এবিবি ফান প্রশ্ন- ৫৮৬ || ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য আপনারা কি করছেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য আপনারা কি করছেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমি আপাতত দিনে তিনবার স্নান করে ঠান্ডা থাকার চেষ্টা করছি। 😅

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

আমি আপাতত বিয়ে করার চিন্তা ভাবনা করছি। অনুভব করলাম বিয়ের চিন্তা করলে অটোমেটিক শরীর ঠান্ডা হয়ে যায়। চাইলে ট্রাই করতে পারেন ভালো কাজে দিবে।

 2 months ago 

ভাই সুখে থাকতে ভূতে কিলাইতেছে নাকি😄😄।

 2 months ago 

দিনের বেলা, বৃক্ষের তলায় টং বানিয়েছি সেখানেই থাকি আর রাতের বেলা ফ্যান এর হাওয়া খাচ্ছি,কারেন্ট গেলে গরমের সাথে গল্প করি।

 2 months ago 

ফ্যানের নিচে বসে এমন ভাব করছি যেন হিমালয়ে বসে আছি। একটু পর সেখানেও ভ্যাপসা গরম লেগে উঠলো! এক দৌড় দিয়ে নামলাম পুকুরের জলে, আর ওঠার খবর নেই বলে, এখন নিজেকে জলপরী বলে মনে হচ্ছে।

 2 months ago 

আমি এক ঘন্টা পরপর ফ্রিজ খুলে ঠান্ডা হাওয়া নেই।যাতে পুরো শরীর শীতল হয়ে যায়।চাইলে ডিপ ফ্রিজ খুলে ফ্রিজ ফাঁকা করে বসে থাকতে পারেন😅😅।

 2 months ago 

একটা কাজ করলেই পারেন সারাক্ষণ ফ্রিজের সামনে বসে থাকতে পারেন। সকল কাজ ফ্রিজের সামনে করতে পারেন।

 2 months ago 

এই ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য আমি অনেক কিছুই করছি----
1.কখনো হাতপাখার হাওয়া খাচ্ছি
2.কখনো ফ্যানের হাওয়া খাচ্ছি
3.কখনো গাছতলায় ক্লান্ত পথিকের মতোই বসে থাকছি
4.আবার দিনে দুইবার স্নান করি
5.দিনে তিনবার কখনো লেবুর শরবত, কখনো জলজিরার শরবত,কখনো পুদিনা পাতার শরবত খেয়ে ঠান্ডা থাকার চেষ্টা করছি।সঙ্গে কাঁচা তালের শাস ফ্রি,☺️☺️হি হি।

 2 months ago 

এত শরবতের কথা শুনে আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো।

 2 months ago 

হি হি, পান করে ফেলুন ভাইয়া।

 2 months ago 

ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য আমি—
সারাদিন ফ্রিজের পাশে বসে, আইসক্রিমকে হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে থাকি…
যাতে ও ভয় পেয়ে নিজেই মুখে লাফ দেয়! 😎🍦

 2 months ago 

তাহলে তো মনে হয় গরম আপনার কাছে দিয়েও আসবে না।

 2 months ago 

শুধু তাকিয়ে তাকিয়ে দেখলে হবে ভাইয়া। মুখে দিয়েও তো একটু খেতে হবে। না হলে তো গরম কমবে না।

 2 months ago 

খেয়ে ফেললে তো ফুরিয়ে যাবে আর সামনে থাকলে দেখেও শান্তি 😋

 2 months ago 

ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য আপনারা কি করছেন?

আমি তো বাসার ছাঁদে গিয়ে, ১ হাজার লিটার পানির কুল ট্যাংকের মধ্যে ঢুকে বসে থাকি সারাদিন 🤣🤣।

 2 months ago 

ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য আপনারা কি করছেন?

আমি তেমন বেশি কিছু করি না, শুধু তিন-চারটা চার্জার প্যান একসাথে চালিয়ে বসে থাকি🤓😜। সাথে একটা তো এমনিতেই মাথার উপরে চলে😄।

 2 months ago 

ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য আপনারা কি করছেন?

কি আর করবো। কিছুই করার নেই। তাই জন্য যখন বেশি গরম লাগে তখন গরমের উপর মাইন্ড খাই😓🤠। যেন গরম ও আমার উপর মাইন্ড খেয়ে গরম কমিয়ে দেয়🌞🤗।

 2 months ago 

প্রয়োজনমতো পানি পান করছি।শরীরে ঘাম জমতে পাড়ে এমন কাজ এরিয়ে যাচ্ছি।