এবিবি ফান প্রশ্ন- ৬০১ || জীবনে প্রথম কাকে বলেছিলেন ভালোবাসি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জীবনে প্রথম কাকে বলেছিলেন ভালোবাসি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
একজন মেয়েকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রথম বলেছিলাম ভালোবাসি স্কুল জীবনের একজন মেয়েকে। তিনি এমন একজন, যার প্রতি আমার ভালোবাসার অনুভূতি এতটাই গভীর ছিল যে, সেটিকে শব্দে প্রকাশ করতেই বলেছিলাম ভালোবাসি। তাছাড়া আমার বন্ধুর বোন ছিল। কিন্তু সে পাখিটি একদিন চলে গেল 😭😭।
0.00 SBD,
3.08 STEEM,
3.08 SP
বাহ আপনার তো দেখছি ভাই স্কুল জীবন থেকে হৃদয়ের মাঝে ভালোবাসা জমা ছিলো।
অনার্সে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ভালোবাসা শব্দটা শুনতে লজ্জা পাইতাম,বলতেও লজ্জা পাইতাম। এরপর বুঝলাম ভালোবাসা খারাপ না, ভালোই, এরপর থেকে নিজেকেই বলা শুরু করলাম আমি আমাকে ভালোবাসি। জীবনের প্রথম আমি আমাকেই বলছি তাহলে।
0.00 SBD,
3.07 STEEM,
3.07 SP
যেই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, সে অন্যকে ভালোবাসতে পারে এইটাই প্রকৃতির বাস্তবতা।
হ্যাঁ, সবাই ভাবে কোনো মানুষকে বলেছিলাম .কিন্তু না! আমি বলেছিলাম ফুসকা কে। 🤭❤️একদিন হঠাৎ বিকেলে রাস্তার মোড়ে দাড়িয়ে,মুখে প্রথম ফুসকা উঠতেই হৃদয়ে ঝড় বয়ে গেল!টক ঝাল মিষ্টি পানি মুখে যেতেই মনে হল,“এই তো… এটাই সেই অনুভূতি, যাকে বলে ভালোবাসা!” 😍আমি ফুসকা দিকে তাকিয়ে বলেছিলাম "ফুসকা, আমি তোমাকে ভালোবাসি!" 😘চারপাশের মানুষ হাসছিল।তারপর থেকে যতবার মন খারাপ হয়,আমি ফুসকা’র কাছেই ফিরে যাই।🙂
0.00 SBD,
3.06 STEEM,
3.06 SP
আমার মনে হয় আপনি একদম সত্য কথা বলেছেন আপু। ফুসকার ভালোবাসা 💓🩵।
জীবন প্রথম ভালোবাসি বলেছিলাম উপরওয়ালাকে।যিনি আমাদের বেঁচে থাকার জন্যে মূল্যবান অক্সিজেন ফ্রিতেই দিচ্ছেন সেই সাথে আরো কত কত নিয়ামত ফ্রিতেই দিচ্ছেন।
0.00 SBD,
3.05 STEEM,
3.05 SP
আপনার হৃদয়ের অনুভূতি সত্যিই দারুণ ভাই।
জীবনের প্রথম আমিও একজন মেয়েকে এই কথা বলেছি, তবে কাকে বলেছি তার নাম এখন প্রকাশ করলে কমপক্ষে সাতদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে,হে হে হে।😅
0.00 SBD,
3.04 STEEM,
3.04 SP
থাক ভাই হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই।
জীবনে প্রথম ভালোবাসি বলেছিলাম আমার মোবাইলকে। কারণ মোবাইল ছাড়া আমি এক মিনিটও বাঁচতে পারতাম না 🤣🤣।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
বুঝতে পারছি আপনি একজন মোবাইল প্রেমিক মানুষ ভাই।
জীবনে প্রথম আর শেষ কাউকেই বলা হয়নি ভালোবাসি,মনের গভীরেই বন্দি আছে লজ্জায়।☺️☺️
আপনি বলেন নাই তো কি হইছে আপু, আপনাকে তো অনেকেই বলছে হা হা হা 😁😁😁
হুম, ব্যাপারটা এমন ভাইয়া--যাকে চাই না তাকে পাই,যাকে চাই তাকে পাই না।এটাই তো ভালোবাসার গভীরতা 😊😊
জীবনে প্রথমে এক টিয়া পাখিকে ভালোবাসি বলেছিলাম💓🩵💙💙💞।
টিয়া পাখিকে ভালোবেসে মা-বাবা থেকে টাকা নিয়ে তাকে কলা পাউরুটিসহ অনেক কিছু খেতে দিয়েছি। পাখির সাথে চোখের ইশারায় কথা হতো। তার সাথে ভালোবাসার হৃদয়ের গভীর সম্পর্ক গড়ে তুললাম। কিন্তু হঠাৎ একদিন পাখি ভালোবাসার সম্পর্ক ভুলে খাঁচা থেকে উড়ায় দিয়ে চলে গেলো। ভালোবাসার পাখি হারিয়ে হৃদয় ভেঙে পড়লো। তখন থেকে বুঝলাম ভালোবাসলে কষ্ট পেতে হয়। সম্পর্ক দূর থেকেই সুন্দর। কোন সম্পর্কই হৃদয়ের গভীর থেকে ভালোবাসতে নেই। কারণ ভালোবাসার অপর নাম কষ্ট আর দুঃখ 💔💘💔💔।
জীবনে যাকে প্রথম ভালোবাসি কথাটি বলেছি নিঃসন্দেহে একজন প্রিয় মানুষ ছিল। আর ওই সময় স্মৃতিতে এখনো মনে পড়ে। তার কথা কবিতার মত গেঁথে রইলো মনে। সত্যি বলতে এখনো যদি মাঝেমধ্যে তার সাথে দেখা হয় আবেগটা এখনো দেখা যায় মনে।
কাকে প্রথম বলেছিলাম মনে নেই। তবে প্রশ্ন দেখে মনে করার চেস্টা করার পর মনে হলো নেজেকেই বলেছিলাম।