এবিবি ফান প্রশ্ন- ৪২৬ || সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা ?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

শরীরের অবস্থা ভীষণ কাহিল, আপনাদের কাছে মতামত শুনতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

শুনেছি ব্যাথায় ব্যাথা দিলে নাকি ব্যাথা কমে যাই। তাই কিছু লোক ভাড়া করে ব্যাথা জায়গায় আরো বেশি ব্যাথা দিতে পারলে একদম সুস্থ্য হয়ে যাবে।

 last year 

ঝামেলা তো মনে হয় আরো বাড়বে ভাই😁।

 last year 

আমিও ভাই এমনটা শুনেছি ব্যথাই ব্যথা দিলে নাকি ব্যথা কমে। যদি সত্যিই এমনটা হয় তাহলে এটাই করতে হবে।

 last year 

"সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা?" "সব জায়গায় ব্যথা হলে, ঔষধ দিতে হয় মনকে!" এটা এক প্রকারের হাস্যরস। মন সতেজ থাকলে ব্যথা অটো সেরে যায়,,,,

 last year 

সত্যি আপু মনকে ওষুধ দিলে সব জায়গা ভালো হয়ে যাবে। মনের অসুখ সবচেয়ে বড় অসুখ। দারুন লিখেছেন আপনি।

 last year 

মনের ওষুধ হলো বড় ওষুধ তার চেয়ে ভালো ওষুধ কোন কিছুই নেই

 last year 

কোথাও ওষুধ দেয়ার প্রয়োজন নেই।চিন্তা করুন যে আপনার শরীরে কোন ব্যাথা নেই,সবই ভুল। তবেই ব্যাথা সেরে যাবে। চিন্তা অন্য দিকে ডাইভার্ট করুন তাহলে ব্যাথা দৌড়ে পালাবে।

 last year 

যা গরম পড়েছে মলম গুলে শরবত করে খেয়ে ফেললেই হবে। সব ব্যথা চলে যাবে। 😆

 last year 

মলম গুলে শরবত করে খেয়ে ফেললেই হবে সত্যিই বেশ অসাধারণ ব্যাপার আপু।

 last year 

সবাই কেন যে মালিশ নিয়েই পড়ে থাকে তা বুঝি না। এসব ক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। যেমন ডোজ (সাপোসিটার) ব্যবহার করতে হবে জায়গা মত। ব্যথা মুহূর্তেই উবে যাবে।

 last year 

সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা ?

শরীর আর কিভাবে ভালো থাকবে ভাইয়া। চিন্তাভাবনা থেকে শুরু করে সবকিছু তো শুধু এখন puss কে ঘিরেই😁🤣। ভালোভাবে একটু ঘুরাঘুরি করেন। প্রকৃতির মাঝে সময় কাটান। দেখবেন শরীর অনেক ভালো হয়ে যাবে😊🙂।

 last year (edited)

সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা ?

এরকম হলে আরো বেশি করে puss কিনে রাখেন। Puss এর দাম বৃদ্ধি পেলে আপনি ভালো হয়ে যাবেন। আর সেই আনন্দে আমাদের কেও কিছু Puss দিয়ে দিবেন। যার ফলে আমরাও খুশি হয়ে যাব😄। আর আমাদেরও শরীর আরো বেশি ভালো হয়ে যাবে। এক কথায় বলতে গেলে এক ঢিলে দুই পাখি 😁🤣।

 last year 

ভাইয়া ঠিক কথা বলেছেন, বেশি করে $puss কিনে রাখেন। Puss এর দাম বৃদ্ধি পেলে আপনি ভালো হয়ে যাবেন। 🤭😀

 last year 

সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা ?

সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব মাথায়। এই গরমের মধ্যে মাথা হট হয়ে আছে। মাথা ঠিক সব ঠিক।

 last year 

আসলেই ভাই যে গরম পড়ছে গরমের ভেতরে মাথা হট হয়ে আছে তাই ওষুধটা মাথায় লাগাতে হবে।

 last year 

সত্যি ভাইয়া গরমে মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। সবার মাথা ঠিক থাকলে সবকিছুই ঠিক হয়ে যাবে। মাথায় পানি ঢালতে হবে।

 last year 

আপু মাথায় পানি ঢেলেও লাভ নেই, বরফ দিতে হবে এবং সঙ্গে নবরত্ন তেল। 😄

 last year 

শরীরের অবস্থা ভীষণ কাহিল, আপনাদের কাছে মতামত শুনতে চাই।

যখন শরীরের সব জায়গাই ব‍্যাথা থাকে। তখন আর ঔষধে কাজ হয় না। তখন প্রয়োজন হয় অস্ত্র পাচারেরে অর্থাৎ সার্জারির। আশাকরি বুঝতে পেরেছেন।

 last year 

অস্ত্র পাচারেরে কথা শুনলে বেশ ভয় লাগে ভাই।

 last year 

ভাই অস্ত্র নামটা শুনে আগেই তো ভয় লাগে।

 last year 

সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা ?

সর্বাঙ্গে ব্যথা হলে ঔষধ দেওয়া লাগবে না, কয়েকজন ডাক্তারকে পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলবেন,হা হা হা। 😜🤪

 last year 

বুদ্ধিটা মন্দ না সর্ব অঙ্গে ব্যথা হলে ঔষধ দিয়ে কোন লাভ হয় না তাই ডাক্তারকে পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলতে হবে 😎