এবিবি ফান প্রশ্ন- ৩৫৩| চাঁদের বুড়ি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল?

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

চাঁদের বুড়ি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

৯০ দশকের যারা জন্মগ্রহণ করেছিল তারা চাঁদের বুড়ি সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন। এই চাঁদের বুড়ি নিয়ে কত ধরনের কল্পনা জল্পনা ছিল, কত ধরনের গল্প, কবিতা ছিল কিন্তু বর্তমানে চাঁদের বুড়িকে নিয়ে কোন ধরনের আলোচনা হয় না। কোন কবিতা লেখা হয় না। তাই তো এই প্রশ্নটির আমার মাঝেও জাগছে, এই চাঁদের বুড়ি সময়ের ব্যবধানে কোথায় হারিয়ে গেল? চমৎকার সব উত্তর আশা করছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RhGizFPt7pq1NV5TbDgTBNyUZkBMxfCc9BTZegJAQT3VLo2Z3uHWoz1P3mPNn6jveQHokmzzbEpbEBt5Z5t4w8.png


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Sort:  
 6 months ago 

চাঁদের বুড়ি হারিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে, চাঁদে বাস করে চাঁদের বুড়ি অথচ সবাই ডাকে তাকে মামা। যেমন আয় আয় চাঁদ মামা! বুড়িতো আর শরিফা থেকে শরিফ হয়নি তাই বুড়ির খুব রাগ হলো, চির অভিমানে হারিয়ে গেলো। আর আমরাও অবশেষে চাঁদের বুড়ির কথা ভুলে গেলাম।

 6 months ago 

হাহাহাহ, দারুন বলেছেন ভাই, মজা পেলাম।

 6 months ago 

আরে এটা তো কখনো ভেবে দেখিনি। আমরা চাঁদের বুড়ির গল্প সব সময় বলি অথচ আকাশের দিকে তাকিয়ে সূর্যমামা কে ডাকি ব্যাপারটা কিন্তু বেশ জটিল।

 6 months ago 

হাহাহা উত্তরটা দারুন ছিলো ভাই পুরাই লজিকাল। অনেক কষ্ট আর অভিমান নিয়ে চাঁদের বুড়িটা হারিয়ে গিয়েছে।

 6 months ago 

চাঁদের বুড়ি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল?

চাঁদের বুড়ি এখন সেফুদা বুড়ার কাছে আছে অস্ট্রিয়া তে। সেফুদা নিজে লাইভে আসে ঠিকই, কিন্তু চাঁদের বুড়িকে লাইভে আনে না। তাই আমরা ভাবছি চাঁদের বুড়ি হারিয়ে গেছে 😂😂। যারা আমার কথা বিশ্বাস করেননি,তারা অস্ট্রিয়া তে গিয়ে সেফুদার বাসায় গেলেই চাঁদের বুড়িকে দেখতে পাবেন 🤣🤣।

বিঃদ্রঃ অস্ট্রিয়া তে যাওয়ার জন্য ভিসা, বিমান ভাড়া এবং অন্যান্য খরচ কিন্তু নিজেকেই বহন করতে হবে 😂😂।

 6 months ago 

সেফুদা অনেক দুষ্টু তাই চাঁদের বুড়ি কে লাইভে আনে না। 😁🤠

 6 months ago 

গরমের ভয়ে বরফের দেশে বেড়াতে গেছে, গরম কমলে আবার ফিরে আসবে জোসনার আলো নিয়ে, হি হি হি।

 6 months ago 

চাঁদেও কি গড়ম পরে ভাই? একটা এসির ব্যবস্থা করতে হবে তাহলে বুড়ির জন্য।

 6 months ago 

আসলেই ভাই আপনি একদম সাচ্চা কথা বলেছেন গরমের ভয়ে বরফের দেশে বেড়াতে গিয়েছে।

 6 months ago 

চাঁদের বুড়ি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল?

বেশ কয়েক বছর আগে সরকারের কাছে চাঁদের বুড়ি জিঙ্গেস করলো, আগে পৃথিবীর মানুষ চাঁদের দিকে তাকাতো। এখন তারা হাতের মধ্যে কি যেন একটা যন্ত্রের দিকে তাকিয়ে থাকে, সেটা কি...?

সরকার বললো আমরা করোনার নাম করে সবার হাতে বইয়ের পরিবর্তে এনড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছি। চাঁদের বুড়ি তখন বললো আমাকেও একটা যন্ত্র দাও। তারপর চাঁদের বুড়ির কাছে একটা মোবাইল দেওয়ার পরে সে অনলাইনে প্রেম করে পালিয়ে গেছে,হা হা হা।😂😛

 6 months ago 

হাহাহাহা, দারুন হয়েছে। বুড়িও এখন প্রেম করছে।

 6 months ago 

সবাই এখন প্রেমের জালে হাবুডুবু খাচ্ছে। আর এই চক্কর থেকে চাঁদের বুড়ি ও বাদ নেই।

 6 months ago 

চাঁদের বুড়ি রিসেন্টলি চাঁদের বুড়োকে পেয়ে গেছে, এজন্য তারা প্রেমে ব্যস্ত। তাই চাঁদের বুড়ি কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আবার কিছুদিন আগে ভারত যে চন্দ্রযান-৩ পাঠালো চাঁদের মাটিতে, আমার তো মনে হয় ওখানেই তারা সংসার পেতে নিয়েছে। এই জন্য বাইরে থেকে তাদের আর দেখা যাচ্ছে না ।

 6 months ago 

তাহলে বুড়ি ও বুড়ো চাঁদের অপর প্রান্তে রয়েছে

 6 months ago 

হ্যাঁ ভাই, বুড়ি ও বুড়ো চাঁদের অপর প্রান্তে রয়েছে এবং অনেক ভালো রয়েছে এখন।

 6 months ago 

একদম সঠিক কথা বলেছেন দাদা, চাঁদের বুড়ি তার বুড়োকে পেয়ে গেছে তাই প্রেম করতে ব্যস্ত আছে।। তারপর প্রেম শেষ হলে আবার চাদে চলে আসবে।

 6 months ago 

তারা চাঁদেই প্রেম করছে ভাই। তবে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে তো এই জন্য দেখা যাচ্ছে না। হিহি..🤭🤭

 6 months ago 

চাঁদের দেশে বাদাম চাষ করছিলো চাঁদের বুড়া । সাথে ছিল চাঁদের বুড়ি। বাদাম ক্ষেতে পানি দেওয়ার জন্য বুড়িকে পাঠিয়েছিলো পানি আনার জন্য। আর এরই মাঝে শুরু হয়ে গেল চাঁদের বুড়ি কে খোঁজাখুঁজি।খুঁজতে গিয়ে যখন চাঁদের বুড়িকে দেখতে পায় না, তখন সব দিকে রটে গেল চাঁদের বুড়ি হারিয়ে গেল।মূলত বেচারী বাদাম ক্ষেতে পানি দিতে দিতে অবস্থা শেষ।😂😂😂😂

 6 months ago 

চাঁদের বুড়ির কার্টুন আগে দেখা যেত মাঝে মাঝেই।কিন্তু করোনার করাঘাতে চাঁদের বুড়ির মনে হয় আকস্মিক মৃত্যু হয়েছে তাই সে হঠাৎ করেই হারিয়ে গেছে।☺️☺️

 6 months ago 

কি আর করা, চাঁদের বুড়িকে তো আর এইযুগের লিজেন্ডরা খুঁজে না। তাই উনি এখন একাকিত্ব সময় পার করছেন।

 6 months ago 

তাই না কি? লিজেন্ডরা এখন খুজলে তাহলে পেতে পারে, তাই তো?

 6 months ago 

জ্বি ভাইয়া,,,,
আশা তো করা যায়। হয়তো আবারও ফিরে আসতে পারে।
😊😊😊😊

 6 months ago 

আমাদের টুম্পা ভাবীর মত সে হারিয়ে গিয়েছে। আমাদের টুম্পা ভাবি যদি আসে তাহলে বুড়িও আবার ফিরে আসবে গল্প শোনাবে 🤣🤣🤣

চাঁদের বুড়ি বর্তমান যুগের মেয়েদের সাথে তাল মিলিয়ে আটা ময়দা মেখে রূপসী হতে পারেনা😁😁। আর সৌন্দর্যময়ী হতে না পারলে কেউ তার দিকে ফিরেও তাকায় না😂। আর সেজন্যই মনের দুঃখে সৌন্দর্যহীন হয়ে চাঁদের আড়ালে লুকিয়ে গেছে চাঁদের বুড়ি। মূলত এজন্যই আর চাঁদের বুড়ির গল্প বলা হয় না।

 6 months ago 

চাঁদের বুড়ি ময়দা সুন্দরী হতে ব্যস্ত। তাই আর তাকে চেনাই যায় না।।😂

 6 months ago 

হাহাহা, দারুন লিখেছেন।