এবিবি ফান প্রশ্ন-২৩৬ || সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন?
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এখনো সংসার জগতে যাওয়া হয়নি তাই এই বিষয়ে কোন অভিজ্ঞতাই নেই......
অংশগ্রহণের নিয়মাবলীঃ
উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এটা উৎসাহমূলক বাণী হিসেবে প্রকাশিত হয়েছে। যদি আপনি এই প্রশংসাটা তাদের সম্মুখে না করেন তাহলে তো নুনের জায়গাতে মরিচ, আর মরিচের জায়গাতে নুন দিয়ে দিবে। আর সংসার তাল ঝাল করে নষ্ট করে ফেলবে। যার কারণে এটা বলে কোনভাবে সমাজতা রক্ষা করা আর কি।🤣🤣🤣
যাইহোক আমি যে এই কথা বলেছি, কাউকে আবার বলার দরকার নাই ভাই।🤣🤣🤣
নুনের জায়গায় মরিচ আর মরিচের জায়গায় নুন যাতে না পান সেজন্য বুঝি প্রশংসা করেন? আমরাও গোপন কথা জেনে গেছি ভাইয়া।
আপু সব জায়গার গোপন কথা জানালে তো সমস্যা 😆😀
🤣🤣
ভাইয়া আপনার সাথে সহমত পোষণ করলাম। তবে কাউকে বলবো না 😃😁 ।
🤣🤣❤❤
রমনীরা পার্লারে গিয়ে সেজেগুজে বিশ্ব সুন্দরী হয়ে আসে, আর হাসবেন্ডরা সাজগোজ দেখে ভীষণ খুশি হয়ে যায়। হাসবেন্ডরা মনে মনে ভাবে যে, বিশ্ব সুন্দরীর সাথে সংসার করছি😂। এটা ভেবেই তো হাসবেন্ডদের মনের মধ্যে প্রতিনিয়ত লাড্ডু ফুটে😂। এতে করে সংসারে শুধু শান্তি আর শান্তি বিদ্যমান থাকে। এজন্যই বলে সংসার সুখের হয় রমনীর গুণে🤣।
সব ক্রেডিট তাহলে পার্লারের। যদি পার্লার না থাকতো তাহলে হাজবেন্ডরা প্রশংসাও করত না আর দিনশেষে সংসারে শান্তিও থাকত না।
বর্তমানে এটাই তো হচ্ছে আপু 😂। ক্রেডিট রমনীর বুদ্ধির এবং পার্লারের। রমনী যদি হাসবেন্ডকে খুশি করানোর টেকনিক খুঁজে বের করতে না পারতো, তাহলে তো পার্লারে যেতো না 🤣।
রমনীদের কে বিশ্ব সুন্দরীর মনে না করা হলে বাসার মধ্যে তো সাইক্লোন সৃষ্টি হবে ভাই।
সেটাই ভাই মন থেকে হোক আর মুখে মুখে হোক,বিশ্ব সুন্দরী মানতেও হবে এবং বলতেও হবে 😂।
পুরুষ যদি হাল ছেড়ে দেয় তাহলে নারী চেষ্টা করলেই সংসার টা টিকিয়ে রাখতে পারে। কিন্তু একবার নারী যদি হাল ছেড়ে দেয় তাহলে পুরুষ শত চেষ্টা করেও আর সংসার টা টিকিয়ে রাখতে পারবে না। পুরুষ সারাদিন বাইরে থাকে কিন্তু সংসার টা গড়ে তোলেই তো নারী। এইজন্যই বলা হয় সংসার সুখে হয় রমনীর গুণে।
ভাইয়া আপনি নারীদের নিয়ে দারুণ লিখেছেন। আমি নিশ্চিত আপনার ভবিষ্যৎ সংসার অনেক সুখের হবে। 😍😍
হাহা ধন্যবাদ আপু।।
আরে ভাই মিথ্যেটা একটু জুড়েসুরে বলতে হয় না হলে তারা বিশ্বাস করবে না। আর আস্তে বললে তারা বেশী সন্দেহ করে হি হি হি।
আসলে কথাটি ছিলো,
কিন্তু বুদ্ধিমান গুণবাণ পতিরা তাদের লাইনটুকু বাদ দিয়ে শুধু প্রথম অংশ টুকুই ব্যবহার করে রমনীদের কিছুটা প্রশংশা করে, আর কায়দা করে সংসার সুখের ভার রমণীদের কাঁধে দিয়ে দেয়। বোকা রমনীরা তো প্রসংশা শুনেই খুশীতে গদগদ। আর ওদিকে পুরুষেরাও নিশ্চিন্ত!
ভাই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে....ওই যে বললে "রমণীর গুনে"। যদিও এখনকার রমনীদের গুনও নেই আর তাই সংসারে শান্তিও নেই। এখনকার রমনীদের গুন যেমন ঘুমন্ত, সব সংসারের শান্তিও ঘুমন্ত। কবে যে রমনীদের গুণের ঘুম ভাঙ্গবে আর সব সংসারের শান্তি ফিরে আসবে তাই ভাবছি!
কারণ সংসারের সব কাজ রমণীর ঘাড়ে এসে চাপে আর পুরুষরা বাইরের কাজ সামলায়।রমণীরা কিপ্টামি করে করে সংসার চালিয়েও নিজের হাত খরচের জন্য কিছু টাকা বাঁচিয়ে জমিয়ে রাখে তাই সংসার সুখের হয় রমনীর গুনে।
সংসার সুখী হয় রমনীর গুনে, এখানে সব মেয়েদেরকে বোঝানো হয়নি। যেসব মেয়েরা ভালো গুনের অধিকারী। অর্থাৎ যারা নিজের সংসারটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে এই সব রমণীকে বোঝানো হয়েছে।
রমণীরা হয়তো সুখের বাজার থেকে সুখ কিনে আনতে পারে তাই রমণীদের গুনেই সংসার সুখের হয়।
এই কথাটির যেমন প্রবাদ প্রবচন রয়েছে তেমনি সত্যটাও রয়েছে। কারণ নারী-পুরুষ দুজনে মিলে একটি সংসার গঠিত হয়। বিশেষ করে আমাদের সমাজে ছেলেরা বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। তাছাড়া নারীরাই ঘর সংসার সামলায়। বাচ্চাদেরকে সময় দেই এবং পারিবারিক অন্যান্য কাজের প্রতি নজর দেই। তো আমার মতে যে নারী যত সুন্দর গুণাবলীর অধিকারী হয় সেই নারী তত বেশি সংসারটিকে গুছিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে- একটা পুরুষ বাইরে সারাদিন কাজকর্ম করল। কিন্তু ঘরে ফিরে দেখল যে ঘরের কাজকর্ম রান্না বান্না কিংবা বাচ্চাদের দেখাশোনা ভালো মতো সামলানো হচ্ছে না। এতে করে কখনো মিলবন্ধন হবে না দুজনের মধ্যে। কারণ সেই নারী ঘরের কাজের পথে আকৃষ্ট নয়। কিংবা তার ব্যবহার এবং কাজকর্ম সুন্দর নয়। তাহলে সংসার থাকবে না কিংবা টিকবে না। সেই সংসারে কখনো সুখ আসবেনা। তাই কথাই বলে সংসার সুখী হয় রমনীর গুনে। অর্থাৎ রমনীদের দ্বারাই সব সম্ভব হয় একটি সংসার সুখী করার ক্ষেত্রে।