এবিবি ফান প্রশ্ন- ২৬৮ | আমি যদি হারিয়ে যাই, তাহলে তুমি কি আমাকে খুঁজবে নাকি!
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আমি যদি হারিয়ে যাই, তাহলে তুমি কি আমাকে খুঁজবে নাকি নতুন কে নিয়ে ব্যস্ত থাকবে।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যদিও উত্তরটা বেশ জটিলতাসম্পন্ন, তবে সহজ ভাষায় মতামত দিলে খুশি হব।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আপনি যদি হারিয়ে যান তাহলে আপনার পরিবারের মানুষ আপনাকে খুঁজবে গার্লফ্রেন্ড এর সেখানে কোনো বেকার মাথাব্যথা থাকবে না। আর যদি বউ থাকে তাহলে সে আপনাকে খুঁজতে খুঁজতে তৃতীয় কোনো ব্যক্তির সন্ধান পেলেও পেতে পারে,হি হি।😊😊
পৃথিবীতে এত মানুষ থাকতে একজনকে নিয়ে ব্যস্ত থাকার কোন প্রয়োজন নেই। খাও-দাও মাস্তি করো একজনকে ছেড়ে অন্যকে ধরো।
এই কথা যদি ভাবি জানে তাহলে আপনার খবর আছে। ভাবিকে ছাড়া ভালো থাকতে চাওয়া আপনার কাছে বিলাসিতা। 🤣🤣
আজকালকার যুগে কাউকে খুঁজে নেওয়া অনেকটা সহজ কাজ, নতুন কাউকে পটিয়ে তাকে নিয়ে ব্যস্ত হওয়ার থেকে 🤪🤭। তাহলে উত্তর ক্লিয়ার তোমাকেই খুঁজে নেব গুগল সার্চের মধ্যে।
হায় আল্লাহ, কোথায় এতো বুদ্ধি রাখেন আপনি ভাইজান?
অবশ্যই খুঁজে বের করব । কারণ যখন কোনো জায়গা থেকে বাসায় ফিরে আসি সবার আগে আম্মুকে খুঁজি।আম্মু কে ছাড়া বাসা একদম ফাঁকা ফাঁকা লাগে।তাই আম্মু যেখানেই থাকুক না কেন আগে খুঁজে বের করব। আমার মতে মা ছাড়া দুনিয়া অন্ধকার।
সত্যি আপু মা ছাড়া পুরো বাড়ি যেন অন্ধকার মনে হয়। তাইতো আমরা বাড়ি ফিরে প্রথমে মাকে খুঁজি। বেশ ভালো লাগলো আপনার উত্তরটি।
ধন্যবাদ আপু।
এতো খোঁজার টাইম নেই, কারণ সিরিয়াল অনেক লম্বা। সবাইকে ই তো সময় দিতে হবে। আমার আবার মন অনেক বড়,তাই কাউকে না করতে পারি না😂😂। আমার উপর তাদের সবার ই হক আছে, তাই কাউকে বঞ্চিত করলে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হবে 🤣🤣🤣।
যে হৃদয়ের খুব গভীরে থাকে অনুভূতির কল্পনায় যে সারাক্ষণ বিচরণ করে সে প্রিয় মানুষ যদি হারিয়ে যায় অবশ্যই হৃদয়ের ভালোবাসা তাড়নায় তাকে খুঁজে বের করবো। নিজের সবকিছু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো খুঁজে পাওয়ার জন্য প্রিয় মানুষকে। আর যদি প্রিয় আপন মানুষকে না পায় তাহলে ভালোবাসার অনুভূতি হারিয়ে যাবে। নতুন কাউকে নিয়ে ব্যস্ত হওয়ার মতোন সেই মানসিকতা, ভালোলাগা এবং ভালবাসার অনুভূতি থাকবে না।
হারিয়ে যাওয়ার পরে যদি নতুন কাউকে পাওয়া যায় তাহলে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে লাভ কি? তাই পুরাতনকে হারিয়ে নতুন এর কাছে ভালোবাসা দিয়ে মধুর ঠ্যাঙানি খাওয়াও লাভ আছে। আর যাই হোক নতুন কিছু তো পাওয়া যায়।
সহমত ভাই বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন 😧।
ভাইয়া পুরাতনকে খুঁজে বের করতে যে সময় লাগবে,তার থেকে কম সময়ে অন্য একজন নতুনকে পাওয়া যাবে। শুধু শুধু কি দরকার সময় নষ্ট করার,হে হে হে।🤪🤪🤪
আপনি ঠিক বলেছেন, ভাই তবে হৃদয়ের অনুভূতি বিরুদ্ধে যাওয়াটা বেশ কঠিন।
বাপরে বাপ এই ছিল মনে। ভাবি যদি এই অবস্থা দেখে তাহলে আপনার খবর করে দিবে। নতুন কাউকে খোঁজা একেবারে মিটিয়ে দিবে।
আমার কথা হলো চলে যাবে কিভাবে? চলে যাওয়ার আগেই তো শিকল দিয়ে বেঁধে রাখবো। যাতে করে আমাকে আবার মাইকিং করে খুঁজতে না হয়। আর ডিজিটাল যুগে অনলাইনে ভাইরাল না হতে হয়। এইজন্য সবচেয়ে ভালো উপায় শিকল দিয়ে বেঁধে রাখা। হি হি হি
পুরাতন মানুষকে খুঁজতে যে সময় লেগে যাবে তার থেকেও কম সময় লাগবে নতুন মানুষকে খুঁজতে। তাই সময় ব্যায় না করে পুরান মানুষকে পুরান মানুষের পথে ছেড়ে দিয়ে নতুন মানুষ খোঁজার পথে এগিয়ে যেতে হবে।