এবিবি-ফান প্রশ্ন- ৯৩ || ভালোবাসার মানুষ যদি আপনাকে ছ্যাকা দিয়ে চলে যায়, তাহলে কি করণীয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসার মানুষ যদি আপনাকে ছ্যাকা দিয়ে চলে যায়, তাহলে কি করণীয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে হয় না ভালোবাসার মানুষ ছ্যাকা দিয়ে গেলে নিজের ব্যাকা হয়ে যাওয়াটা জরুরী, সে ক্ষেত্রে আপনার করণীয়, ছ্যাকা দিয়া যাওয়া মানুষটাকে ব্যাকা করে দেয়া।
আর কিভাবে ব্যাকা করতে হবে সেটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। 😅😅
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আগে দেখতে হবে ছ্যাকা কি দিয়ে দিল,খুন্তি দিয়ে নাকি বাঁশের কুঞ্চী দিয়ে।তারপর ঘা বুঝে মলম লাগাতে হবে।এরপর তার নামে মামলা দিতে হবে,ছ্যাকা দেয়ার অপরাধে।আর তারপর মনের খুশিতে নাচতে নাচতে অন্যত্র হানা দিতে হবে।🤭🤭
যে আমাকে ছ্যাকা দেবে
ভুলে যাব তাকে,
ফুটিয়ে তুলবো ভালো কাজে
নিজের যোগ্যতাকে।
প্রতিষ্ঠিত হলে আমি
আফসোস করবে সে,
ভালোবাসার মানুষটিকে
ভুলতে পারে কে??
নিজের মত নিজেকে
তৈরি করব আমি,
নিজেকে দিয়ে ফুটিয়ে তুলবো
প্রেম কত দামি।
♥♥
মুলোর জুস খেয়ে শক্তি বাড়াবো তারপর তাকে ভুলে আরেক জনের সাথে ভালোবাসা তৈরী করবো হি হি হি।
যখন আবার সে ফিরে আসবে তখন বলবেন সব দোষ মুলোর জুসের। আপনি তো কিছু করেননি।😜😜
ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেলে কি , মুলার জুস খেলে সোজা হওয়া যায় ?
আগে দেখতে হবে ছ্যাকাটা কি দিয়ে দিয়েছে ,তারপর আর চেয়ে বড় কিছু দিয়ে তাকেও ছ্যাকা দিতে হবে। কোথায় আছে না ইট মারলে পাটকেল খেতে হয় 😜😜.তারপর নতুন একটি তারচেয়ে সুদর্শন খুঁজে ,তার বাড়ির সামনেই ডেটিং করবো 🤣🤣.
কি সাংঘাতিক রে ভাই। এই কথা জানলে সুদর্শন কেন কুদর্শনও জুটবে না।😂
ভালোবাসার মানুষ আমায় ছেকা দিয়ে চলে গেলে তাকে খুঁজে আমিও খুন্তি বা চটা আগুনে গরম করে তাকে ছ্যাকা দিয়ে দিব। যাতে সে বুঝতে পারে ছ্যাকা খাওয়ার যন্ত্রণা কত বিষাদ ময়।
ভালোবাসার মানুষ যদি ছ্যাকা দিয়ে চলে যায় তাহলে ভালো থাকার মানুষ খুঁজতে হবে। কারণ আমি যদি ভালো থাকি তাহলে ছ্যাকা দেওয়া মানুষটি নিজে নিজেই ছ্যাকা খাবে। কথায় আছে না কারো ভালো কেউ সইতে পারে না।
😜😜
সুযোগ সন্ধানে থাকবো,ছ্যাকা দিয়ে চলে গেলে কি কষ্ট লাগে তাকে বোঝানোর জন্য ।যখন সময় হবে তাকে তা ফিরিয়ে দিবো।
এটা ভালো সিদ্ধান্ত কাজে লাগানো যেতে পারে
হা ভাই, তবে সে ও কষ্ট কি জিনিস তা বুঝতে পারবে।
ছন্দের তালে তালে খুবই সুন্দর ভাবে লিখেছেন ভাই।
যে প্রকৃত ভালোবাসে না সে ছ্যাকা দিয়ে চলে যাবে। তাই মনে করতে হবে সে আমাকে ভালোই বাসেনি তাহলে কিসের ছ্যাকা দিবে।তাই কোন আফসোস না করে চিল মুডে থাকবো। মনে করবো বিপদটা আর প্যারাটা দূর হয়েছে।
সে তো অনেক আগেই হয়েছে নতুন করে আর কি হবে। সে চলে গেল আর আমি এক বালতি কষ্ট পেলাম 😔 এখন আবার নতুন একজনকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতেছে 😀 ভাবছি সে যদি চলে যায় তাহলে বিয়ে করে একবারে পার্মানেন্ট করে নেব কাউকে 😆