আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সময়ের সাথে অনুভূতির সংঘাত
শীতের সাথে গোসলের,
ভালোবাসার সাথে স্বার্থের সংঘাত
সম্পর্কের সাথে মুখোশের।
শীতল অনুভূতিতে জমে গেছে হৃদয়
স্বার্থের অনুভূতিতে হেরে গেছে বিনয়।
লেখকঃ
লেখকের অনুভূতি:
সময়ের সাথে সাথে আমরা এবং আমাদের মানসিকতা দুটোই যেমন পাল্টে গেছে, ঠিক তেমনি পাল্টে গেছে হৃদয়ের অনুভূতির সাথে সম্পর্কের স্বার্থ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অর্থের সাথে সম্পর্কের সংঘাত,
হৃদয়ের সাথে বেদনার,
ভালোবাসার সাথে ছলনার সংঘাত,
মনের সাথে অনুভূতির,
হারিয়ে গেছে বিশ্বস্ততা,
পালিয়েছে সব প্রণয়।
সংঘাতে হয় দিনের শুরু
শেষ হয় সংঘাতে।
তবুও দিনের রাতের লড়াই
শেষ হবেনা তাতে৷
হোক না যত স্বার্থে লড়াই,
মনের সাথে মন
প্রতিদিনের সেসব লড়াই
চলবে কতক্ষণ?
স্বার্থ আসল, লড়াই তাতে
সবসময়ই জারি
কতই সহজ বদলে যাওয়া
সবার সঙ্গ ছাড়ি৷
আবেগ অনুভূতির নেই কোন মূল্য
সবকিছুই এই স্বার্থের জন্য,
সময় চলে সময়ের গতিতে
ভালোবাসার সম্পর্ক
কাটা তারে ছিন্ন ছিন্ন,
তবুও স্বপ্ন দেখে মানুষ
আশা নিয়ে বেঁচে থাকে,
ভালবাসলে যদি ভালবাসার
প্রতিদানে ভালোবাসা মেলে।
মানুষ আশা নিয়েই বাঁচে, স্বপ্ন দেখে।
মুখোশে ঢেকে গেছে চাহিদার অন্ধকার,
হৃদয়ে আর নেই কোনো ভালোবাসার আলোকরেখা।
সাধনার সাথে সময়ের নৈরাজ্য,
সঙ্গে সাথে ভেঙে গেছে বিশ্বাসের রেশ।
শীতল আবহে তাপের জন্য আকুলতা,
অথচ মনের ভেতর নিঃশব্দ ঝড়।
স্বার্থের মায়াজালে বেঁধে রাখা গহ্বর,
বিশ্বাস আর অনুভূতির মাঝে ছিন্নভিন্ন স্মৃতির পর্দা।
দারুণ লিখেছেন ভাইয়া।খুব ভালো লেগেছে আপনার কবিতা।
আজ আলো আঁধারিয়া খেলছে সময়,
বিচ্ছেদের ঘন্টা বাজে।
নদীও আজ পথ বদ বদলেছে,
বিভ্রান্ত পুরনো সম্পর্কের খোঁজে
সময় বড় অদ্ভুত বিষয়,
বদলে ফেলে সব রীতি,
কাল যে ছিল আজ সে নেই,
এটাই দুনিয়ার নীতি।
কালের সঙ্গে অনুভবের বিবাদ
ঠান্ডার সঙ্গে জলের,
স্নেহের সঙ্গে স্বকার্যের বিবাদ
সংযোগের সঙ্গে কপটভাবের।
ঠান্ডা বরফে জমে গেছে দয়া
নিজ প্রয়োজন সাধনে ব্যর্থ হয়েছে নম্রতা।।
সময়ের সাথে স্মৃতির সংঘাত
স্বপ্নের সাথে বাস্তবতার
চুপচাপ কথারা লুকিয়ে থাকে চোখে
ঝরে যাওয়া দিনগুলোর আড়ালে।
বিদায়ের সংঘাত অপেক্ষার সাথে
শেষবারে দেখা হওয়ার।
স্মৃতিরা ঝরে পড়ে ঝরাপাতার মতো
মনে হয়, কিছুই যেন থাকেনি সত্য।
পরিবেশ এবং পরিস্থিতির সাথে
অন্তরের আবেগ এবং অনুভূতির সংঘাত,
ভালোবাসা হেরে যায় স্বার্থের মায়াজালে
সম্পর্কের টানা পোড়ন দেখা যায় হৃদয়ের অন্তর্ঘাত।
চোখের পাপড়িতে জমেছে কুয়াশা
স্বার্থের অনুভূতিতে সম্পর্ক বেশ ঝাপসা।
সম্পর্ক আর অনুভূতি গুলো
পাল্টে গেছে সময়ের সাথে
মুখ আর মুখোশের মাঝে
স্বার্থ আজ বড়ই নিষ্ঠুর।
ভালোবাসা আজ অসহায় হয়ে
ঘুরে ফিরে বেদনা বিধুর।