এবিবি ফান প্রশ্ন- ৫৪৩ || অল্প কথায় লিখুন, ঈদ কেমন কাটলো।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অল্প কথায় লিখুন, ঈদ কেমন কাটলো।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সকলের খোলামেলা উত্তর জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যেমনই কাটুক আলহামদুলিল্লাহ।
আমি সারাদিন ঘুমিয়ে শেষ করেছি।
0.00 SBD,
4.21 STEEM,
4.21 SP
তেমন বেশি ভালো না। কারন অনেকের কাছে ঈদের সালামি বাকি আছে। কখন পাবো টেনশনে আছি, হা হা হা।😅😁
0.00 SBD,
4.19 STEEM,
4.19 SP
আসলে সালামি বড়রা পায় না। ছোটদেরকে দিতে দিতে পকেট খালি হয়ে যায়।
আলহামদুলিল্লাহ্! এবারের ঈদ ভালো কেটেছে। তবে এখনও সালামি পায়নি 🙂
0.00 SBD,
4.18 STEEM,
4.18 SP
ঈদ বেশ ভালো কেটেছে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটালাম, সুস্বাদু খাবার খাওয়া হলো, আর আনন্দময় মুহূর্ত উপভোগ করলাম। ঈদের আমেজ, দেখা-সাক্ষাৎ, আর শুভেচ্ছা সালামি দেওয়া নেওয়া বিনিময়ে দিনটা সুন্দর হয়ে উঠেছিল।
0.00 SBD,
4.16 STEEM,
4.16 SP
আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছে তবে রান্নাঘর আর কাজের ব্যস্ততার মধ্যেই চলে গেছে।
0.00 SBD,
4.14 STEEM,
4.14 SP
আমার তো ঈদ নেই ,তবে পুশে ঈদের শুভেচ্ছা জানাতে জানাতে ভালোই কাটলো।☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
এভাবে শুভেচ্ছা জানালেও ভালো লাগে।
💐💐
ঈদ বেশ ভালই কেটেছে নিজের খুশি থেকে বাচ্চার খুশিটা নিয়ে চিন্তা করলাম। যদিও পরিবার-পরিজন আত্মীয়-স্বজন থেকে দূরে থেকেই এবারের ঈদ কাটালাম। কিন্তু এবারের ঈদে ভিন্ন হলেও খুবই ভাল কেটেছে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
খুবই খারাপ ইদ কাটলো।
সবকিছুই ঠিক ছিল শুধু সালামি টা বাকি রয়েছে নেওয়া 🤑।
সালামি নেওয়ার ঈদের সময় গুলো বেশি সুন্দর ছিল সেলামি দেওয়ার থেকে🤠🤓।