আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বন্ধুত্বের হাসিতে, হাতের করমর্দনে
বিশ্বাস গড়ে ওঠে নিরবে।
সহজ কথায়, হাসির আনন্দে
বিশ্বাস অটুট থাকে অন্তরে।
লেখক
লেখকের অনুভূতি:
মানুষ মানুষের উপরে নির্ভর করে একমাত্র বিশ্বাস শব্দটির জন্য। সকল সম্পর্ক বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে। তাই বিশ্বাস অটুট থাকুক সকল সম্পর্কে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হাতে হাত রেখে চলতে চলতে,
বিশ্বাসে যেন ভরে উঠে পূর্ণ হৃদয়।
যতই দূরত্ব আসুক সামনে,
বন্ধুত্বে মিষ্টি সম্পর্ক অটুট থাকে চিরকাল।
বিশ্বাসেই গড়ে ওঠে বন্ধুত্বের বাঁধন,
এতেই থাকে ভালোবাসার অনন্য সাধন।
যতই আসুক দূরত্ব পথের মাঝে,
বিশ্বাস থাকলে সম্পর্ক টিকে থাকে সাজে।
ভালোবাসার বিশ্বাসে,
ভরে উঠুক এই সমাজ মাঝে।
বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক,
সারা জীবন ধরে।
তাইতো ভালোবাসা ছড়িয়ে,
দেবো বন্ধুদের মাঝে।
ভালোবাসায় লিখে রাখবো বন্ধুর নাম,
আমাদের হৃদয় মাঝে।
হাতের মুঠোয় রাখি বিশ্বাস,
বন্ধুত্বের বাঁধন হয় অটুট পাস।
কথা নেই, শব্দ নেই, শুধু ভালোবাসা,
বন্ধুত্বের সেতু বাঁধে মনের ভাষা।
সকালের রোদে, সন্ধ্যার ছায়ায়
বন্ধুত্বের সুর বাজে হৃদয়ের মায়ায়।
কষ্টে পাশে থাকা, সুখে হাসি ভাগ করা,
বন্ধুত্বের মানেই তো এই সহজ কথা।
বিশ্বাস যদি অটুট থাকে, সম্পর্ক থাকে বেঁচে,
হাসির মাঝে গড়ে বাঁধন, হৃদয় রাখে খুঁটে।
করমর্দন, চোখের চাহনি, বোঝায় মনের কথা,
বিশ্বাস যেখানে গড়ে ওঠে, দূর হয় সব ব্যথা।
নিঃস্বার্থ এক ভরসাতেই টেকে জীবন ভরে,
বিশ্বাস রাখো, আগলে রাখো সব থাকবে ঘরে।
বন্ধুত্বে থাকে এক অদৃশ্য শক্তি,
যা সময়ের সাথে মজবুত হয়ে ওঠে।
চোখে চোখে গল্পের সুখ,
মনে মনে এক অন্য পৃথিবী বুনে যায়।
যখন দুজনার মাঝে থাকে একসাথে পথ,
ভাঙা দেয় না কেউ কোন বাধা।
মনের মাঝে সত্যিই যে শক্তি,
বন্ধুত্বে মিলিত হয়ে সব কিছু জয় করে।
সহজ কথায় সহজ হাসিতে
মেতে ওঠে বন্ধুত্বের প্রাণ
বিশ্বাসের বন্ধন মজবুত হলে
নির্দ্বিধায় বাড়ে সম্পর্কের মান।
কোলাকুলির উষ্ণতায়
নির্মল হয় সকল সাথীর মন
দেখা হোক বা না হোক
বিশ্বাস ভরসায় বেঁচে থাকে এই ঐশ্বরিক বন্ধন৷
বন্ধু তুমি হাতটা বাড়াও
নতুন করে আজি
আজ এই দিনে এসো মোরা
বন্ধুত্বে সাজি
ভরসা থাকুক প্রতিদিনের
সকল কাজে মেতে
পথ হাঁটব সব দিকেতে
হাত রাখব হাতে
বন্ধুত্বের রেলগাড়িটা
চলবে যেমন করে
আমরা দুজন রাখব সে পথ
বন্ধুত্বে ভরে।