এবিবি ফান প্রশ্ন- ৫১৬ || ভালোবাসার সব চেয়ে সুন্দর দিক কোনটি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসার সব চেয়ে সুন্দর দিক কোনটি??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে ধৈর্য , অপেক্ষা, কারণ ভালোবাসতে সবাই পারলেও ধৈর্য ও অপেক্ষা করতে অনেকেই পারে না ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার মনে হয় ভালোবাসার সুন্দর দিক পার্টনারকে ক্ষমা করার মানসিকতা। সম্পর্কে টুকটাক সমস্যা মানিয়ে নিয়ে একসাথে থাকাতেই ভালোবাসার স্বার্থকতা।
ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে বিশ্বাস। কারণ একে অপরের প্রতি বিশ্বাস থাকলে,সেই সম্পর্ক কখনোই নষ্ট হয় না।
ভালোবাসার সব চেয়ে সুন্দর দিকটি হচ্ছে সম্মান ও মর্যাদা রক্ষা করা।কারন ভালোবাসতে সবাই পারলেও সম্মান ও মর্যাদা রক্ষা করতে অনেকেই পারে না ।
ভালোবাসার সব থেকে সুন্দর দিক হল একে অন্যের ওপর কিছু না চাপিয়ে বাঁচতে দেওয়া। দুজন দুজনের পছন্দ অপছন্দকে সম্মান করা।
ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে
সুন্দর একটি মন এবং একজন আরেকজনকে বোঝার ক্ষমতা ও সেক্রিফাইস করা।
হুম কথা খুব খাঁটি।
ভালোবাসাকে অপুর্ণ রাখা। কারন পূর্ণতা পেলেই অবহেলা শুরু হয়।💔
ভালোবাসার সুন্দর দিক হচ্ছে বিশ্বাস এবং ধৈর্য। কারণ ভালবাসার মধ্যে বিশ্বাস না থাকলে ভালোবাসা সুন্দর হয় না। আর ধৈর্য না থাকলে ভালোবাসা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না।
ভালোবাসার সুন্দর দিক হচ্ছে ছ্যাঁকা খাওয়া। ছ্যাঁকা না খেলে ভালবাসার মূল্য বোঝা যায় না। আর একবার ছ্যাঁকা খেলেই তখন ভালোবাসার সুন্দর সুন্দর দিক গুলো বেরিয়ে আসে তখন সেগুলো উপলব্ধি করতেও ভালো লাগে।
ভালোবাসার সুন্দর দিক হলো স্যাক্রিফাইস করা।তাহলে ভালোবাসা টিকে থাকে আজীবন।
ভালোবাসার সব থেকে সুন্দর দিক হলো, একে অপরকে ভালোবাসা। অর্থাৎ , আমি যাকে ভালোবাসবো সেও আমাকে ভালবাসবে। দুজন দুজনকে ভালবাসলে এমনিতেই সম্মান, শ্রদ্ধা দুজনের দিক থেকেই সমানভাবে আসে। দুজনেই স্যাক্রিফাইস আর ধৈর্য ধরতে শিখে যায়।