আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮৩
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
বন্ধুদের সাথে ট্যুরে যাওয়া নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দুই বন্ধু বাইকে করে ট্যুরে গিয়েছিলো। কিন্তু গন্তব্যে পৌঁছে রাস্তার অবস্থা খারাপ দেখে, তারা দুজনে বাইক রেখেই হাঁটতে শুরু করলো।
হঠাৎ কিছুটা দূরে কুকুরের ঘেউ ঘেউ শুনে ঘাবড়ে গেল এক বন্ধু। অন্য বন্ধু ভরসা দেবার জন্য বলল, ‘এত ভয় পাচ্ছিস কেন? প্রবাদ আছে না, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না।‘
প্রথম বন্ধু: প্রবাদটা তুই জানিস, আমিও জানি, কিন্তু কুকুরটা কি জানে?☺️☺️
0.00 SBD,
2.89 STEEM,
2.89 SP
বন্ধু: দোস্ত, ট্যুরে গেলে হোটেলে এক রুম-ই নিবো, বুঝলি?
আমি: কেনো?
বন্ধু: রাতে ভূত আসলে বলবো, আমরা অলরেডি ৫ জন থাকি, জায়গা নাই ভাই🤣🤣।
0.00 SBD,
2.88 STEEM,
2.88 SP
বল্টু আর পল্টু কক্সবাজার গেছে ঘুরতে-
বল্টু: সাগরের পানি এত নোনা কেন রে..?
পল্টু: সবাই সাগরে গোসল করতে এসে হিসু করে, সে জন্য, হা হা হা।😅🤣
0.00 SBD,
2.86 STEEM,
2.86 SP
অণুগল্প:
সোহেল এবং সেলিম সহ তাদের ভার্সিটি থেকে ট্যুরে গিয়েছে। এবারের ট্যুরে সোহেলের গার্লফ্রেন্ড নিহা ও ছিলো।নিহা ট্যুরে যাওয়ার একদিন পর তার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করতেছে যে তোর কোনো কিছুর প্রয়োজন হলে কে এনে দিচ্ছে? নিহা উত্তরে বলে আমার বয়ফ্রেন্ড !নিহার মা বলে ছেলেটার পিকচার দেতো দেখি 🤔। তারপরে নেহা তার বয়ফ্রেন্ড সোহেলকে বলে একটি পিকচার নেয়। সোহেল জিজ্ঞাসা করলে বলে তার মা দেখতে চেয়েছে। সোহেল বলে ঠিক আছে দাও। একটু পরে সোহেল নেহাকে জিজ্ঞাসা করে তোমার আম্মু আমার পিকচার দেখে কি বললো?
নিহা: আম্মু বলছে এই ছেলে তো কিছুদিন আগে আমাকেই প্রপোজ করেছিলো 🤭🤣 আবার বলছে আমাকে নাকি ঘুরতেও নিয়ে যাবে 🤣🤣🤣।
0.00 SBD,
2.85 STEEM,
2.85 SP
দুই বন্ধু ট্যুরে বাইর হলেন ঘুরতে। তবে দুই বন্ধু অনেক সাহসী ছিলেন। একজন একজনকে বলে আমার সাহস দেখলে তারিপ করতে হবে। আর যখন রাত্রেবেলা ঘুমাতে গেল হোস্টেলে। তখন তেলাপোকা দেখে এক বন্ধু লাফিয়ে অন্য বন্ধুর মাজার উপর এসে পড়ল। তখন দুই বন্ধুর সাহস কতটুকু আছে তার প্রমান হয়ে গেল।
0.00 SBD,
2.84 STEEM,
2.84 SP
বন্ধু: ট্যুরে গেলে কী নিই সঙ্গে?
আমি: ক্যামেরা, কাপড়, আর একটা মিথ্যা অজুহাত অফিসে বলার জন্য হাঁ হাঁ হাঁ 😁😄😁😁।
বন্ধু লালমিয়া: আমরা কোথায় ঘুরতে যাবো?
বন্ধু কালামিয়া: যেখানে গিয়ে মোবাইলে নেটওয়ার্ক না থাকবে।
বন্ধু লালমিয়া: মা ভাববে আমি হারিয়ে গেছি, আর অফিসের বস তোমাকে বরখাস্ত করবে😅😂।
বন্ধু লালমিয়া:-ট্যুরে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?
বন্ধু কালামিয়া:- কে আগে সেলফি তুলবে আর কার ফোনে সবচেয়ে ভালো ছবি আসবে এই নিয়ে যুদ্ধ😁😁।
ট্যুরে যাওয়া মানে কি?
বন্ধুদের সঙ্গে টাকা নিয়ে ঘুরত গিয়ে ফাঁকা পকেটে ফিরে আসা অন্যদের জামা পরে, অন্যের ছাতা নিয়ে, আর নিজের মোবাইল চার্জার হারিয়ে 😁😂😁😁।