এবিবি ফান প্রশ্ন- ৪৮৭ || শীতের অনেক সবজি থাকতে ও মুলো নিয়ে কেন এতো বেশি আলোচনা হয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতের অনেক সবজি থাকতে ও মুলো নিয়ে কেন এতো বেশি আলোচনা হয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কারণ মুলো থেকে আলাদা একটা সুগন্ধি বের হয় , হা হা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারন---
1.মুলো খেলে শরীরে আলাদা করে পারফিউম দেওয়ার প্রয়োজন হয় না।
2.এটা খেলে পেট পরিষ্কার করার আলাদা ঔষুধ লাগে না, মুলা-ই বড় ঔষুধ।
3.ধনী-গরিব সবারই পছন্দের দামের মধ্যে সীমাবদ্ধ থাকে মুলা সবজি।
4.শরীর গরম রাখতে শীতে আলাদা করে চা খাওয়ার প্রয়োজন হয় না, মুলার স্যুপ খেলে।
আরে ভাই মূলোর দাম তো কম। আর সহজ জিনিস নিয়েই তো মানুষ আলোচনা করতে বেশী ভালোবাসে। আবার অন্য দিকে মূল্যই একমাত্র সবজি যা কিনা মানুষ কে ঝুলিয়ে রাখে। ঐ যে কথায় বলে না তুমি কাজ দিলে দিবে না দিলে নাই এমন মূলো ঝুলাচ্ছো কেন? হি হি হি
হাফিজ ভাইয়ার বেশি প্রিয় তাই মুলো নিয়ে বেশি চর্চা হয়। তাছাড়া মুলো সাদা ফরসা বিদেশীদের মতো গায়ের রঙ। বাঙালিরা সাদা চামড়ার লোক নিয়ে মতামাতি বেশিই করে। আজ নয় বহু যুগ আগে থেকেই ।
মুলো থেকে স্পেশাল একটি সুগন্ধি বের হয় যা অন্য সবজি থেকে বের হয় না 😂। বাঙালি সস্তায় যখন কোন জিনিস পায় তখন একটু বেশি মাতামাতি করে 😃। যেমন কোন টাকা ছাড়াই মূল্য থেকে দারুন একটি পারফিউম পায় সে কারণেই মূলো এত বেশি সমালোচিত ভাই🤭🤭।।
মুলা দেখতে য সুন্দর । আর সুন্দর কিছুর প্রতি মানুষের আকর্ষন সব সময় বেশি। তাই মুলাকে নিয়ে আলোচনাও বেশি
একমাত্র কারণ ই হচ্ছে - " যারে দেখতে নারি, তার চলন বাঁকা"! মূলো হচ্ছে সবজির মধ্যে শুটকি মাছের মতো। যারা পছন্দ করে, ওই গন্ধের জন্যই করে, আবার যারা পছন্দ করে না সেই একই গন্ধের জন্যই পছন্দ করে না। কারোর অপছন্দ হলে এবং বিশেষত হজম না হলে সে খাবে না। তা না করে আলোচনা করলে তো আর মূলা বাবাজী তার নিজস্ব গন্ধ বয়কট করবে না! 🫢
মুলা হচ্ছে গরিবের পারফিউম। একের ভিতর দুই মুলা খেলে পারফিউম অটো বের হয়😁😄😃।
মুলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং ভালো ব্যান্ডের পারফিউম 💙। যার সুঘ্রাণে অনেকেই অজ্ঞান হয়ে যায় 😄😃। এই জন্য মুলা নিয়ে এতো বেশি আলোচনা হয়।
শীতে অনেক সবজি রয়েছে ঐ সবজি গুলো খেলে কেউ তা বুঝতে পারে না। তবে মুলা খেলে প্রকৃতির ডাক দিলে সবাই খুব সহজে বুঝতে পারে। যে জিনিস মানুষকে অস্বস্তিতে ফেলে তাকে নিয়ে সমালোচনা তো হবে। মুলা যারা খায় তাদের তো মুলার প্রতি একধরনের আগ্রহ থাকে। আর যারা মুলা খায় না তাদেরও মুলার প্রতি এক ধরনের আগ্রহ থাকে পারফিউমের জন্য😊🥹🥲।
শীতের সবজি তো অনেকই থাকে, কিন্তু মুলো যেন সবজির মধ্যে সেলিব্রিটি! টেবিলে একে না থাকলে খাবার অসম্পূর্ণ। পেটের পাঁজর ভাঙে, কিন্তু হাসি তো আর কমে না! মুলোর গন্ধের মাঝে এক অদ্ভুত জাদু আছে—যেটা না খেলে মনে হয় কিছু মিস করলাম!
মুলো দেখতে যেমন সাদা সুন্দর খেতে তেমন নয় ৷ একটু অন্যরকম ৷ তাই মুলোকে নিয়ে একটু আলোচনা বেশিই হয় ৷
আমরা মানুষ খুবই অদ্ভুত। কোন কিছু আমাদের ভালো না লাগলে বাহ আমাদের কাছে ঠিক মনে না হলে আমরা পেছনে লেগে যায়। তার সমালোচনা করতে শুরু করি। মূলার ব্যাপার টাও ঠিক তাই। বেচারা একেবারে অসহায় বলা যায়।।