এবিবি ফান প্রশ্ন- ৩৯৩|বর্ষাকালে ব্যাঙ বেশি ডাকে কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বর্ষাকালে ব্যাঙ বেশি ডাকে কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদের কাছে মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বর্ষাকালে বৃষ্টি হয় তো৷ তাতে সংগীতের মত ঝমঝম করে আওয়াজ হয়৷ তাই ব্যাঙেরা সারাক্ষণ ডেকে তার সাথে আবহ সংগীত দেয়৷ যাতে কনসার্ট জমে যায়। হা হা হা।
কারণ বর্ষাকালে ব্যাঙ বিয়ে করে।আর বিয়ের উৎসবে অনেক জনকে ব্যাঙ দাওয়াত দেয়, অতিথিরা হই-হুল্লোড় করে অনেক আনন্দ করে।তাই বর্ষাকালে ব্যাঙ বেশি ডাকে।।☺️☺️
আমরা যেটাকে ব্যাঙের ডাক মনে করি, সেটা হচ্ছে ব্যাঙের গান। বর্ষাকালে চারিদিকে পানি থৈথৈ করে বলে সব ব্যাঙের মনটা আনন্দে ভরে উঠে। তাইতো বর্ষাকালে ব্যাঙেরা সারাক্ষণ গান গাইতে থাকে 😂😂। আমিও মাঝেমধ্যে ব্যাঙের গানের সুরে সুরে তাল মেলানোর চেষ্টা করি🤣🤣।
গ্রামে থাকার কারণে এমন জিনিস শোনার এবং দেখার খুব ভালোভাবে সুযোগ পাই।
বর্ষার সময় ব্যাঙের মাথায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাঙ ডাকতে থাকে এবং বলতে থাকে বজ্রপাত চাটুকার মানুষের মাথায় গিয়ে পড়।
বর্ষাকাল হলো ব্যাঙের প্রেম ভালোবাসা আর বিয়ের সিজন। এই জন্য বর্ষাকালে ব্যাঙ বেশি বেশি ডাকাডাকি করে তাদের গার্জিয়ানকে বলে আমাকে একটা বউ এনে দেও,হা হা হা। 😛😛
বর্ষাকালে ব্যাঙ বেশি ডাকে কারণ এটি তাদের প্রজনন মৌসুম। বর্ষার পানি জমে যখন জলাভূমি তৈরি হয়, তখন ব্যাঙের প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। ব্যাঙেরা এই সময়ে সঙ্গী খুঁজে বের করতে এবং তাদের উপস্থিতি জানাতে ডাকে। বিশেষ করে পুরুষ ব্যাঙেরা ডাকে যাতে তারা স্ত্রী ব্যাঙেদের আকর্ষণ করতে পারে। এছাড়াও, বর্ষার সময় পরিবেশ ঠাণ্ডা এবং স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে ব্যাঙেরা বেশি সক্রিয় থাকে।
বর্ষাকালেই নাকি ব্যাংঙের বিয়ে হয়। আর এই বিয়ের আনন্দে সবাই ডাকাডাকি করে।
তা হয়তোবা হতে পারে ভাইয়া দাওয়াত দেয় না তো তাই জানতে পারিনি।
👌👌👌
বর্ষাকালে চারিদিকে পানি বেশি থাকে এজন্য ব্যাঙ আনন্দে বেশি নাচে ও বেশি ডাকে।
এমনই এক বর্ষাকালে ব্যাঙ নিজের প্রেমিকাকে হারিয়ে ফেলেছিল🤣। এই দুঃখ বেদনা সব সময় একটু ভুলে থাকলেও, বর্ষাকাল আসলে তার মনে পড়ে যায়। আর বর্ষাকালের সময় তারা নিজের প্রেমিকাকে ডাকাডাকি করে। তারা মনে করে বর্ষাকালে যেহেতু ছেড়ে চলে গিয়েছে, হয়তো বর্ষাকালে ফিরে আসতেও পারে😂🤣।