এবিবি ফান প্রশ্ন-২৪৫ | আচ্ছা ভালোবাসা এমন কেন ? জ্বলে যায় অন্তর কিন্তু কখনো পুড়তে দেখা যায় না।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আচ্ছা ভালোবাসা এমন কেন ? জ্বলে যায় অন্তর কিন্তু কখনো পুড়তে দেখা যায় না।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে ভালবাসা মানে এক আবেগ। তাই যার আবেগ যত তার জ্বালাও ততো। এখানে যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে জ্বালা থেকে কিছুটা রেহায় পাওয়া যায়। এখানে আমি পুড়ে যাওয়ার কিছুই খুঁজে পাচ্ছিনা। জাস্ট সাময়িক কষ্ট যাকে বলে। কিন্তু আপনাদের অভিমত কি হতে পারে?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসা জিনিসটা অনেকটা জোনাকি পোকার মতো! জ্বলবে আলো কিন্তু পুড়বে না।
অসাধারণ বলেছেন ভাই 😊
ভালোবাসা এমনই আপু, অন্তর জ্বলে যায় কিন্তু জ্বলতে দেখা যায় না এর কারণ হলো আমরা এটাকে খালি চোখে দেখার চেষ্টা করি। অন্তরের চোখ দিয়ে দেখলে এটা আবার দেখা যাবে। খালি চোখে যেমন রোগ জীবাণু দেখা যায় না এটিও তেমন খালি চোখে দেখা যায় না , অন্তরের দৃষ্টিতেই দেখতে হয় তবেই দেখা যায়।
আসলে ভালোবাসা এমনই, কিছুটা সিঙ্গারার মত। বিভিন্ন দোকানে ঠিকই সিঙ্গারা দেখতে পাবেন অনেক শেপের। কিন্তু এই সিঙ্গারার ভিতরে কিভাবে আলু ঢুকেছে সেটাই বুঝতে পারবেন না।🤣🤣
বাহ ভাইয়া উদাহরণ বেশ দারুণ 😁😊
ভালোবাসা ভীষণ অদ্ভুত।এই ভালোবাসার অদ্ভুত শব্দে আবেগময়,জ্বালাময়,মায়াময়,গতিময়, বিষাদময়,দুঃখময়, সুখময় এবং ছন্দময়ের অনুভূতি মিললেও কোথাও কিন্তু পোড়াময় শব্দের ইঙ্গিত পাওয়া যায় না।তাই অন্তর জ্বললেও, তা কখনো পুড়তে দেখা যায় না।
বেশ দুর্দান্ত বলেছেন দিদি। সত্যি ভালোবাসা এমনই তো হয়।
যদিও অভিজ্ঞতা নেই তবুও বাস্তব চিত্র দেখে ও অনুমান করে বললাম আরকি।
সত্যিই দিদি ভালোবাসার অনুভূতি এমনি।
তাই☺️☺️.
💟☘️ ভালো ছিল দিদি
স্বর্ণ যেমন পুড়লে খাঁটি হয়ে যায়, ভালবাসাও তেমনি বিরহ অনলে পুড়ে খাঁটি হয়ে যায়। ভালবাসার অনল মনের ভেতরে জ্বলতে থাকে আর অনলের বহিঃপ্রকাশ বাইরে দেখা যায় কিন্তু ভালোবাসার অনল কখনো দেখা যায় না। ভালোবাসার অনলে যে, পুড়েছে সেই বুঝেছে ভালোবাসার অনল কতটা তীব্র কতটা জ্বালাময়।
ঠিক বলেছেন ভাইয়া স্বর্ণ পুড়ে পুড়ে যেমন খাঁটি হয় তেমনি বিরহের আগুনে পুড়ে হৃদয় খাঁটি হয়ে যায়। দারুন লিখেছেন আপনি।
সত্যি ভাই আপনার অনুভূতি অসাধারণ।
এখনকার ভালোবাসা এমনই। ভালোবাসার মানুষকে না পেলে অন্তর কিছুক্ষণের জন্য জ্বলে ঠিকই কিন্তু পুড়ে না। পুড়লে তো একেবারে ছাই হয়ে যাবে। তখন আর নতুন কারো সাথে প্রেম করতে পারবে না। সেজন্য কোল্ড ড্রিংকস এবং দই খেয়ে অন্তরের জ্বালা দূর করে, নতুন সম্পর্কে জড়িয়ে যায় 🤣🤣। ব্যাস সব সমস্যার সমাধান হয়ে যায় 😂😂।
কোল্ড ড্রিংকস এবং দই খেয়ে অন্তরের জ্বালা দূর হয়ে যায় তাই নাকি ভাই 😁।
এটার আসল কারণ আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। আর ভুল মানুষকে ভালোবাসলে তো এমন হবেই। অন্তর জ্বলবে কিন্তু কেউ দেখতে পারবে না। যার জন্য আমাদের এমনটা হয় সে যেন দেখে না ফেলে এইজন্যই হয়তো এটা দেখা যায় না হা হা।
কিছু জ্বলন কখনো প্রকাশ করা যায়না। প্রেমের এই জ্বলটাও একই রকম। এসব অদৃশ্য থাকে। অদৃশ্য জিনিশ যেমন দেখা যায়না। তেমনি এই পোড়ানো টাও দেখা যায়না। অন্তর পোড়া বলে কথা তা কি আর দেখা যায়।
তার কারন হলো ভিতরে ভিতরে জ্বললে তো কেউ দেখে না। তখন কিছুদিন পরে আবার নতুন করে প্রেম-ভালোবাসা করার সুযোগ থাকে। আর যদি পুড়ে যায়, তাহলে তো সবাই দেখে ফেলবে তখন নতুন করে প্রেম ভালোবাসা করার সুযোগ পাওয়া যাবে না,হা হা হা।😛😛😛
যা হয় সব কিছুই মনের ভিতর। তাইতো কেউ দেখতে পায় না। আর সেই সুযোগে নতুন করে প্রেম করার সুযোগ চলে আসে। 🤣🤣
হাহাহা 😂😂 বেশ মজা পেলাম ভাই আপনার কমেন্টটি পড়ে।
সত্যি ভাই দারুন কথা বলেছেন।
ভালোবাসা অন্তরলে জ্বালিয়ে দেয় এই কথা সত্য।
তবে অন্তর যেহেতু কেউ কাউকে দেখাতে পারে না৷ তাই অন্তর জ্বলছে নাকি পুড়ছে তা কাউকে দেখাতে পারে না৷ অথচ ভিতরে ভিতরে সে পুরো জ্বলে পুড়ে শেষ।