---☺️☺️
সর্বোচ্চ ৩০০০ হাজার টাকা পেয়েছিলাম আর সর্বনিম্ন সালামী ছিল ৩০ টাকা, 🤭🤭🤭🤭🤭ছোটবেলায় দেখা হলেই সালাম দিতাম আমার সালামি চাইতাম 🤭
বর্তমানে ঈদ সালামি মানেই স্বপ্ন। 😥 বর্তমান ঈদগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বলে কোন সংখ্যাই নেই। এখন আসে ঈদ সালামি সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত দিলাম। যাইহোক এখানেই ইতিহাসের পরিসমাপ্তি।
আমার সালামি সর্বোচ্চ ২০০০ হাজার আর যদি সর্বোনিম্নটা বলতে হয় তাহলে তো 🫣🫣🫣
কি যে বলি,,,,,, ইয়ে মানে ০ টাকাও সালামি পেলাম। মানে সালাম করে হুদাই সালামির অপেক্ষায় ছিলাম আর কি।😅😅😅
ঈদের সর্বনিম্ন সালামি হিসেবে আমি ছোটবেলায় তিনটি হরিণ পেয়েছিলাম। ঈদের সর্বোচ্চ সালামি হিসেবে পেয়েছি তিন শূন্যের আগে এক সংখ্যার সমন্বয়ে গঠন করা এক হাজার টাকা। তবে সর্বনিম্ন সালামি তিনটি হরিণকে আজও খুব মিস করি।