আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
কবিতার কথা শুনলেই আমার
তোমার ছবি ভাসে হৃদয়ে,
ছন্দের কথা ভাবলেই আমার
তোমার স্নিগ্ধতা জড়িয়ে ধরে।
কবিতার ছন্দের যাদুতে
আমি তোমায় কল্পনা করি
হৃদয়ের কল্পনায় আমি
শুধু তোমাকেই অনুভব করি।
লেখক
লেখক এর অনুভূতি:
কবিতা হয়তো সবাই লিখতে পারে কিন্তু অনুভূতির কল্পনায় সবাই ভাসতে পারে না, আমি কল্পনার শহরে সর্বদা যাতায়াত করি আর তার স্নিগ্ধতার পরশে নিজেকে উজ্জীবিত রাখি। কবিতা আমার অনুভূতি- কবিতা আমার হৃদয়ের আকুতি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আমার প্রেমের কবিতা,
হাজারো প্রেমের স্মৃতি।
তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙের ছবি।
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল।
তুমি আমার ভালোবাসার,
সুন্দর গোলাপ ফুল।
ভাইয়া আপনি দারুন লিখেছেন কিন্তু। সত্যিই আপনি অনেক আবেগ দিয়ে কবিতাটি লিখেছেন। ভালো ছিল ভাইয়া।
ধন্যবাদ আপু আপাকে।🌝
আমার কল্পনার ক্যানভাসে,
এসো তুমি হাজার রঙ হয়ে।
সব রং মিলে মিশে হোক একাকার;
তুমিই হও আমার শেষ পারাবার।
আমার কবিতায় তুমিই হও সনেট-
তোমার ছোঁয়ায় হোক অষ্টক ও ষষ্ঠক দুই এক।
শব্দজ্বাল বোনো তুমি,ভরো এ হৃদয়ের পাতা,
দুজনে মিলে লিখব, একসাথে প্রেমের জয়গাঁথা।
ওরে বাবা, পুরো কবিতার ইতিহাস লিখে ফেললেন মনে হচ্ছে।
ধন্যবাদ স্যার আপনাকে। 💕
অনেকদিন পর দিদি আপনার কবিতার কিছু লাইন দেখতে পেলাম। বেশ ভালই কবিতার লাইন গুলো লিখেছেন।
ধন্যবাদ ভাই।
এযেনো সনেটের ছড়াছড়ি। তবে দারুন লিখেছেন আপনি। আপনার মনের ক্যানভাসে সে যেন হাজারো রং হয়ে আসে এই প্রত্যাশাই করি। অনেক অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ বোন।
কবিতার কথা শুনলেই আমার
তোমার চোখগুলো ভাসে হৃদয়ে,
ছন্দেরা ভেসে ওঠে কলমের ছোঁয়ায়
কাজল কালো চোখের মন মায়ায়।
আমি কবিতার ছন্দে মাঝে
তোমার উষ্ণতা অনুভব করি,
আমার সারা কল্পনার মাঝে
তোমার রুপ নীলিমা সাজে।
কবিতা লিখতে গেলেই,
আমার হৃদয়ের ক্যানভাসে
শুধু একটাই ছবি ভাসে।
সেটা শুধুই তুমি।
ছন্দ মেলাতে গেলেই
শুধু তোমারই কথা ভাবি।
তোমার সাথে কাটানো অনুভূতিগুলো,
কবিতার ছন্দে ছন্দে লিখি।
কবিতার সেই কঠিন শব্দে,
মিশে গেছে তোমারি স্পর্শে
ভাবনাগুলো যেন তোমারই নামে,
লেখাগুলো শুধু তোমাকেই জানে।
তোমায় নিয়ে কবিতা লিখি
তুমি কবিতার ছন্দ
তুমি ছাড়া কবিতা যেন
হারিয়ে ফেলে ছন্দ
কবিতার ছন্দে আমি
তোমায় খুঁজে পাই
কবিতার কল্পনায় আমি
অজানায় হারিয়ে যাই
কবিতার ছন্দ আমার
তোমায় ঘিরে সব
কবিতার মাঝে যেন
শুধু তোমারই অনুভব।
আমি কবিতার মাঝে তোমাকে খুজি
কবিতার মাঝে তোমাকে অনুভুব করি।
তোমাকে নিয়ে কল্পনার সাগরে ভাসি
তোমাকে নিয়ে প্রতিদিন কবিতা লিখি।
তুমি আমার কবিতা লেখার অনুপ্রেরনা
কখনো তোমাকে আমি ভুলতে পারি না।
তুমি যদি কখনো আমার অপেক্ষায় থাকো
কবিতা হয়ে আমি তোমার কাছে আসবো।
বাহ !!!! অনেক সুন্দর ছিল লাইন গুলো
প্রিয় তুমি আমার রিদয়ের কবিতা
যা প্রতিদিন অনুভব করি
কিন্তু লিখতে পারি না
প্রিয় তুমি আছো আমার
মনের স্বয়নে স্বপ্নে
তুমি আমার কবিতার লেখার অনুপ্রেরণা
কবিতা তোমার জন্য দিতে পারি প্রাণ
তোমার জন্য গাইতে পারি বেসুরো কণ্ঠে গান,
কবিতা তুমি আমার ছন্দের ঝুলি
তোমার জন্য শব্দেরা কখনো হয়ে ওঠে দাঁতভাঙ্গা বুলি।
তোমার শব্দবানে স্নিগ্ধ,তৃপ্ত আমি
ছুঁয়ে থাকা মনের জড়ো ভাবনা
অলীক কল্পনার ভেসে বেড়ায় আমার
মনের সুরের না বলা হাজারো যন্ত্রনা।
কবিতায় কাব্য তুমি
তুমি হলে ছন্দ,
তুমি ছাড়া ভাবতে গেলে
লাগে শুধু মন্দ।
কল্পনাতে তুমি আমার
আছো হৃদয় জুড়ে,,
স্বরলিপি তুমি আমার
মিষ্টি গানের সুরে।
থেকোনা আরে দুরে তুমি
থেকো না আর দূরে,,,,,,
♥♥
হৃদয় অনুভূতি নিয়ে যখন কবিতা লিখি
মনে ভেসে ওঠে তোমার রঙিন দুই আঁখি
তুমি ছিলে এই হৃদয় জুড়ে প্রাণ পাখি
তাইতো তোমায় কবিতার মধ্যেও ধরে রাখি।