এবিবি ফান প্রশ্ন- ৫৯২ || বিয়ের আগে প্রেম করা , মানে বিপদে পরা , এটা কি ঠিক?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বিয়ের আগে প্রেম করা , মানে বিপদে পরা , এটা কি ঠিক?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অবশ্যয় ঠিক, কারণ প্রেম এর অনেক মজা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বিয়ের আগে প্রেম করা মানে কুমির আসার জন্য খাল কাটার মত। আর যখন বিয়ে করে ফেললেন তখন আপনার জীবনের বারোটা বাজানোর জন্য সাজিয়ে গুছিয়ে কুমিরকে বরণ করে নিলেন,হা হা হা।😂😆
বিয়ের আগে প্রেম করা মানে বিপদের সামনের দিকে এগিয়ে যাওয়া। আবার অনেকে বিয়ের আগে প্রেম করে ভালো সময় কাটাতে চাই। কিন্তু ভালো সময় কাটাতে গিয়ে নিজের বিপদ ডেকে আনে এবং দেবদাস হয়ে যায়।
বিয়ের আগে প্রেম মজা। আর বিয়ের পরে সে প্রেম আর থাকে না! এজন্য বিয়ের আগে প্রেম করাই ভালো বলে মনে করি আমি 🙂
বিয়ের আগে প্রেম করা মানে পরীক্ষা না দিয়েই রেজাল্টের চিন্তা করা। না জানি পাস করব নাকি ফেল করব সেই চিন্তায় বিপদগ্রস্ত হওয়া।
আপনি তো দেখছি দারুন উদাহরণ দিয়েছেন। ঠিক বলেছেন বিয়ের আগে প্রেম অনেকটা পরীক্ষার রেজাল্টের মত।
বা বাহ সাব্বাস ভাই। সোজা সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য বিপদকে বরণ করার জন্য,শুভকামনা রইল 😂।
আসলে প্রেম মানেই বিপদ না, প্রেম মানে একটু রিস্ক, একটু থ্রিল, আর অনেকটা ড্রামা!
যারা বিয়ের আগে প্রেম করে, তারা হয় সিনেমার হিরো হয় না হয় গল্পের ভিকটিম!
তবে যাদের প্রেমে একচেটিয়া 'বুদ্ধি' থাকে, তারা প্রেমের জাহাজ ডুবায় না, বরং বিয়ের বন্দরে পৌঁছে দেয়!
অবশ্যই ঠিক,কারণ তাতে ছেলেদের ডবল পকেট ম্যানি খরচ হয়ে যায় আর মেয়েদের সময়গুলো।আর বিয়ের পর প্রেম করলে সংসারের টাকা সংসারেই থেকে যায়।।হি হি☺️☺️
বিপদের কথা ভেবে লাভ নেই ভাই, বিয়ের আগে প্রেম না করলে জীবনটাই বৃথা 🤣🤣।
Congratulations @abb-fun, your post was upvoted by @supportive.
বিয়ের আগেইতো প্রেম করতে হয়,বিয়ের পরতো শুধু ভবিষ্যতের চিন্তা। তখন প্রেম বলে আর কিছু থাকে না।
Wow, @abb-fun, this is such a fantastic initiative! I love the concept of "ABB-Fun" and how it encourages creative and humorous engagement within the community. The idea of posing thought-provoking questions and rewarding the most imaginative answers with $10 is brilliant! It's a fun way to spark creativity and get people thinking outside the box.
The first question "Is falling in love before marriage a disaster?" is perfectly quirky and relatable. I can already imagine the hilarious and witty responses it will generate.
This is exactly the kind of engaging content that makes Steemit special. I'm excited to see how this unfolds and encourage everyone to participate and share their most creative thoughts! Resteemed and upvoted! Best of luck with ABB-Fun!