এবিবি ফান প্রশ্ন- ৩৯৭| স্বামী স্ত্রীর ঝগড়ায় কে বেশি জিতে?আর কেনো জিতে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
স্বামী স্ত্রীর ঝগড়ায় কে বেশি জিতে?আর কেনো জিতে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে হয় স্বামীরাই বেশি জিতে।কারণ মেয়েরা তো একটু ভালো মানুষ হয় কিনা,হাহাহা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এক কথায় প্রকাশ করলে স্ত্রী জিতে, কারণ স্ত্রী একটি ঝগড়ার মেশিন। ঝগড়া চলতে থাকলে আর থামেনা। বাধ্য হয়ে অবলা স্বামীটি হার মেনে চুপ হয়ে যায়।🥴🥴🥴 না থামলে বাকিটা ইতিহাস হয়ে যায়।
খুব ভালো বলেছেন ভাইয়া তারা ঝগড়া শুরু করলে আর থামতে চায় না।
অবশ্যই স্ত্রীরা জিতে ঝগড়া করে।কারন বাড়ির বাইরের-ঘরের দমবন্ধ সব কথা ফাঁটা বাঁশের মতো একমাত্র স্বামীর সঙ্গে ঝগড়ার সময়-ই যে বলে স্ত্রীরা।স্বামীরা এক্ষেত্রে হেরে গেলেও নীরবে তারা জিতে।
ঝগড়ুটে স্বামী আছে যারা গলার জোরে জেতে যুক্তিতর্কের তোয়াক্কা না করে। তবে তার ভাগ খুবই কম। স্ত্রীরাই বেশি যেতে। কারণ তাদের হাতে তথ্য প্রমাণের অভাব নেই, ইমোশনাল অত্যাচারের বিদ্যের অভাব নেই, চোখের জলের অভাব নেই, ব্ল্যাকমেইল করার বিষয়ের অভাব নেই৷ এতো অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে নামলে প্রতিপক্ষ জিতবে কি? লড়াই শুরুর আগেই ময়দান ছেড়ে পালাবে।
এ তো দেখি ঝগড়ার মাঝে অস্ত্রবিদ্যার চুলচেরা বিশ্লেষণ 😂😂😂
অবশ্যই স্ত্রীরা জিতে থাকে। আমরা ছেলেরা তো আর তাদের মত এত বেশি ঝগড়া করতে পারি না😅। আর অন্যদিকে তারা তো ঝগড়ার জন্য একেবারে এক্সপার্ট। বলতে গেলে তারা এক একটা ঝগড়ার মেশিন🤣🤣।
মানতে পারলাম নাহ! নাহ! কিছুতেই নিজেকে স্বান্তনা দিতে পারছিনা। স্বামী কিভাবে স্ত্রীর সাথে ঝগড়ায় জিততে পারে? কোন চান্সই নাই। যে নিজে কোনদিন কোন ভুলই করেনা, সে কি হারতে পারে? বেচারা স্বামী! সবসময়ই হেরে যায়।
স্বামীরা আর জিতবে কিভাবে তারা তো লেবুর রস বের করতে পারেনা স্ত্রীদের মতো।
স্বামী স্ত্রীর ঝগড়ায় স্ত্রীরাই বেশি জিতে, কারণ তাদের হাতে থাকে অতীতের সব ঝগড়ার তথ্য আর স্বামীর কাছে থাকে শুধু 'হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলছো' এই উত্তর! 😂
তারা তো অতীতের সকল ঘটনা মনে রাখার জন্য এক্সপার্ট।
এটা আবার কারও অজানা আপু? মেয়েরা সব কিছুতেই এগিয়ে। আর পুরুষরা ও জানে আর যাই হোক সংসারের গিন্নির সাথে ঝগড়া করে জিততে গেলে ভাত পানি সব বন্ধ। তাই ঝগড়া লাগলে ঝগড়াটে বউ না হলেও সে জিতে যায়।
এক কথায় উত্তর দিতে গেলে যার গলায় জোর বেশি সে জিতবে। আর এটা সবাই যানে কাদের গলায় জোর বেশি। বেচারা স্বামী মানে আমি বড়ই চাপে আছি। কথায় কথায় খুন্তি নিয়ে মারতে আসে।
মেয়েরা একটা কথা বলে "আমি নারী আমি সব পারি। ঠিক এইজন্যই তারা ঝগড়া টা অনেক অনেক বেশি ভালো পারে। যেজন্য ছেলেরা মেয়েদের কাছে বার বার পরাজিত হয়।