আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
মাঝে মাঝে প্রত্যাশা গুলো অচেনা মনে হয়
আকাংখাগুলো খুবই খুব দুর্বোধ্য মনে হয়
অজানা সংশয়- হাজার চিন্তার প্রলয়
হতাশার সংকেত- অন্ধকার হয় হৃদয়।
লেখক
লেখক এর অনুভূতি:
প্রিয় মানুষগুলোকে নিয়ে আমরা মাঝে মাঝে কত কিছু কল্পনা করি, অনুভূতিকে নানাভাবে সাজাতে চেষ্টা করি কিন্তু পরিবেশ ও পরিস্থিতি আমাদের সবটা পূর্ণতা করতে দেয় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হতাশার অন্ধকার ঘিরে ধরে চারপাশ
হৃদয়ের মাঝে জমে শুধুই দীর্ঘশ্বাস
হৃদয়ে জমা অনুভূতি আজ
শুধু ব্যাকুলতায় ভরা
আপন মানুষগুলো মাঝে মাঝে
দেয় না প্রভু সারা
চেনা মুখগুলো অচেনা হয়ে যায়
সময়ের ব্যবধানে
আপন মানুষগুলোর বদলে যাওয়া
হৃদয় দেয় না সায়।
মাঝে মাঝে খুঁজে ফিরি হারানো সেই সুখ
সুখ নেই কপালে রয়েছে শুধুই দুখ।
জীবন মানে সেই তো শুধু
ভাঙ্গা গড়ার খেলা
তুমি আমার এই জীবনে বেলা অবেলা।
বাহ! পুরো কবিতা লিখে ফেলছেন দেখছি, দারুণ দারুণ।
ছোট একটি মনে অনেক বড় আশা
পূরন হবে কিভাবে করি প্রত্যাশা।
যেথায় আমি থাকি আশায় বুক বাঁধি
পুরন করবো একদিন সেই বিশ্বাস রাখি।
দিনের পরে দিন আসে রাতের পরে রাত
বুকের ভিতর আশা গুলো করে প্রতিবাদ।
অজানা এক সংশয় বুকের ভিতর ঘুরে
কখন জানি অন্ধকার এসে আমায় ডেকে ফেলে।
ভাইয়া আপনি কিন্তু দারুণ লিখেছেন। কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আর বুক বাধব না মিথ্যা আশায়
ডুবতে দেব নে নিজেকে তীব্র হতাশায়
থাকব না অন্য কারো ভালবাসার আশায়।
নিজেকেই বাসব শুধু ভালো
জীবনে রাখব না কোন আধার কালো
নিজের অন্ধকার হৃদয়ে জ্বালাবো আলো।
এই প্রতিজ্ঞায় নতুন বছর শুরু হলো।
ভাইতো দেখছি নতুন বছরে বিদ্রোহী হয়ে উঠছেন, হা হা হা তবে লাইনগুলো ভালো হয়েছে।
ঠকতে ঠকতে ক্লান্ত ভাই।তাই ভরসা করাই বাদ। ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।
মাঝে মাঝে প্রত্যাশা গুলো যেন এড়িয়ে যায়।
আশাগুলো যেন নিরাশ করে দেয়।
হাজারো সংশয় মনে বাসা বাঁধে।
হারানোর ভয় যেন কুকড়ে রাখে।
হৃদয় যেন হাহাকারে ডাক দেয়।
ভালোবাসার আবেগ যেন ভেসে বেড়ায়।
ভেতরের আশাগুলো ডাক দেয়।
হৃদয়ের ভালোবাসা যেন ঘুরে বেড়ায়।
এটাই কি শুধু হতাশায় ডুবে থাকা।
নাকি কোন এক ভরসার আশায় বাঁচা।
প্রত্যাশা গুলো যেন নিরাশ করে দেয়।
না পাওয়ার কষ্ট গুলো ভেসে বেড়ায়।
অবসরে বসি আকাঙ্ক্ষা গুলোর হিসেব কষি
সত্যিই কি সবটা ছিলো বাড়াবাড়ি,
অপ্রত্যাশিত ভাবে প্রত্যাখ্যান এ কেমনে সহ্য হয়!
প্রত্যাশাদের সাথে আজে গোপনে জানিয়েছি আড়ি।
অজানা প্রত্যাশাগুলি মাথাচাড়া দিয়ে ওঠে দুর্নিবার গতিতে
অচেনার দেশ মুখ ফিরিয়ে নেয় কঠিন জনমানবের ভিড়ে
আকস্মিক চিন্তারা- উঁকি দেয় ছোট্ট মাথায়
অস্থিরতায়- বাসা বাঁধে মানসিক বিপর্যয়।
চাহিদার বহিপ্রকাশ যেন কমতেই থাকে,
হারানোর ভয়টা মনের কোণে জমে,
ভালোবাসার আবেশে মনটা উড়তে চায়,
ক্ষণে ক্ষণে প্রতিবার সামনে এসে দাঁড়ায়।
মনের ঘরটা শূন্য করে,রেখেছি তোমার জন্য।
তুমি ভালোবেসে মনটা,আমার করো দাও ধন্য।
এক বুক ভালবাসা,আছে হৃদয় জুড়ে।
তোমার ভালোবাসা পাওয়ার জন্য,
আমার মনটা পুড়ে।
দিবানিশি একা একা,তোমায় শুধু ভাবি।
আমার জীবনে তুমি,আমার সুখ পাখি।
মনের মায়াডোরে,দিও মোরে ঠাঁই।
মরার আগ পর্যন্ত যেন,তোমার কাছ থেকে ভালোবাসা পাই।
মাঝে মাঝে প্রত্যাশাগুলো
সৃষ্টি করে ক্ষত,
ভালোবাসার কাছে যেন
মাথা হয় নত।
অজানা সব সংশয়
মনে বাড়ায় জ্বালা,,
অশনি সব সংকেত
গলায় পরায় মালা।।
♥♥
মাঝে মাঝে নিজেকে নিজের অচেনা মনে হয়
পূর্ণতা আর অপূর্নতার মাঝে এ যেন শুধুই অভিনয়
দুশ্চিন্তারা দানা বেঁধেছে মনের কোণে
কষ্টরা পাল্লা দিয়ে বাড়ছে যেন অতি গোপনে।