এবিবি ফান প্রশ্ন- ৪৭৫ || কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

শীত ঋতুর সঙ্গে কিছু মানুষের শত্রুতা আছে তাই কিছু মানুষ শীত কালে গোসল করা বন্ধ করে দেয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

কারন শীতে তাদের লোম খাড়া দেয় সেইজন্য তারা শীত আসলে গোসল করা বন্ধ করে দেয়।এগুলো কুড়ে/অলস ছেলেরাই বেশি করে থাকে কারণ মেয়েরা সবসময় হট কফির মতোই থাকে।এইজন্য মেয়েরা রোজ স্নান করে,হি হি☺️☺️..

 last month 

কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??

যারা ভাবে শীতকালে গোসল করলে ত্বকের লাবণ্যতা কমে যায়, তারাই গোসল বন্ধ করে দেয়🤣🤣। আর এগুলো শুধুমাত্র মেয়েদের কাজ। কারণ তারা ত্বকের ব্যাপারে সদা সচেতন😂😂।

 last month 

আজকাল ছেলেরা বেশি পার্লারে যায় দেখি।যেগুলো স্যালুন আর জেন্টস পার্লার নামে পরিচিত।😁

 last month 

৫% ছেলেরা পার্লারে যায়, আর ৯৫% মেয়েরা যায়। সুতরাং ইউ হ্যাভ টু বুঝতে হবে 😂।

 last month 

ভাই মেয়েদের তো ভালোমতো ছেকে দিলেন 😆

 last month 

তবুও যদি গোসল করে ভাই। তাহলে আমরা অর্থাৎ ছেলেরা বেশ উপকৃত হবো আর কি🤣।

 last month 

ভাইয়া ছেলে মেয়ে উভয় আছে শীতকালে গোসল কম করে। আর কে বলেছে গোসল না করলে ত্বক ভালো থাকে।

 last month 

এটা একটা কথার কথা এবং এটা অনেকেই বলে। তবে মেয়েরা শীতকালে গোসল খুব কম করে। এটা একেবারেই বাস্তব।

 last month 

ভাই বর্তমানে যত ইউটিউবার সকলেই কিন্তু জেন্স পার্লার দিচ্ছে কেউই কিন্তু লেডিস পার্লার দিচ্ছে না। তার মানে ছেলেরা এখন পার্লারে বেশি যায়।

 last month 

লেডিস পার্লার তো আনাচে-কানাচে ভরা। তাই জেন্টস পার্লার দিয়ে ছেলেদেরকে আকৃষ্ট করার চেষ্টা আর কি।

 last month 

হাহাহা! একদম ঠিক বলেছেন ভাই 🤣🤣

 last month 

কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??

শীতে প্রতিদিন গোসল করা স্বাস্থ‍্যের জন্য ক্ষতিকর। ইউরোপ আমেরিকা কে খেয়াল করে দেখেন ওরাও শীতে প্রতিদিন গোসল করে না। এইজন্যই ওরা এতো উন্নত। এইজন্যই তো আমিও শীতে প্রতিদিন গোসল করি না। যাদের চিন্তা ভাবনা উচ্চমানের তারা কখনোই শীতে প্রতিদিন গোসল করে না।।

 last month 

হাহা একমত ভাইয়া আপনার সাথে ।আমি দেখেছি শীতের সময় সাতদিন গোসল না করলেও দেখা যায় ব্যাপক ঘুমানো যায়।কিন্তু যেদিন গোসল করা হয় ওইদিন শুরু হয় মাথা ব্যথা আর ঘুম তো আসে না ঠান্ডা মস্তিষ্কের জন্য।

 last month 

আপাতত তাহলে গোসল করা বন্ধ করে দেন খুব শীঘ্রই উন্নতি সাধন করতে পারবেন হা হা হা।

 last month 

এই প্রথম শুনলাম গোসল করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আজ থেকে গোসল কম করে উন্নতি করতে থাকেন ভাই।

 last month 

শীতে স্নান বন্ধ করে দিলে অনেক বেনিফিট দাদা।সাবান ক্রিম তেল শ্যাম্পু সব কিছুই বাঁচে সর্বপরি জল বাঁচে, জল গরম করার জ্বালানি বাঁচে। এছাড়াও অনেকটা সময় বাঁচে। একেই বেলা ছোট তাই সব মিলিয়ে শীতকালে স্নান না করাটা বাজেট ফ্রেন্ডলি জীবন ।

 last month 

যারা সিঙ্গেল আছে তারা যদি এই চিন্তা করে তাহলে তো আর কোনদিন মিঙ্গেল হতে পারবে না 😁

 last month 

মিঙ্গেল হওয়ার বিজ্ঞাপনে এই কথাগুলো লিখলে যদি দেখা যায় লাইন পড়ে গেছে তখন কি হবে?

 last month 

শীতের সময় মনের গোসল বড় গোসল।তাছাড়া অপচয়কারী শয়তানের বন্ধু।একজন মানুষের গোসল করতে অনেকটা পানি দরকার পড়ে।যারা গোসল করেন না তারা মিতব্যয়ী ,অপচয়কারী শয়তানের বন্ধু না।😁

 last month 

বুঝেছি আপনি বোধহয় গোসল করেন না হা হা হা।

 last month 

হাহাহা!! কি লজিক রে মাইরি! আপনি তাহলে সপ্তাহে সাতদিনই মিতব্যয়িতার পরিচয় দেন!!

 last month 

কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??

কারণ শীতের সময় গোসল করার মধ্যে তাদের সবার এলার্জি রয়েছে 🤣😁। পানির কাছে গেলেই চুলকানি শুরু হয়ে যায়। আর এই জন্য গোসল করে না😂🤣।

 last month 

বউ নেই যাদের তাদের শীতের সময় একা একা শুয়ে শীতের হাত থেকে রেহাই পায় নাহ। তাই গোসল করা বন্ধ করে দেয়। 😘

 last month 

নিজের অভিজ্ঞতা থেকে বলছো বন্ধু 🤪

 last month 

কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??

শীতে অনেক কাপড় পরে থাকতে হয়। তাই শরীর ময়লা কম হয় বলে গোসল করার প্রয়োজন পরে না।

 last month 

সব হলো পানি, সাবান, শ্যাম্পু এসব বাঁচানোর ধান্দা। হাজার হলেও খরচ তো কমে যাচ্ছে। গোসল না করলে আর কি হবে। 😂

 last month 

টাকা বেঁচে যায়। এটাই তাদের জন্য অনেক।

 last month 

হয়তোবা মানুষ মনে করে শীতকালে পানির মধ্যে বিছুটি পাতা কেউ চূর্ণ করে দেয়।