আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
চারিদিকে আজ শুধু হাহাকার
বিপন্ন আজ বিশ্ব মানবতা
দুর্বলের পক্ষে আজ কেউ নেই
সবাই আজ শোষকের ভয়ে কম্পিত
প্রয়োজন এক এমন বিশ্ব নেতার
যার হুঙ্কারে জালিমেরা হবে ছারখার
লেখক
লেখক এর অনুভূতি:
বর্তমান বিশ্বে শক্তিশালী শাসক দলের অত্যাচারে দুর্বলেরা আজ বিপন্ন প্রায়। এই কবিতার মাধ্যমে এমন এক নেতার আগমনের প্রতীক্ষার কথা বলা হয়েছে। যার নেতৃত্বে এই বিশ্বে আবার সুখ শান্তি ফিরে আসবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হাহাকারের লেলিহান অগ্নিশিখায়
পুড়ছে চারিদিক জনগণের হৃদয়,
মানবতা আজ বিপদগ্রস্ত
দুর্বলের হৃদয়জোড়া হয়েছে শঙ্কিত।
ক্ষমতাসীন মানুষের বন্দিজালে আটকে
আশায় বুক বেঁধে দুর্বলেরা পরিত্রাণে,
আবশ্যক মানবতার জয়গানের নেতা
যার উদ্দেশ্য শুধুই দুষ্টের সঙ্গে বৈরিতা।।
বাহ্ দিদি আপনার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বেশ চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদি।
অনুপ্রেরণা পেলাম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দাদা।
চারিদিকে চলছে দেখি শুধুই হাহাকার
লোপ পাচ্ছে মনুষত্ব, বিপন্ন মানবতার
দুর্বল কে মারছে সবল দেখার কেহ নাই
ন্যায্য বিচার করার জন্য বিশ্ব নেতা চাই।
জালিমের হুংকার কে দমন করবে যিনি
সত্য ন্যায়ের আলোর পথের নেতা হবেন তিনি।
সেই নেতাকে এই সময়ে খুবই প্রয়োজন
গড়ে উঠুক মানবতার সুদৃঢ় বন্ধন।♥♥
আসলে আন্টি মানবতা আজ নেই বললেই চলে। চারিদিকে শুধু হাহাকার হাহাকার আর হাহাকার। অনেক সুন্দর হয়েছে আপনার অনু কবিতাটি অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জন্য নিজেকে ধন্য মনে করছি। আর সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।♥♥
হতে পারো তোমরা ক্ষমতাশালী।
তাই দুর্বলের উপর করছো কত শত রাহাজানি।
জেনে রেখো একদিন আসবে সেই জন।
যে জন করিবে অন্যায়ের বিরুদ্ধে গর্জন।
মুছে যাবে তোমাদের সব অহংকার।
কান্নায় ভেঙে পড়বে তোমাদের স্বর।
পালিয় পার পাবে না একজন।
যেই দিন আসবে তোমাদের বিরুদ্ধে লড়তে সেই জন।
হবে সে এক আদর্শ বিশ্ব নেতা।
অন্যায়কে দিবে না ছাড় ধরবে সত্যের হাত।
অণু কবিতা বেশ ভালোই লিখেছে ভাই।
ধন্যবাদ ভাই।
অত্যাচারীর অত্যাচারে কম্পিত মহাবিশ্ব,
শাসক করছে শাসন, গরীবের রক্ত শোষণ।
প্রয়োজন এক সত্য নেতার, মিথ্যুক পাবে ভয়,
মিথ্যাকে করবে গ্রাস, সত্য পাবে জয়।
অনেক সুন্দর লিখেছেন ভাই লেখাটি।
হ্যাঁ দাদা একটু চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমার অনু কবিতাটি পড়ার জন্য।
বাহ্! আপনি তো দেখছি অসাধারণ একটি অণু কবিতা লিখেছেন ভাই।
আবার অনু কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম দিদি অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য।
দুর্বলেরা ভয়ে মরে,
সবলেরা তাদের মারে।
নির্যাতিত, নিপীড়িত
হচ্ছে যারা দিনে দিনে,
বলছে তারা" বদল হোক",
"বদল হোক"শাসক নেতা।
অত্যাচারী শাসক নেতার,
হোক না পতন এবার।
আসুক জনদরদী রাজা,
সুখে থাকুক সকল প্রজা ।
দারুন হয়েছে অণু কবিতা আপু।
অণু কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ,ধন্যবাদ।
দিদি আপনার অনু কবিতাটি পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম। অনেক চমৎকার করে ছন্দে ছন্দে কবিতাটি লিখে ফেলেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
অণু কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
মানবতা আজ কোথায়?
মানবতার পক্ষে দাঁড়ানোর লোক নাই,
দুর্বল এর উপর সবলের অত্যাচার,
এই দুনিয়ার হাল ভাই।
এমন কেউ আসবে কি!
বিশ্ব নেতা হয়ে,
মানবতা প্রতিষ্ঠা করবে
জগত সংসারের কথা ভেবে।
অনেক সুন্দর লিখেছেন তো ভাই, অণু কবিতাটা।
মানবতা, মানবিক মানুষেরা কই?
খুজে দেখো আমরা কেউ মানবিক মানুষ নই।
মানুষের ঘরে জন্ম, তাই আমরা মানুষ হই।
মানবতাহীন কেউ প্রকৃত মানুষ নই।
মানবতা ছাড়া মানুষের, কনো দাম নেই।
মানবতার মাঝে মুক্তি সব মানুষেরেই।
মানবিক মানুষ এখন খুজে পাওয়া দায়।
মানবতা হারিয়ে গেলে করবে হায় হায়।
আমি মানুষ আমার মাঝে মানবতা চাই।
মানবতা ছাড়া আমি মানুষ নই ভাই।
মানবিক মানুষের আছে অনেক মুল্য।
মানবতাহীন মানুষের মান একেবারেই শুন্য।
মানবতার রাষ্ট্র মোরা গড়বো যে কবে,
সব মানুষ ভাই ভাই এই,স্লোগান কে দিবে?
সবার উপরে মানুষ, সবাই একাকার হয়ে,
ভেদা ভেদ ভুলে মানবতাকে এগিয়ে নিবে যাবে।
মানবতার জয়োগান কবে,
থাকবে সবার মুখে।
সবার পাশে থাকবে সবাই সুখে ও দুঃখে।
ভেদা ভেদ ভুলে সবাই, এক অন্নকে নিবে বুকে।
খুব ভালো ছিল ভাইয়া আপনার লেখাগুলো 🔥☘️
বাহ্ ভাই বেশ সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। আপনার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
সত্যি ভাইয়া বেশ দুর্দান্ত হইছে অণু কবিতা। সবাই ভেদা ভেদ ভুলে গিয়ে মানবতার জয় গান গাইতে হবে।
সত্যের হবে জয়, শোষকেরা ঘোষনা করবে পরাজয়,
হবে সুন্দর আগামী, এই আশা আমি।
কতোশত মানুষ আজ অসহায়,
মশাল হাতে জ্বালিয়ে দাঁড়াবে কেউ তাদের পাশে।
জয় হবে মানবতার
জয় পরাজয় কাকে বলে
নেই তো মানবের জানা ,
নিরপেক্ষ কথা বললে
জীবনে খায় ধরা।
কাকে বলবে কোথায় যাবে
এই সমাজের মানুষ,
মানবতা হারিয়ে গেছে
হচ্ছে সবাই বেহুশ।
জীবন যুদ্ধে নামতে গেল ও
হাজার রকম চিন্তা,
যদি পেত আগের মত সেই মজার দিনটা
মানুষ মানুষের জন্য,
হচ্ছিল সব ভাবনা।
চলুন সব ছেড়ে
সবাই একত্রে আসে ফিরে ।
বিশ্ব মাঝে চলছে সত্যিই হা হুতাশ
মানব কল্যাণ নেই, সবাই করে শুধু খ্যাতির আঁশ
নেই অসহায়দের কেউ আপনজন
ক্ষমতাশালীদের কাছে সবাই শক্তিহীন।
সব অত্যাচার দুর করার জন্য
আবশ্যকীয় চেঙ্গিসের মতো নেতা।
যার হৃদয় কন্ঠিত ধ্বনিতে পালাবে সব পাপাত্না