আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সময়ের যাতাকলে পিষছে সবকিছু,
সময় দিবে প্রতিউত্তর ছাড়বে না পিছু,
অজুহাত দিয়ে যদি নিজেই পিছিয়ে যায়,
পুড়বে কপাল নিজে নিজে দোষ যাবে কোথায়?
লেখিকা
লেখিকার অনুভূতি:
কত অজুহাতের বিনিময়ে নিজেদের আলাদা করে সম্মানের দোহাই দেয় সেটা তখনই বোঝা যায়।আর এমন কিছু নিছক ভালো মানুষের রূপের প্রতিস্থাপন করতেই আজকের এই কবিতা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কে ভালো কে খারাপ
নেই তো দেখে বোঝার উপায় ,
অভিনয়ে মুখোশে ভরে গেছে সব
সময় থমকে দাঁড়িয়ে,
অজুহাত দিয়ে মিথ্যে প্রতারণায়
নিজেকে করবে প্রতিষ্ঠিত,
সত্য সে তো সত্য
কোন একদিন তার জয় হবেই।
0.00 SBD,
4.03 STEEM,
4.03 SP
কথাগুলো একদম বাস্তবতার সাথে মিলে গেল আপু, ধন্যবাদ সুন্দর একটা কবিতা লেখার জন্য।
ভালোবাসার মুখোশ পরে, কৌশলে খেলছে যে,
অজুহাতে আলাদা হয়ে, সম্মান খুঁজছে সে।
ভেতরে লুকানো স্বার্থ, বাইরে মিথ্যে বেশ,
এই রঙিন অভিনয়ে, হৃদয় পড়ে ক্লেশ।
0.00 SBD,
4.02 STEEM,
4.02 SP
সুন্দর লিখেছেন তো ভাইয়া👌.
খুবই সুন্দর হয়েছে তোমার লেখা এই কবিতাটি।
সময়গুলো এখন বড্ড বেশি কঠিন,
ক্ষণে ক্ষণে যেন যন্ত্রনা আর বাজছে মৃত্যুবীন,
অজুহাত দিয়ে যদি নিজেই মুখ লুকায়,
সত্য তো কভু ছাড়বে না পিছু থামবে কি সময়??
0.00 SBD,
4.00 STEEM,
4.00 SP
খুব সুন্দর করে লিখেছেন আপু, বেশ মিলিয়েছেন।
অনুপ্রাণিত হলাম,অনেক ধন্যবাদ আপু।
সময় থামে না, চলে তার আপন ছন্দে,
স্বপ্ন গুলো মিশে যায় নিরব সন্ধ্যে।
যতই পালাতে চাও, আঁকড়ে ধরে,
ফেলে আসা দিনগুলো স্মৃতিতে ভরে।
বদলাতে চাইলেও সব বদলায় না,
সময় দাগ কেটে যায়, তা মুছে যায় না।
যে হারায়, সে বোঝে সময়ের মর্ম,
শেষে কেবল থেকে যায় অতীতের ধর্ম।
0.00 SBD,
3.98 STEEM,
3.98 SP
খুব ভালো লেগেছে আপনার কবিতাটা পড়ে ভাইয়া।
ক্ষণিকের আলোয় ভুলে থাকো না,
অন্ধকার আসবেই রাতের গভীরে,
যে পথে হাঁটবে একা,
সেই পথেই মিলবে উত্তর শেষ বিচারে।
0.00 SBD,
3.97 STEEM,
3.97 SP
দারুন লিখেছেন ভাইয়া।