আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৪৯
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
ভূত দেখা নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভূত দেখা নিয়ে অনুগল্প
রাত তখন ২ বাজে।আমার রুমের জানালা ভাঙ্গা ছিল।প্রচুর বাতাস আসছে বাহির থেকে আমার হঠাৎ ঘুম ভেঙ্গে গেল এবং আমি তাকিয়ে দেখলাম জানালা খোলা। তারপর জানালা দিয়ে আমার মশারি টানতেছে আর খিল খিল করে হাঁসতেছে এবং আমিও টানতেছি আর ভয়ে কানতেছি। দুজনে টানাটানি করে যখন কেউ পারলো না। যখন আমি কখন অজ্ঞান হয়ে ঘুমিয়েছিলাম 😅😅😅😅😅।সকলে দেখছি জানালাটা খোলাই আছে 🥹
রাত দুইটার সময় এরকম পরিস্থিতি হলে তো আমি শেষ হয়ে যেতাম। সত্যি ভাইয়া একেবারে ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল।
ওরে বাবা এতো অনেক ভয়ানক ঘটনা ভাই।
ভূত দেখা নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে কথা হচ্ছে-
গার্লফ্রেন্ড:- জানু, আমি কখনো ভূত দেখিনি। আমার ভূত দেখার খুব শখ।
বয়ফ্রেন্ড:-তুমি ইচ্ছা করলেই ভূত দেখতে পারো।
গার্লফ্রেন্ড:- কিভাবে দেখতে পারবো,একটু বলো না.....।
বয়ফ্রেন্ড:- তুমি শুধু মেকাআপ করে আয়নার সামনে দাড়াবা। তাহলেই দেখতে পারবা।
গার্লফ্রেন্ড:-কুত্তার বাচ্ছা,তোর সাথে প্রেকাপ,তোর পরিবারের সাথে ব্রেকাপ,তোর চৌদ্দগোষ্টির সাথে প্রেকাপ,হে হে হে। 😅😅😅
সব দোষ মেকাপের। গার্লফ্রেন্ড এর কোন দোষ নেই। দারুন বলেছেন ভাইয়া আপনার উত্তরটি বেশ ভালো লেগেছে। 😅😅
হায়রে ব্রেকআপ একবারে চৌদ্দগুষ্টির সাথে ব্রেকআপ। বেশ ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ।
ছেলে: বাবা ভূত কি সত্য সত্য আছে?
ছেলে যাতে ভয় না পায় সেজন্য বলল
বাবা:আরে না ওগুলো তো মানুষ মেকাপ করে তাই অমন দেখতে হয়।
ছেলে:মায়ের মত তাইনা?
বাবা: একদম।বুকে আয় বাবা।
🤣🤣🤣
বেচারা বাবা! ছেলের থেকে মা সব শোনার পরে সেই বাবার না জানি কী অবস্থা... 🤣🤣
বাবা আপাতর রেস্টুরেন্টে খাচ্ছে আর সোফায় ঘুমাচ্ছে
হাহাহা বাহ্ দাদা দারুন হয়েছে। আসলে বর্তমানের কালের ভূত এমনই হয়।
এক সেলুনের চারদিকেই লাগানো শুধু ভূতের ছবি।তা দেখে সুমন ভাইয়া জিজ্ঞেস করল : দাদা, আপনার দোকানে এত ভূতের ছবি কেন লাগিয়েছেন?
নাপিত: ভয় পেয়ে চুল খাড়া হলে কাটতে সুবিধা হয় তো তাই।😅😅
হাহাহা বেশ দারুন উওর তো। 🤓
🤣🤣
নাপিত কিন্তু বেশ ভালো বুদ্ধি করেছে আপু। একদিকে চুল কাটতে সুবিধা হবে অন্যদিকে ভয় পেয়ে যাবে। 😅😅
হি হি ☺️☺️.
বাহ্ , অসাধারণ টেকনিক 🤣
💇♂️💇♂️
কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বল্টু। ভয়ে তার বুক ঢিপঢিপ করছে। এমন সময় দেখে, তার পাশে আরও একজন লোক হাঁটছে। বল্টু স্বস্তির নিশ্বাস ফেলে বলল-
বল্টু : ওহ, ভাই, আপনাকে দেখে কিছুটা সাহস পেলাম। কী যে ভয় করছিল।
লোকটা : কেন? ভয় কিসের?
বল্টু : কিসের আবার? ভূতের! শুনেছি, এখানে খুব ভূতের উপদ্রব!
লোকটা : আরে, নাহ! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি। কই, একটাকেও তো দেখলাম না!
বল্টু এবার শেষ 😂
এক কবরের পাশে ভূতের ভয়কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বল্টু। ভয়ে তার বুক ঢিপঢিপ করছে। এমন সময় দেখে, তার পাশে আরও একজন লোক হাঁটছে। বল্টু স্বস্তির নিশ্বাস ফেলে বলল-
বল্টু : ওহ, ভাই, আপনাকে দেখে কিছুটা সাহস পেলাম। কী যে ভয় করছিল।
লোকটা : কেন? ভয় কিসের?
বল্টু : কিসের আবার? ভূতের! শুনেছি, এখানে খুব ভূতের উপদ্রব!
লোকটা : আরে, নাহ! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি। কই, একটাকেও তো দেখলাম না!
দুই বন্ধু দুপুরে ছাদে বসে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছে, এমন সময় হঠাৎ ভূতের আগমন। তখন এক বন্ধু বলল দেখ দেখ তোর পিছনে এটা কে!
ভূত: আরে আমি আমি, তোরা কি খাচ্ছিস আমাকে একটু দে না, অনেকদিন রক্ত খাই না।
বন্ধু: আমরা আইসক্রিম খাচ্ছি।(কাঁপতে কাঁপতে)
ভূত: বাঙালি পারেই শুধু বাঁশ দিতে, বরফের পিছনে বাঁশ দিয়ে বলছে এটা নাকি আইসক্রিম।
বাহ্ আপু বেশ দারুন লাগলো পড়ে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
এইটা বেশ ভালো লাগলো আপু!
ভুতও নিশ্চয়ই বাঙালি ছিলো। তাই নিয়ম এর পরোয়া না করে, দিন দুপুরেও ভয় ডর ছাড়াই চলাচল করে।
ঘুম থেকে উঠে স্ত্রী স্বামীকে বললো ওগো শুনছো আজকে না আমি স্বপ্নে ভূত দেখেছি। তখন স্বামী বেচারা বলে উঠলো আহারে তোমার বান্ধবীরা ঠিকই তোমাকে খুঁজে নিয়েছে। আমার ঘাড় মটকানোর জন্য হয়তো কোন এক সময় তোমাকে ছেড়ে গিয়েছিল।😅😅
বিয়ের পর শ্বশুড়বাড়িতে এসেই প্রথম দিন থেকেই পূর্ণার ঘটনাক্রমে বন্ধুত্ব হয়ে যায় এক বাচ্চা ভুতের সাথে! অনেকটা ভাই-বোনের মতোন সম্পর্ক। পূর্ণার যা কিছু খারাপ লাগে, বললেই সেই বাচ্চাভুত সেগুলো সব পরিবর্তন করে দেয়। তো একদিন কথায় কথায় পূর্ণা সেই বাচ্চা ভুতকে বলছে, - আমার স্বামীর সবকিছুই ঠিক আছে , শুধু 'অতিরিক্ত রাগ' এর স্বভাবটা কি পরিবর্তন করা যায় না?
এই শুনে বাচ্চা ভুতটা বলে, - "না গো দিদি, আমাদের ভুতেদের সমাজে এই নিয়ম নেই। আমরা এক ভুত আরেক ভুতের কোন স্বভাব পরিবর্তন করতে পারি না। " 🤣🤣