এবিবি ফান প্রশ্ন- ৬৫০ | যদি মশারা গান গাইতে পারত, তাহলে কোন গায়কের গান গাইত?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যদি মশারা গান গাইতে পারত, তাহলে কোন গায়কের গান গাইত?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে একজন শিল্পীর কথা বারবার মনে হচ্ছে। তবে এই শিল্পীর নাম আমি বলবো না,আপনাদের নাম আমি শুনবো আর মজা নিব এবং পরবর্তীতে আমি আমার সেই শিল্পীর নামটি বলে দেব। আপনাদের মজার মতামত ও উত্তরের আশা করছি। এই বিষয়টি আমার কাছে দারুন লাগছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মশারা যদি গান গাইত, তবে তারা গাইত আসিফ আকবরের গান
কারণ তাদের তো আসল কাজই হলো,
ও প্রিয় তুমি কোথায় খুঁজতে খুঁজতে শরীরের চারপাশে ঘোরা! 🦟😂🎶
0.00 SBD,
3.49 STEEM,
3.49 SP
মশারা হাবিবের রাত নির্ঘুম বসে আছো তুমি গান গাইতো 😂😂। কারণ মশাদের অত্যাচারে ঘুমাতে না পেরে, অবশ্যই বসে থাকতে হতো 🤣🤣।
0.00 SBD,
3.47 STEEM,
3.47 SP
খুব দারুণ বলেছেন আপনি।
যদি মশারা গান গাইতে পারত, তবে রাতভর আসিফ আকবর এর স্টাইলে গাইত— "ও প্রিয়া তুমি কোথায়…", আর রক্ত খাওয়ার সময় গাইত রকস্টার টোনে— "আমার রক্ত চায়।
0.00 SBD,
3.46 STEEM,
3.46 SP
মশাদের গান শুনে শিল্পী আসিফ আকবর বেহুশ হয়ে যেত।
তারা আরিজিত-স্টাইলে গান গাইত , ব্যথা আর ভালোবাসা ভর্তি নরম সুর, আর মশার ভিজ্-টোনে সেই কষ্টটা ওরকম আবেগে পরিণত হইত।
0.00 SBD,
3.44 STEEM,
3.44 SP
মশা যদি বলিউডি ভক্ত হত, তবে হানি সিং এর র্যাপ গাইত। ভোঁ ভোঁ মশা, রাত জাগা আশা 🦟🤣।
0.00 SBD,
3.43 STEEM,
3.43 SP
যদি মশারা গান গাইতে পারত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসংগীত-ই গাইত। যেমন---
এসো আমার ঘরে। বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমার শরীরে রক্ত চাই, চাই, চাই! James-এর রক ভার্সন গেয়ে রাতে পার্টি দিত।
বোম্বের গায়ক হিমেশ রেশমিয়ার গান গাইত। কারণ হিমেশের গলাটা মশাদের গলার সাথে মেলে 😃
হা হা হা 🦟🤣
আরিজিত সিং এর গান গাইত কারণ সে রাত জেগে মানুষকে কাঁদায়।
আমার মনে হয় হাসানের গান গাইতো কারন মশার কণ্ঠের সাথে মিল আছে,হে হে হে।🤣😅