এবিবি-ফান প্রশ্ন ১৪৯|| চোখের পানির রং হয়না কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
চোখের পানির রং হয়না কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে হয়,চোখের পানির কোনো রং হলে মানুষ তা নিয়েও ব্যবসা শুরু করতো।তাই সৃষ্টিকর্তা বুদ্ধি করে রং ছাড়াই বানিয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
চোখের পানির যদি রং থাকতো তাহলে আমার বাংলা ব্লগে অনেকেই আর্ট করেন তারা কষ্ট করে আর পোস্টার কালার ওয়াটার কালার কিনতো না। সেই চোখের পানি দিয়েই আর্ট করে ফেলতো।সেটা যাতে না ঘটে তাই চোখের পানির রং হয় না।🤣😂🤣
চোখের পানির রঙ হলে বিভিন্ন রকম রঙের ব্যবসায়ীদের কি হতো,তারা তো না খেয়ে মরবে।তাই নির্দিষ্ট ভাবে চোখের পানির রঙ না হলে বিবর্ণ রঙ হয়।🤭
চোখের পানির কোন রং হলে আমরা কোল্ড ড্রিংকস মনে করে খেয়ে নিতাম। আর এটা সৃষ্টিকর্তা আগে থেকেই জানতেন। তাই চোখের পানির কোন রং নেই। 🤣🤣🤣
মেয়েরা বিভিন্ন রং বেশি পছন্দ করে, আর চোখের পানি যদি রং হতো তাহলে মেয়েরা এমনিতেই যে পরিমাণ কান্না করে,তখন আরো বেশি কান্না করতো। কারণ বিভিন্ন রঙের পানি বের হতো আর এটা নিয়েই তারা আনন্দে আর কান্না বেশি করত।
যাতে কান্নার ফলে চোখের জলের রং দিয়ে মেয়েদের কষ্ট করে করা মেকাপ নষ্ট না হয় সেজন্য। চিন্তা করুন আপনার বিয়েতে হাজার টাকা দিয়ে করা ব্রাইডাল মেকাপ নষ্ট হবার ভয়ে কান্না করতে পারছেন না,আবার কান্না না করলে মানুষ খারাপ ভাববে। এমন উভয় সংকট থেকে বাচাতেই চোখের জলের কোন রং হয়না।
কারণ চোখের পানিতে রং থাকলে প্রেমিক প্রেমিকা কোনজনের জন্য কান্নাকাটি করে তা রং দেখেই মানুষ বুঝে ফেলতো এবং সহজেই ধরা খেত।তাই চোখের পানির রং হয়না।
মনে রং লাগলে তো আর কেউ কাঁদে না। তাই চোখের পানির রং হয় না। আর যদি চোখের পানিতে রং বের হতো তাহলে রং সংগ্রহের জন্য সবাই বালতি নিয়ে কাঁদতে বসতো। 😅😅
কষ্টের পরিমাণ এবং কারণ যেন কেউ না বুঝতে পারে সে জন্যই চোখের পানির কোন রং হয় না।
ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করতো,আর সেটা মানুষ বুঝে ফেলবে বলেই চোখের পানির রং হয়নি।