এবিবি ফান প্রশ্ন- ৪২৫ || কালো ছেলেদের বউ ফর্সা হয় কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কালো ছেলেদের বউ ফর্সা হয় কেন?

প্রশ্নকারীঃ

@narocky71

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো জানা নেই। আপনাদের কাছ থেকে মজার উত্তর জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 months ago 

কালো ছেলেদের বউ ফর্সা হয় কেন?

টাকলা এবং ভুরি ওয়ালা সরকারি চাকরি করা ছেলেরা যেমন অল্প বয়সী মেয়ে এবং সুন্দরীদেরকে বিয়ে করতে পারে😂। একটু গবেষণা করলেই কিন্তু দেখা যায়, যারা কালো তাদের টাকা-পয়সা অনেক বেশি থাকে। আর এজন্য তাদের বউগুলো সুন্দর হয়🤣🤣।

বি:দ্র:-টাকা থাকলেই হলো ছেলেটা যেরকমই হোক 😁। শুধু পয়সা থাকলেই হলো🤑। পায়সা,পায়সা.....
 4 months ago 

বাস্তব বিষয় উপলব্ধি করতে পেরেছেন আপনি আপু।

 4 months ago 

কালো ছেলেদের বউ ফর্সা হয় কেন?

সাদা কালো কম্বিনেশন সবসময়ই বেস্ট হয় সেটা সবাই জানে,আর তাইতো সবাই বেস্ট জুটি হতে চায় 😂😂।

 4 months ago 

কালো ছেলেদের বউ ফর্সা হয় কারণ, প্রকৃতি ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে! যেন একে অপরকে কমপ্লিমেন্ট করে। 😄 এছাড়া, কালো ছেলে তো আগে থেকেই "হ্যান্ডসাম", তাই বউ যদি একটু ফর্সা হয়, তাহলে দুজন মিলে "কালো-ফর্সা" মিশ্রণে দারুণ একটা ফিল্মি জুটি তৈরি হয়! 😜

 4 months ago 

তা ঠিক বলেছেন ভাই, কালো-ফর্সা মিশ্রনে দারুণ একটা ফিল্মি জুটি তৈরি হয়ে থাকে 😆।

 4 months ago 

কালো ছেলে কালো মেয়ে বিয়ে করলে বাসর রাতে বউকে খুঁজে পাবে নাহ।সেজন্য কালো ছেলেদের বউ ফর্সা হয়।😜

 4 months ago 

বন্ধু তোমার কথাটা কিন্তু লজিক আছে। বেশ মজা পেলাম 😁

 4 months ago 

হা হাহা 😂

 4 months ago 

দারুন বলেছেন হা হা হা😀😁‌

 4 months ago 

মেয়েরা ভালো করেই জানে যে, কালোই এই জগতের আলো। আর এই আলোর খোঁজে তারা কালো ছেলে পছন্দ করে ফেলে বেশি। তাই দেখা গেছে কালো ছেলেদেরই বউ ফর্সা হয়।

 4 months ago 

আসলেই দাদা মেয়েরা ভালো করেই জানে কালই জগতের আলো। কালো ছাড়া কোনো গতি নেই।

 4 months ago 

কালো ছাড়া কোনো গতি নেই।

এই কারণেই ফর্সা ছেলেরা এখন একটু বিপদে পড়ে গেছে ভাই। হিহি..

 4 months ago 

জি ভাই কালোই এই জগতের আলো এইটাই কয়জনে বুঝে।

 4 months ago 

কারন কালো ছেলেরাই সরকারি চাকরি পায় এবং অফিসের বস হয়।এইজন্য তাদের বউ সুন্দরী ও ফর্সা হয়।

 4 months ago 

টাকার কারনে, টাকা থাকলে কালো ছেলের বউ ক্যাটরিনার মত হবে আর টাকা না থাকলে কালো মেয়ে কেন, কেউ মেয়েই দিতে চাই না।

 4 months ago 

কারন কালো ছেলের জন্য যখন মেয়ে ঠিক করা হয় তখন কেবল ফর্সা মেয়েকে খোঁজা হয়। তার কারন ভবিষ্যত প্রজন্ম যেনো ফর্সা হয়।

 4 months ago 

কালো ছেলেদের বউ ফর্সা হয় কেন?

স্টুডেন্ট লাইফে কালো ছেলেদের দিকে কোন মেয়ে তাকায় না। যার ফলে সে প্রেমটেমও করতে পারে না। তখন সে চিন্তা করে সুন্দরী গার্লফ্রেন্ড না পেলেও সুন্দরী বউ ঠিকই বিয়ে করবো। তখন সে কষ্ট করে অনেক টাকা পয়সা ইনকাম করে। আর তখন সুন্দরী মেয়েরা কালো ছেলেদের দিকে না তাকিয়ে টাকার দিকে তাকিয়ে নাচতে নাচতে কালো ছেলেদের বিয়ে করে ফেলে, আর এভাবেই ফর্সারা কালোদের দখলে চলে যায়, হা হা হা।😜🤪

 4 months ago 

বাহ্ ভাই বেশ দারুন একটি লজিকাল গল্প তৈরি করে দিয়েছেন দেখছি পড়ে অনেক ভালো লাগলো। আমার কাছেও মনে হয় আপনার গল্পের মতই কালো ছেলেদের ইন্টেনশন থাকে। হাহাহা ফর্সারা কালোদের দখলে চলে যায় 😁

 4 months ago 

কালো ছেলেরা মনে হয় মনে মনে দোয়া করে তাই।,হাহাহ।